ঈদের রেশ কাটতে না কাটতেই ফুটবল লিগ নিয়ে মেতে উঠেছে সীমান্তবর্তী তেহট্ট ও পলাশিপাড়া। সদ্য সাঙ্গ হয়েছে ঈদের উৎসব, এদিকে পুজোর কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে। দুই উৎসবের মাঝের সময়েই লিগের সব খেলা শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া সংস্থার কর্তারা।
তেহট্ট আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১২-১৩ মরসুমের সাব জুনিয়র লিগের খেলা শেষ হয়েছে ১৮ অগস্ট। মোট ১২টি দলকে দুটো গ্রুপে ভাগ করে ২ অগস্ট থেকে শুরু হয়েছিল সাব জুনিয়র লিগ। সর্বোচ্চ ১৭ পয়েন্ট সংগ্রহ করে চ্যম্পিয়ন হয়েছে তরণীপুর সুকান্ত নজরুল স্মৃতি সংঘ আর ১৫ পয়েন্ট সংগ্রহ করে রানার্স হয়েছে নিশ্চিন্তপুর কপিল স্পোর্টস ক্লাব। তেহট্টের ক্রীড়া সংস্থার দাবি সাব জুনিয়র বিভাগে নদিয়া জেলায় চাকদহের পরেই তেহট্টে সবথেকে বেশি দল অংশগ্রহণ করেছে। অন্য দিকে মোট ১৮ টি দল নিয়ে ২২ অগস্ট থেকে শুরু হয়েছে জুনিয়র লিগ। ওই ১৮ টি দলকে মোট তিনটি গ্রুপে ভাগ করে খেলানো হচ্ছে। এখনও পর্যন্ত মোট নয়টি খেলা হয়েছে। তার মধ্যেই দর্শকের নজর কেড়েছে বয়ারবাঁধা দেশবন্ধু সমিতি, নিশ্চিন্তপুর তরুণ সংঘ ও চিলাখালি বিনয় বাদল দিনেশ ক্লাব। ফলে বিকেল হলেই লিগের খেলা দেখতে ভিড় হচ্ছে চিলাখালি, শ্যামনগর, নিমতলা, আরশিগঞ্জ, কৃষ্ণচন্দ্রপুর, বয়ারবাঁধা, তেহট্ট, বালিওড়া, চাঁদের ঘাট ও বেতাইয়ের মত মাঠগুলোতে। ১৯ সেপ্টেম্বর থেকে সিনিয়র প্রথম ডিভিসন ও দ্বিতীয় ডিভিসনের খেলা শুরু হবে বলে তেহট্ট ক্রীড়া সংস্থাসূত্রে জানা গিয়েছে।
পলাশিপাড়া আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় জোরকদমে চলছে লিগের খেলা। মোট চারটে দল নিয়ে জুলাইয়ের শেষ থেকে শুরু হওয়া সাব জুনিয়র লিগ প্রায় শেষের দিকে। ৬ সেপ্টেম্বর থেকে মোট নয়টি দল নিয়ে শুরু হচ্ছে জুনিয়র লিগ। বিশ্বকর্মা পুজোর পরেই শুরু হবে সিনিয়র প্রথম ও দ্বিতীয় ডিভিসনের খেলা।
অন্য দিকে করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় সিনিয়র দ্বিতীয় ডিভিসন ও জুনিয়র লিগের খেলা শেষ হল বৃহস্পতিবার। মোট আটটি দল নিয়ে ৩০ জুলাই থেকে শুরু হয়েছিল সিনিয়র দ্বিতীয় ডিভিসনের খেলা। সর্বোচ্চ ১১ পয়েন্ট সংগ্রহ করে এই বিভাগে চ্যাম্পিয়ন হল করিমপুর জামতলা নবারুণ সংঘ। ফুনকোতলা বাঙ্কার্স ক্লাব ৮ পয়েন্ট সংগ্রহ করে রানার্স হয়। মোট ১৫টি দল নিয়ে ২৪ জুলাই শুরু হয়েছিল জুনিয়র লিগ। ওই ১৫টি দলকে মোট তিনটে বিভাগে ভাগ করে খেলানো হয়েছে। সর্বোচ্চ ৯ পয়েন্ট সংগ্রহ করে জুনিয়র লিগে এই মরসুমে চ্যাম্পিয়ন হল যমশেরপুর ক্রিকেট ক্লাব। পণ্ডিতপুর মিলন সংঘ ৬ পয়েন্ট সংগ্রহ করে রানার্স হয়েছে। দিনকয়েক আগে মোটরবাইকে খেলতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা যায় যমশেরপুর ক্লাবের গোলরক্ষক মিনারুল মণ্ডল ও তার ভাই সুজিত মণ্ডল। এদিন চ্যাম্পিয়ন হওয়ায় পর যমশেরপুর ক্রিকেট ক্লাব এই জয় উৎসর্গ করেছে ক্লাবের গোলরক্ষক মিনারুলের উদ্দেশ্যেই।
সিনিয়র প্রথম ডিভিসনের খেলা শুরু হবে আজ, শুক্রবার থেকে। বিকেলে যমশেরপুর মাঠে মুখোমুখি হচ্ছে কেচুয়াডাঙা ক্লাব ও পুঁটিমারি নিউ চাঁদ তারা স্পোর্টিং ক্লাব। অন্য দিকে শিশা মাঠে মুখোমুখি হচ্ছে সেনপাড়া পল্লিশ্রী সংঘ ও পণ্ডিতপুর মিলন সঙ্ঘ। এই ডিভিসনে মোট ১০টি দলকে দুটো গ্রুপে ভাগ করে খেলানো হচ্ছে বলে ক্রীড়া সংস্থাসূত্রে জানানো হয়েছে। লিগের শেষ বিভাগের এই খেলা দেখতে মুখিয়ে আছে করিমপুর। |