টুকরো খবর |
সংরক্ষিত কামরায় ছিনতাই, যাত্রী বিক্ষোভ নলহাটিতে
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
চলন্ত ট্রেনের সংরক্ষিত কামরা থেকে হার ছিনতাইয়ের ঘটনা ঘটল আপ হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে। সোমবার সাহেবগঞ্জ-বর্ধমান লুপ লাইনের সাদীনপুর ও নলহাটি স্টেশনের মাঝে একটি রেল সেতুর উপরে মহিলার গলা থেকে ওই হার ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের পর যাত্রীরা চেন টানায় ট্রেনটি প্রায় এক ঘণ্টা ধরে ওই সেতুর উপরেই আটকে থাকে। পরে ট্রেনটি নলহাটি স্টেশনে পৌঁছলে যাত্রীদের বিক্ষোভের জেরে আরও একঘণ্টা পরে ওই এক্সপ্রেস ট্রেনটি মালদহের উদ্দেশে রওনা দেয়। গভীর রাতে নলহাটি জিআরপির কাছে হার ছিনতাইয়ের অভিযোগ করেন নলহাটি থানার গোবিন্দপুর গ্রামের বধূ রাবেদা বিবি। রেল পুলিশের সাঁইথিয়া থানার অফিসার ইন চার্জ পীযূষকান্তি রায় বলেন, “রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাতে এলাকায় তল্লাশি চালানো হয়েছে।” সাম্প্রতিক কালে পরপর এ ধরনের কয়েকটি ঘটনা ঘটায় ওই এলাকায় রেল পুলিশের নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী রাবেদা বিবির ছেলে গোলাম মোশারফ বলেন, “কলকাতায় মাকে ডাক্তার দেখিয়ে ওই ট্রেনের সংরক্ষিত কামরা ডি-২ তে চেপে বাড়ি ফিরছিলাম। নলহাটি ঢোকার আগে জগধারী সেতুর উপরে ট্রেন ধীরে চলার সময় এক যুবক হঠাৎই মায়ের গলা থেকে হার ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। ছিনতাইবাজকে ধরতে আমি সঙ্গে সঙ্গে ট্রেনের চেন টানি।” তাঁর অভিযোগ, “ডি-৩ ও শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় থাকা রেল পুলিশের কাছে সাহায্য চাইলেও তাঁরা সদর্থক ভূমিকা নেননি।” এ দিন সেতুতে পঞ্চাশ মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি নলহাটির উদ্দেশে রওনা দেয়। স্টেশনে পৌঁছতেই ক্ষুব্ধ যাত্রীরা রেল পুলিশের গাফিলতি ও যাত্রী নিরাপত্তার অভাব নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ১ ঘণ্টা বিক্ষোভ চলার পর নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা দেরিতে ট্রেনটি মালদহের উদ্দেশে রওনা দেয়। প্রসঙ্গত, চারদিন আগেই ওই একই ট্রেনে একই জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছেন। |
ট্রাকের ধাক্কায় মৃত্যু খয়রাশোলে
নিজস্ব প্রতিবেদন |
|
বোলপুরে দুর্ঘটনাগ্রস্ত বাস। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
তিনটি পৃথক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কমপক্ষে ২০ জন জখম হয়েছেন। পুলিশ জানায়, মৃতের নাম নুর আব্দুল খাঁ (৪২)। বাড়ি খয়রাশোল থানার মাটিয়ালা গ্রামে। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে খয়রাশোল থানার ভীমগড় বাসস্ট্যান্ডের কাছে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। এ দিন রাস্তা পারাপার করার সময়ে গরু বোঝাই ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা ট্রাকটিকে ধাওয়া করে ধরে পুলিশের হাতে তুলে দেন। এ দিন দুপুরে বোলপুর-মহেশ্বরপুর রাস্তার উপর মোলডাঙার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। প্রথমে বোলপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় তাঁদের। দশজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বোলপুর মহকুমা হাসপাতালের সুপার সুদীপ মণ্ডল বলেন, “তাঁদের চিকিৎসা চলছে।” দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রী গোলটিকুরির বাসিন্দা সেন্টু মণ্ডল, মনোজিৎ দাস-রা বলেন, “শ্রীনিকেতন পেরিয়ে মোলডাঙা ঢোকার মুখে আচমকা বাসটি উল্টে ধানের জমিতে গিয়ে পড়ে।” স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। অন্য দিকে, এ দিনই সকালে সিউড়ি-আমজোড়া রাস্তায় একটি বেসরকারি বাস উল্টে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন। পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। |
সিউড়ি ডাকঘরে বন্ধ লেনদেন
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
|
ফিরে যাচ্ছেন গ্রাহকেরা। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়। |
