খেলার টুকরো খবর

ফুটবল লিগ
রামপুরহাট মহকুমা ফুটবল লিগ। ছবি: সব্যসাচী ইসলাম।
রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহকুমা আন্তঃক্লাব লিগ ফুটবল প্রতিযোগিতায় ২৯ অগস্ট দ্বিতীয় বিভাগের খেলায় রামপুরহাট আনন্দময়ী সঙ্ঘকে ২-০ গোলে হারিয়েছে তারাপীঠ মিলন সঙ্ঘ। ১ সেপ্টেম্বর কাষ্ঠপাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ৭-০ গোলে হারায় সন্তোষপুর জগৎদয়ামাতা স্পোর্টিং ক্লাবকে। পরের দিন প্রথম বিভাগের খেলায় রামপুরহাট শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব ৯-১ গোলে হারায় রামপুরহাট ফুটবল কোচিং সেন্টারকে। ৪ সেপ্টেম্বর খরুণ উদ্বোধনী মিলনীকে ২-১ গোলে হারায় তারাপীঠ মিলন সঙ্ঘ। গত ২২ অগস্ট থেকে রামপুরহাট ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলা শুরু হয়েছে। দু’টি বিভাগে মোট ১৬টি দল যোগ দিয়েছে।

অনূর্ধ্ব ১৭ দলে দীপ
অনূর্ধ্ব ১৭ স্কুল বাংলা ফুটবল দলে খেলার সুযোগ পেল বোলপুরের ভূবনডাঙার দীপনারায়ণ ঘোষ। বোলপুর নীচুপট্টি নীরদবরণী হাইস্কুলের ছাত্র দীপ বর্তমানে রাজ্যস্কুল ক্রীড়া সংস্থার প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিচ্ছে। ১৭-১৯ অগস্ট উত্তরদিনাজপুরে কালিয়াগঞ্জে আয়োজিত স্টেট চ্যাম্পিয়নশিপে কর্মকর্তাদের নজর কেড়ে দীপ বাংলা দলে জায়গা করে দেয়। ওই দলের ম্যানেজার সুবীর দাস জানান, খোকন কিস্কু নামে বোলপুরের ধান্যসড়ার আর এক স্কুল পড়ুয়ও বাংলা দলে খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু প্রশিক্ষণ চলাকালীন অসুস্থতা জনিত কারণে তাকে ওই সুযোগ হারাতে হয়েছে।

স্মৃতি ফুটবল
আজ বুধবার সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত শৈলেনচন্দ্র দাস-প্রফুল্ল সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হবে মাড়গ্রাম সোনালি স্পোর্টিং ক্লাব ও পুরন্দপুর কেশরী সঙ্ঘ। গত ২৯ অগস্ট কামদাকিঙ্কর মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়। ওই দিন রামপুরহাট কোচিং সেন্টার ও বোলপুর ইয়ং টাউন ক্লাবের খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরের দিন আয়োজক সংস্থা মাড়গ্রাম সোনালি স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায়। ১ সেপ্টেম্বর পুরন্দপুর কেশরী সঙ্ঘকে ২-১ গোলে হারিয়েছে সিউড়ি ফুটবল কোচিং সেন্টার। ২ সেপ্টেম্বর ইয়ং স্টার ক্লাব ২-০ গোলে ঢোলকাটা সিধো-কানহু আদিবাসী সঙ্ঘকে হারায়।

• ‘জঙ্গলমহল মহিলা ফুটবল ও তীরন্দাজি প্রতিযোগিতা-২০১২’র সিমলাপাল থানা জোনের খেলা শেষ হল গত রবিবার। সিমলাপাল হাইস্কুল মাঠে তীরন্দাজি বিভাগে মহিলাদের খেলা হয়। সিমলাপালের বিক্রমপুর হাইস্কুলে এই প্রতিযোগিতার তীরন্দাজি বিভাগে পুরুষদের খেলা হয়। পুরুষ বিভাগে ৮০ জন এবং মহিলা বিভাগে ৩০ জন ছিলেন। পুরুষ বিভাগ থেকে প্রথম পাঁচজন এবং মহিলা বিভাগ থেকে প্রথম তিনজন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় যোগ দেবেন।

