টুকরো খবর
রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ
ছবি: দিলীপ নস্কর।
প্রায় ১০ কিলোমিটার রাস্তা। গোটা রাস্তায় ইট পাতা। অনেক জায়গায় ইট উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই তাতে জল জমে পুকুরের চেহারা নেয়। জেলা পরিষদের এই রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকালে রাজাপুর গ্রামে বাসিন্দারা রাস্তার উপর বীজতলা রোপণ করে বিক্ষোভ দেখান। সকাল ১০টা থেকে ঘণ্টা তিনেক বিক্ষোভ চলে। পরে সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। মগরাহাট-২ ব্লকের আমড়াতলা পঞ্চায়েতের আমড়াতলা-বাসামোড় থেকে জয়পুর পর্যন্ত ওই রাস্তাটি বছর পঁচিশ আগে তৈরি হয়েছিল। তারপর থেকে আর রাস্তাটির সে ভাবে সংস্কার হয়নি বলে অভিযোগ। প্রশাসনে বহু আবেদন-নিবেদনের পরে কখনও গর্তগুলি বুজিয়ে জোড়াতালি দিয়ে রাস্তার ‘সংস্কার’ হলেও, পাকাপাকি ভাবে কোনও কাজ হয়নি। গ্রামবাসীদের দাবি, ওই রাস্তা দিয়ে আমড়াতলা, ইয়ারপুর, নৈনান পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ নিত্য যাতায়াত করেন। এলাকার অটোচালক হারুণ লস্কর বলেন, “আগে এই রাস্তা দিয়ে অটো চলত। বাসস্ট্যান্ডে যেতে অটোই ছিল গ্রামের মানুষের ভরসা। কিন্তু রাস্তার যা হাল তাতে কিছুদিনের মধ্যেই গাড়ির যন্ত্রাংশ খারাপ হয়ে যেত। ছোটবড় দুর্ঘটনা তো লেগেই থাকত। বাধ্য হয়ে এই রাস্তায় অটো চালানো বন্ধ করে দিয়েছি। ফলে ছাত্রছাত্রীদের প্রায় এক ঘণ্টা হেঁটে স্কুল-কলেজ যেতে হয়।” মগরাহাট-২ পঞ্চায়েত সমিতির সভাপতি খইরুল হক লস্কর বলেন, “ওই রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় টাকা আমাদের তহবিলে নেই। বিষয়টি জেলা প্রশাসন এবং বিডিওকে জানানো হয়েছে।” মগরাহাট ২-এর বিডিও রিজওয়ান ওহাবের আশ্বাস, “রাস্তা সংস্কারের জন্য শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।”

বনগাঁয় মাছধরার প্রতিযোগিতায় রেলকর্মীরা
—নিজস্ব চিত্র।
শিয়ালদহ ডিভিশনের রেলকর্মীদের উদ্যোগে বনগাঁ রেলওয়ে দিঘিতে সম্প্রতি অনুষ্ঠিত হল মাছ ধরা প্রতিযোগিতা। উদ্বোধন করেন রেলকর্মী ফিশিং অ্যাসেসিয়েশনের শিয়ালদহ শাখার সম্পাদক কমল পাইন। রেলকর্মী ফিশিং অ্যাসেসিয়েশনের বনগাঁ শাখার সহ সম্পাদক অরিন্দম বালা বলেন, “মাছ শিকারের মধ্যে এক অন্যরকম আনন্দ আছে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ছিপ বা হুইলে মাছ ধরার গ্রামীণ ঐতিহ্যকেও বাঁচিয়ে রাখতে চাই।” বনগাঁ শাখার রেলকর্মী বীরেন সর্দার একটি ৪ কিলো ৭৫০ গ্রামের আমেরিকান রুই ধরে প্রথম স্থান অধিকার করেছেন। তাঁকে ওই মাছটির পাশাপাশি ১০০১ টাকা আর্থিক পুরষ্কার ও একটি ট্রফিও দেওয়া হয়। ২ কিলো ৭৫০ গ্রামের গ্লাস কাপ ধরে দ্বিতীয় হয়েছেন বলরাম বিশ্বাস। ২ কিলো গ্লাস কাপ ধরে তৃতীয় হয়েছেন অবসরপ্রাপ্ত রেলকর্মী সুবোধ বিশ্বাস। মাছ ধরা দেখতে এসেছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিত দাস, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, প্রাক্তন পুরপিতা দিলীপ দাস। বিধায়ক বিশ্বজিত দাস বলেন, “ছোটবেলায় পুকুরে মাছ ধরতে যেতাম। এখনকার প্রজন্ম সেইভাবে মাছ ধরতে জানে না।” তিনি এই ধরণের প্রতিযোগিতাকে বেশি করে উৎসাহ দেবেন বলেও জানান।