যান্ত্রিক ত্রুটির জন্য অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল সিউড়ি প্রধান ডাকঘরের আর্থিক লেনদেন। গত শুক্রবার থেকে ওই পরিষেবা বন্ধ থাকলেও সোমবার সকালেই ডাকঘরের প্রবেশ পথের মুখে বিজ্ঞপ্তি দিয়ে সরকারি ভাবে তা জানানো হয়েছে। পাশাপাশি নামিয়ে রাখা হয়েছে ডাকঘরে প্রবেশের মূল সাটারটিও। যদিও চিঠি জমা-বিলির ব্যবস্থা চালু আছে। আর্থিক লেনদেন পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। মঙ্গলবার সেখানে গিয়ে দেখা গেল বন্ধ সাটারের সামনে ভিড় করেছেন বহু মানুষ। তাঁদেরই একজন সিউড়ি ডাঙালপাড়ার বাসিন্দা দোলগোবিন্দ দাস হতাশ হয়ে বলেন, “এই ডাকঘরে এমআইএস প্রকল্পে টাকা জমা করা আছে। গত ১ সেপ্টেম্বর থেকে টাকা তোলার জন্য ঘুরছি। পরিষেবা বন্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়ে গেলাম।” মহম্মদ মসিজউদ্দিন, নিতাই দাসদের মতো প্রায় শতাধিক ক্ষুদ্র স্বল্প সঞ্চয় প্রকল্পের এজেন্ট মক্কেলদের চাপে চূড়ান্ত অস্বস্তিতে রয়েছেন। এ দিকে, কবে থেকে ডাকঘরে ওই পরিষেবা ফের চালু হবে বলতে পারেছেন না কেউই। ডাক বিভাগের জেলা সুপারিনটেন্ডেন্ট আনসারুল হক অবশ্য জানিয়েছেন, দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে। |
সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনল কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
স্বজনপোষণ, দলীয় কর্মীদের পাত্তা না দেওয়া, দুর্নীতির অভিযোগে নলহাটি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের বেলাল হোসেনের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই তিন সদস্য। এ ব্যাপারে সোমবার পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিলুফার ইয়াসমিন, শিক্ষা কর্মাধ্যক্ষ সানোয়ারা খাতুন, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হালিম মহকুমাশাসকের কাছে অনাস্থাপত্র জমা দিয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন সিপিএমের মসিউর রহমান ববি, সমাজবাদি পার্টির তানসের আলি। সভাপতি বলেন, “আমি এখনও অনাস্থা প্রস্তাবের চিঠি পাইনি। তাই এ ব্যাপারে মন্তব্য করব না।” ২০০৮ সালের নির্বাচনের পরে ১৫ সদস্যের এই সমিতিতে দলগত অবস্থান ছিল সিপিএম ৭, সমাজবাদি পার্টি ১, কংগ্রেস ৭। পরে সমাজবার্দি পার্টির সদস্য সিপিএমে যোগ দেন। বছর খানের পরে অনাস্থা সভাপতি তানসের আলি অপসারিত হন। বেলাল হোসেনকে সমর্থন করায় সদস্যপদ খারিজ হয়েছিল সিপিএম সদস্য অসিত দাসের। বর্তমানে দলগত অবস্থান--কংগ্রেস ৭, সিপিএম ৬, সমাজবাদি পার্টি ১। মসিউর বলেন, “বৃহত্তর স্বার্থে অনাস্থায় রাজি হয়েছি।” রামপুরহাট মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “অনাস্থাপত্র পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।” |
ভূমিদান
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
জেলার চারটি ব্লকের ২০০ টি ভূমি ও গৃহহীন মঙ্গলবার পরিবারকে জমির কাগজপত্র তুলে দিল জেলা প্রশাসন। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “সিউড়ি ১ ও ২, দুবরাজপুর এবং খয়রাশোল ব্লকের বিডিও অফিসে ওই পরিবারগুলির হাতে জমির পাট্টা ও পরচা দেওয়া হয়।” প্রতিটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও রাজ্যের এসআরডিএ-র (স্টেট রুরাল ডেভলপমেন্ট অথরিটি) চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। চেয়ারম্যান বলেন, “নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে ওই পরিবারগুলিকে জমি দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পে তাঁদের ঘরও বানিয়ে দেওয়া হবে।” এ দিন চন্দ্রনাথবাবু আশ্বাস দিয়ে বলেন, “জেলায় খুব তাড়াতাড়ি আরও সাড়ে ৩ হাজার মানুষকে ওই প্রকল্পের আওতায় আনা হবে।” |
নতুন সম্পাদক
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
ঐতিহ্যবাহী শান্তিনিকেতন ট্রাস্টের নতুন সাম্মানিক সম্পাদক হলেন অনিল কোনার। আগামী তিন বছরের জন্য তিনি ওই দায়িত্ব সামলাবেন। ১৮৮৪ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম এলাকা ও স্কুলের পরিচালনার জন্য ওই ট্রাস্টটি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই ট্রাস্ট পৌষ মেলা-সহ বিশ্বভারতীর নানা ঐতিহ্যবাহী উৎসবের পরিচালনার দায়িত্বে আছে। |
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
নিয়মিত পঠনপাঠন চালু করা, নিজস্ব ভবন তৈরি-সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার ময়ূরেশ্বর ২ ব্লকে বিক্ষোভ দেখালেন লোকপাড়া কলেজের তৃণমূল ছাত্রপরিষদের সদস্যরা। তাঁরা স্মারকলিপিও দেন। বিডিও বাবুলাল মাহাতো বলেন, “ছাত্রছাত্রীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।” |
কৃষি সমবায় নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
মুরারই থানার জাজিগ্রাম কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে বামপন্থী প্রগতিশীল মোর্চাকে হারিয়ে জয়ী হল কংগ্রেস-তৃণমূল জোট। সোমবার নির্বাচনে ৯টি আসনের মধ্যে জোট পায় ৬টি আসন। পরিচালন কমিটি বামপন্থীদের দখলে ছিল। |
মোটরবাইক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
দুবরাজপুর থানার খন্ডগ্রাম লাগোয়া দাসপুরের একটি বাড়ি থেকে সোমবার রাতে ২৪টি মোটরবাইক আটক করল পুলিশ। তদন্ত চলছে। |
|