উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর সি মুরুগনের বিবাদ ফের প্রকাশ্যে এসে পড়ল। বৃহস্পতিবার নাটাবাড়ির বিধায়ক তথা প্রাক্তন নিগম চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জনমানসে রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ করতেই তাঁর আমলে তো বটেই পরেও চালু হওয়া বিভিন্ন যাত্রী পরিষেবা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ করে ম্যানেজিং ডাইরেক্টরকে দোষারোপ করেছেন। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন। ম্যানেজিং ডাইরেক্টরও পাল্টা জানিয়ে দিয়েছেন, রবীন্দ্রনাথবাবুর অভিযোগ তিনি আদৌ গুরুত্ব দিচ্ছেন না। এমনকী সাধারণ কর্মীও অফিসারদের কৃতিত্বকে প্রাক্তন চেয়ারম্যান একক কৃতিত্ব বলে প্রচার করতে চাইছেন বলেও তোপ দেগেছেন এমডি। নিগম সূত্রে জানা গিয়েছে, এনবিএসটিসির জন্য বরাদ্দ টাকায় কেনা পাঁচটি ‘লোফ্লোর’ বাস সিএসটিসি বাম আমলে ব্যবহার শুরু করে। রবীন্দ্রনাথবাবু নিগমের চেয়ারম্যান হওয়ার পর ওই বাসগুলি এনবিএসটিসিতে ফিরিয়ে আনেন। কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জ রুটে ওই সব বাস চলাচল শুরু করে। সম্প্রতি ওই বাসগুলি তুলে নিয়ে ফের দক্ষিণবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোচবিহার-শিলিগুড়ি রুটে আধঘন্টা অন্তর বাস পরিষেবা, রাজারহাটে সিটিবাস চালু, মেখলিগঞ্জ থেকে বিভিন্ন রুটে সাতটি বাস পরিষেবা চালু, নাটাবাড়ী, দেওচড়াই, কৃষ্ণপুর, বুড়িরহাট রুটে চালু বাস বন্ধ করে দেওয়া হয়েছে বলে রবীন্দ্রনাথবাবুর অভিযোগ। পাশাপাশি কোচবিহার-দিনহাটা দশ মিনিট অন্তর বাস পরিষেবা, কোচবিহার-ধুবুরি-বহরমপুর বাস পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বলেও তাঁর অভিযোগ। এই প্রসঙ্গে নিগমের এমডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন নিগম চেয়ারম্যান। রবীন্দ্রনাথবাবু বলেন, “আমি চেয়ারম্যানের দায়িত্বে থাকবার সময় চালু করা বিভিন্ন পরিষেবা পরিকল্পিতভাবে বন্ধ করে দিচ্ছেন এমডি। জনমানসে রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ করতেই এমডি ওই কাজ করছেন। ইতিমধ্যে বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা বর্তমান চেয়ারম্যানকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী এবং পরিবহণ মন্ত্রীকেও লিখিত ভাবে জানাচ্ছি।” নিগমের একটি সূত্রেই জানা গিয়েছে, আর্থিক বরাদ্দ থাকার পরেও সংস্থায় নতুন ১২ টি বাস কেনা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়েও এমডিকে দায়ী করেছেন প্রাক্তন চেয়ারম্যান। নিগমের অন্য রুট বাসের সংখ্যা ও আর্থিক আয়ও এমডি-র ভুল পদক্ষেপের জন্য কমে গিয়েছে বলে অভিযোগ প্রাক্ন চেয়ারম্যানের। নিগমের এমডি সব অভিযোগ মানতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “ওঁর অভিযোগ গুরুত্ব দেওয়ার মত কোনও বিষয় নয়। বর্তমান চেয়ারম্যান ও পরিচালন বোর্ডের সদস্যদের তদারকিতেই নিগমে কাজ চলছে। আয়ও বেড়েছে। এনবিএসটিসি এখন মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে ভাল চলছে। সাধারণ কর্মীদেরও এরজন্য কৃতিত্ব রয়েছে। প্রাক্তন চেয়ারম্যান নিজের একক কৃতিত্ব নিতে কি বলছেন তা নিয়ে আমরা ভাবছি না।” প্রসঙ্গত, নিগমের চেয়ারম্যান থাকবার সময়ে কর্মী বদলি নিয়ে রবীন্দ্রনাথবাবুর সঙ্গে এমডি’র বিবাদ চরমে পৌঁছায়। পরে রবীন্দ্রনাথবাবুকে সরিয়ে রাজ্য সরকার চেয়ারম্যান পদে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব’কে বসান। |