হাবরায় বাড়ি থেকে উদ্ধার কিশোরীর দেহ, নিখোঁজ বাবা
জন্ম থেকে পক্ষাঘাতগ্রস্ত এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে হাবরা থানার পুলিশ শ্রীনগর এলাকায় ওই কিশোরীর বাড়ি থেকেই দেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতার নাম শর্মিলা চট্টোপাধ্যায় (১৬)। মৃতদেহটি ময়না-তদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পুলিশ তাঁর বাবা প্রশান্ত চট্টোপাধ্যায়কে খুঁজছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগেই ওই কিশোরীর মায়ের মৃত্যু হয়েছে। তার পর থেকে শর্মিলা বাবার সঙ্গে একা ওই বাড়িতে থাকতো। প্রশান্তবাবু টিবি-র রোগী। সেই সূত্রেই তিনি মাঝে মধ্যে কলকাতার যাদবপুর টিবি হাসপাতালে চিকিৎসা করাতে যান। ওই সময় তিনি অসুস্থ মেয়ের হাত পা বেঁধে বাড়িতে তালা মেরে যেতেন বলে জানা গিয়েছে। গত মঙ্গলবার এ ভাবেই প্রশান্তবাবু মেয়েকে বেঁধে রেখে কলকাতায় চিকিৎসার জন্য চলে যান। কিন্তু তারপর থেকেই তাঁর কোনও খোঁজ নেই। এ দিকে বুধবার সন্ধ্যায় জানালা দিয়ে শর্মিলাকে নিস্তেজ অবস্থায় বাঁধা দেখতে পেয়ে পুলিশে খবর দেন তার কাকা সুশান্ত চট্টোপাধ্যায়। পুলিশ এসে শর্মিলার মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় সুশান্তবাবু শর্মিলার বাবার বিরুদ্ধে অবহেলায় মৃত্যুর একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তারা যাদবপুর টিবি হাসপাতালে খোঁজ নিয়ে প্রশান্তবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।

পাচারে বাধা, বোমাবাজি গাইঘাটায়
ধান খেত দিয়ে গরু নিয়ে যেতে বাধা দেওয়ায় চাষিদের লক্ষ করে বোমা ছুড়েছে দুষ্কৃতীরা। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা গ্রামের দু’টি বাড়িতে ভাঙচুর চালায়। তাঁদের দাবি, ওই দুই বাড়ির বাসিন্দারা গরু পাচারে যুক্ত। এর পরে বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গাইঘাটার রামনগর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে এ দিন দুপুর পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তোলে। ঘটনাটি গাইঘাটার কাহানকিয়া গ্রামের। গ্রামবাসীদের অভিযোগ, বুধবার রাতে পাচারকারীরা গরু নিয়ে খেত দিয়ে যাচ্ছিল। বাধা দেওয়ায় পাচারকারীরা চাষিদের লক্ষ করে বোমা ছোড়ে হয়। গ্রামবাসীদের দাবি, বোমায় এক চাষি জখম হয়েছেন। যদিও এমন কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই পাচারকারীরা খেতের উপর দিয়ে গরু নিয়ে যাচ্ছে। তাতে নষ্ট হচ্ছে ফসল। চাষিরা মাঝে জোট বেধে রাত পাহারার ব্যবস্থা করেন। অভিযোগ, বিএসএফ এবং পুলিশ তাঁদের সে ভাবে সহযোগিতা করছে না। দু’পক্ষই অভিযোগ অস্বীকার করে জানায়, তারা পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে।