বিষ্ণুপুরের ত্রিবঙ্ক গ্রামে তোলা —নিজস্ব চিত্র।
• বিষ্ণুপুর থানার ত্রিবঙ্ক গ্রামে গত শনি ও রবিবার গ্রামস্তরে দু-দিনের ফুটবল প্রতিযোগিতা হয়। আয়োজক কালীমাতা সঙ্ঘ। খেলার শেষ দিনে ডুমনিসোল গ্রাম ১-০ গোলে জামসুলিকে হারায়।

• স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ আয়োজিত স্কুল ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ হয়ে গেল বিদ্যাপীঠ মাঠে। গত ২৯ অগস্ট কোয়ার্টার ফাইনালে পুরুলিয়া জিলা স্কুল ২-১ গোলে চিত্তরঞ্জন বয়েজ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ওই দিনই অন্য খেলায় মানভূম ভিক্টোরিয়া ইন্সষ্টিটিউশন ২-০ গোলে কাঁটাডি উচ্চ বিদ্যালয়কে হারায়। ২ সেপ্টেম্বর সেমিফাইনালে আড়শা উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে মানভূম ভিক্টোরিয়া ইন্সষ্টিটিউশনকে এবং বলরামপুর ফুলচাঁদ উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে পুরুলিয়া জিলা স্কুলকে পরাজিত করে ফাইনালে ওঠে। আগামী ৯ সেপ্টেম্বর প্রতিযোগিতার ফাইনাল। খেলা হবে

• পুরুলিয়া টাউন ক্লাব আয়োজিত ২৮ তম পুরুলিয়া চ্যালেঞ্জ কাপ জিতল ঝাড়খণ্ডের বোকারো মাহাতো স্পোর্টিং ক্লাব। গত রবিবার মানভূম ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা দুর্গাপুর আমরা ক’জনকে ২-০ গোলে পরাজিত করে। ফাইনালে উপস্থিত ছিলেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো, বিধায়ক কেপি সিংহ দেও, দুর্গাপুরের মোহনবাগান ফুটবল আকাডেমির সহ সভাপতি সৌম্যরূপ ভৌমিক প্রমুখ।

• সিউড়ি সদর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহকুমা আন্তঃক্লাব লিগ ফুটবল প্রতিযোগিতায় ২৯ অগস্ট আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মুখোমুখি হয় মাজিগগ্রাম ফুটবল দল। খেলাটি ১-১ গোলে ড্র হয়। ৩১ অগস্ট নগরী সবুজদল বনাম কেঁদুয়া স্বামীজি সঙ্ঘের খেলাটিও ড্র হয় ১-১ গোলে। ২ সেপ্টেম্বর আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশান ৬-১ গোলে হারায় বনগ্রাম স্পোর্টিং ক্লাবকে। ৪ অগস্ট কেঁদুয়া স্বামীজি সঙ্ঘের মুখোমুখি হয়েছিল সিউড়ি ফুটবল কোচিং সেন্টার। গত ২৬ অগস্ট থেকে সিউড়ি জেলা ক্রীড়া সংস্থার মাঠে ১৪ দলীয় ওই প্রতিযোগিতা শুরু হয়েছে।

• বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতার সুপার ডিভিশন খেলায় ২ সেপ্টেম্বর বোলপুর টাউন ক্লাব তারাস সুসর গাঁওতাকে ৬-১ গোলে হারায়। অন্য দিকে, ৪ সেপ্টেম্বর দ্বিতীয় ডিভিশনের খেলায় কীর্ণাহার ঐক্যকে ১-০ গোলে হারায় বেদরা ইয়ং ক্লাব। ৫ সেপ্টেম্বর ওই ডিভিশনের খেলায় দেবেন্দ্রগঞ্জ বয়েজ অ্যান্ড ইয়ুথ ক্লাবের মুখোমুখি হবে সুরজিৎ স্মৃতি সংঘ। গত ৪ অগস্ট থেকে বোলপুর ক্রীড়া সংস্থার মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়েছে।

কাশীপুর ব্লকের পাড়াশোল গ্রামের পাড়াশোল আদিবাসী চিরিগেল স্পোটিং ক্লাবের
উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল দলদলি চিতা ক্লাব। তারা
টাইব্রেকারে সোনাইজুড়ি বাবা তিলকা গাঁওতাকে হারায়।
৭০টি দল যোগ দিয়েছিল। ছবি: প্রদীপ মাহাতো।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.