টুকরো খবর
ভোট নিয়ে বৈঠক
রাজ্যে ভোটদানের হার বৃদ্ধির জন্য ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো বয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়ায় এসে এ কথা জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সুনীলকুমার গুপ্তা। এ দিন তিনি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকদের মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, “এ রাজ্যে ভোটের হার তুলনামূলক ভাবে বেশ ভাল। তবুও আমরা চাই আরও বেশি ভোটদাতা নির্বাচনগুলিতে অংশ গ্রহণ করুন। সে জন্য রাজ্যে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৫১ হাজার ৯৯০ থেকে বাড়িয়ে ৭৬ হাজার ৮২০টি করা হয়েছে।”
ছবি: সুজিত মাহাতো।
তিনি আরও বলেন, “রাজ্যের ভোটার তালিকায় ভূয়ো ভোটারদের নাম বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার কাজ চলছে। দ্রুত সচিত্র পরিচয় পত্র দেওয়ার কাজ শুরু হয়েছে।” এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহ-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিক ও ২০টি ব্লকের বিডিওরা।

স্বামীর যাবজ্জীবন
শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করায় যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। বুধবার পুরুলিয়া আদালতের প্রথম ফার্স্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাজশ্রী বসু অধিকারী এই রায় দেন। সরকার পক্ষের আইনজীরী স্বপন মজুমদার জানান, আসামী রাজকিশোর সহিসের বাড়ি পুরুলিয়া শহরের সিন্দারপট্টিতে। ২০০০ সালে এলাকারই বাসিন্দা গুড়িয়া সহিসের সঙ্গে তার বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে পরে গুড়িয়া বাপের বাড়িতে চলে আসেন। ২০১০ সালের ৩১ মার্চ রাতে রাজকিশোর শ্বশুরবাড়িতে গিয়ে গুড়িয়াকে মারধর করে শ্বাসরোধ করে একটি সেচখালে ফেলে রেখে পালায়। গুড়িয়ার দাদা ছটু সহিস তা দেখে ফেলেন। পরে পুলিশ রাজকিশোরকে গ্রেফতার করে। যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে বিচারক তার ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন।

ধর্ষণের চেষ্টা, যুবকের কারাদণ্ড
এক মূক-বধির তরুণীকে ধর্ষণের চেষ্টার অপরাধে এক যুবককের ৫ বছরের কারাদণ্ড হল। বুধবার পুরুলিয়া আদালতের তৃতীয় ফার্স্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুতপা সাহা এই রায় দেন। ২০০৮ সালের ২৮ এপ্রিল পুরুলিয়া সদর থানা এলাকার এক মূক ও বধির তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন চাটানিপাড়া এলাকার বাসিন্দা খচ্চু বাউরি নামের এক যুবক। ওই তরুণীকে রাস্তার পাশে ঝোপে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। ওই তরুণীর মা তা দেখে ফেলায় খচ্চু সেখান থেকে পালায়। ঘটনার কয়েকদিন পরে থানায় অভিযোগ দায়ের হয়। পরে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। বিচারক ৫ বছর কারাদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেন।

গ্রেফতার স্বামী-শাশুড়ি
এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগে তাঁর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। মৃতের নাম মিলি সহিস। খুনের অভিযোগে বুধবার রাতে তাঁর স্বামী ডুগরু সহিস ও শাশুড়ি পুষ্প সহিসকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের পটমদা থানার মাচা গ্রামের মিলি সহিসের সঙ্গে ৬ মাস আগে মানবাজার থানার কদমা গ্রামের ডুগরুর বিয়ে হয়। পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে মিলি শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ হন। বুধবার সন্ধ্যায় পুরুলিয়া হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বাবা করালি সহিসের অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত। তাঁরাই মিলিকে পুড়িয়ে মেরেছে। তবে ধৃতেরা দাবি করেছেন, রাতে কুপির আগুন থেকে মিলি অগ্নিদগ্ধ হন।

পড়শি খুনে যাবজ্জীবন
পাথর দিয়ে পড়শির মাথা থেঁতলে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হল এক যুবকের। বৃহস্পতিবার খাতড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শ্যামলেন্দু ঘোষাল তালড্যাংরার বিবড়দা গ্রামের বাসিন্দা ঝন্টু দুলেকে এই সাজা দিয়েছেন। সেই সঙ্গে ৫০০০ টাকা জরিমানা ধার্য করেন। সরকার পক্ষের আইনজীবী তাপস সিংহ মহাপাত্র জানান, বিবড়দা গ্রামের স্বপন হালদারকে ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর বাড়ি থেকে ডেকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ঝন্টু পাথর দিয়ে মাথা থেঁতলে দেয়। এরপর তাঁকে সেচখালে ফেলে দিয়ে সে পালায়। বাসিন্দারা স্বপনকে উদ্ধার বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করেন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। খুনের অভিযোগে পুলিশ ঝণ্টুকে গ্রেফতার করে।

গ্রেফতার ২
এক তরুণকে মারধর করে তাঁর আত্মীয়া এক কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল রেলপুলিশ। আনাড়া রেলস্টেশনের অদূরে রেলইয়ার্ডের কাছে বুধবার রাতের ঘটনা। ওই তরুণ আনাড়া স্টেশনে গিয়ে আরপিএফ ও রেলকর্মীদের খবর দেন। তাঁরা কিশোরীকে উদ্ধার করেন। রেলপুলিশের আদ্রার আইআরপি সরোজ হাজরা বলেন, “ওই কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার পাড়া থানার জোড়বেড়িয়ার সুখেন চক্রবর্তী ও রানিপুরের আলাম আনসারিকে গ্রেফতার করা হয়। কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করা হয়।”

জয়ী কাঁদয়া
—নিজস্ব চিত্র।
জঙ্গলমহল কাপের মহিলা বিভাগের বান্দোয়ান থানার সেরা দল হল কাঁদয়া ফুটবল দল। তারা ৩-০ গোলে ডাঙরজুড়ি ফুটবল দলকে পরাজিত করে। বৃহস্পতিবার বান্দোয়ানের পলিটেকনিক কলেজের মাঠে চূড়ান্ত পর্যায়ের ম্যাচ দেখতে ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) লক্ষীনারায়ণ মীনা উপস্থিত ছিলেন। তিনি বলেন, “ফুটবল খেলার মাধ্যমে এখানকার প্রতিভাদের তুলে আনার সঙ্গে জনসংযোগ বৃদ্ধিও আমাদের লক্ষ্য।” বান্দোয়ানের ওসি দীপঙ্কর সরকার জানান, শুক্রবার থেকে খেলা শুরু হয়েছিল।

দুর্ঘটনায় মৃত ১
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে সারেঙ্গা থানার গোয়ালডাঙা মোড়ের কাছে, বাঁকুড়া-রাইপুর রাস্তায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শক্তিপদ ধর (৬৫)। স্থানীয় বারপাখান গ্রামে তাঁর বাড়ি। এ দিন ভোরে রাস্তার উপর তাঁর দেহ পড়েছিল। পুলিশ জানায়, গাড়িটির হদিশ পাওয়া যায়নি। দেহটি ময়না-তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.