শ্লীলতাহানির ঘটনায় ধৃত ৪
শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় মূল অভিযুক্ত রাজু পরমান্ন-সহ চার জনকে বৃহস্পতিবার গ্রেফতার করল বারাসত থানা। অভিযোগ, বুধবার রাতে বারাসতে গেঞ্জিমিলের কাছে এক কিশোরীর শ্লীলতাহানি করে চার মত্ত যুবক। বাধা দিতে গেলে ওই কিশোরী ও তার মাকে মারধরও করা হয়। ২০১১-এ ১৪ ফেব্রুয়ারির রাতে দিদিকে বাঁচাতে গিয়ে বারাসতের যে কিশোর প্রাণ দিয়েছিল, সেই রাজীব দাসেরই পাড়ার বাসিন্দা নিগৃহীত ওই কিশোরী। ঘটনার পরে এলাকার লোকজন বারাসত থানায় খবর দেন। পুলিশ আসতেই পালায় অভিযুক্তেরা। মা-মেয়েকে বারাসত হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি পৌঁছে দেয় পুলিশ। রাতেই থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। গত ২৭ জুলাই রাতেও টিউশন সেরে বাড়ি ফেরার পথে রাজীব খুনের এলাকায় আক্রান্ত হয় এক কিশোরী। বাধা দেওয়ায় প্রহৃত হন তার বাবা। বারাসতে একের পর এক শ্লীলতাহানির ঘটনায় তোপের মুখে পড়েছে পুলিশ।

খুনের দুই অভিযুক্ত গ্রেফতার বাসন্তীতে
খুনের ঘটনায় দীর্ঘদিন ধরে পলাতক দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আনোয়ার সর্দার (আনার) ও তামজিৎ হোসেন খান (হাফেজ)। ক্যামিয় মহকুমার ৭ নম্বর সোনাখালির বাসিন্দা রমজান গাজির খুনের ঘটনায় তারা অভিযুক্ত ছিল। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার পুলিশ মগরাহাটের বিলন্দপুর থেকে আনোয়ারকে ও সোনাখালি বাজার থেকে তামজিৎকে গ্রেফতার করে। ধৃতদের এ দিন আলিপুর কোর্টে হাজির করানো হলে বিচারক ধৃতদের ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। জেলার পুলিশ সুপার প্রবীণকুমার ত্রিপাঠী জানিয়েছেন, ২০১০ সালের ১২ অগস্ট রাত ৮টা নাগাদ বাসন্তীর সোনাখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন রমজান। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারপর থেকেই পুলিশ আনোয়ার ও নার্সিংহোমের মালিক তামজিৎকে খুঁজছিল।

ট্রান্সফর্মার সারানোর দাবি
ট্রান্সফর্মার খারাপ হয়ে যাওয়ায় গ্রামের বাসিন্দাদের বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিদ্যুৎ নিগমকে জানিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের বাঁকাড়া অঞ্চলের পালপাড়ার ঘটনা। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন কোম্পানির ডিসিএলের মুখপাত্র বিশ্বরূপ মুখোপাধ্যায় বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

ধর্ষণে কারাদণ্ড
বধূকে ধর্ষণের অপরাধে এক শ্বশুরের সাত বছরের সশ্রম কারাদণ্ড হল। বুধবার আলিপুর জর্জ কোর্টের ফাস্ট ট্র্যাক আদালত অভিযুক্তকে এই সাজা শোনায়। পুলিশ জানায়, ২০০৮ সালে গোসাবার তারানগরের বাসিন্দা ইসমাইল মোল্লা পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন।

অভয় আশ্রম
অভয় আশ্রম খুলতে ট্রাস্টি বোর্ড, শ্রমিক ইউনিয়ন ও খাদি কমিশন ঐকমত্যে পৌঁছল। ক্ষুদ্রশিল্পমন্ত্রী জানান, আশ্রম খোলার জন্য রাজ্য ও কেন্দ্র একযোগে সক্রিয়।

নেতাকে গুলি
টিটাগড় পুরসভার তৃণমূল কাউন্সিলর আনন্দ শর্মা দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন। বুধবার রাতের ওই ঘটনায় এক দুষ্কৃতীকে ধরে বেধড়ক পেটায় ক্ষিপ্ত জনতা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.