টুকরো খবর
দুষ্কৃতীদের তান্ডব
বকেয়া টাকা আদায়ে গিয়ে স্বামীকে না পেয়ে তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে সামশেরগজ্ঞ থানার খেজুরতলা গ্রামে ঘটনাটি ঘটে। দুষ্কৃতীরা তাঁর স্ত্রী ও শিশুকে বাড়ি থেকে বার করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়। পরে পুলিশের সাহায্যে তাঁরা বাড়িতে ঢোকেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফিটু শেখ নামে এক ব্যক্তি দিনমজুর খাটার শর্তে দাদন হিসেবে এলাকার একজনের কাছ থেকে ৭০০০ টাকা নেন। ওই ব্যক্তির অভিযোগ, ফিটু তার জমিতে মজুরি খাটার পরিবর্তে বাইরে কাজে চলে গিয়েছেন। এই অভিযোগেই তিনি দলবল নিয়ে বৃহস্পতিবার সকালে ফিটু শেখের বাড়িতে হাজির হন। ফিটুবাবুর স্ত্রী মিনা বিবি পরে সামশেরগজ্ঞ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ এসে তাঁদের বাড়িতে ঢুকিয়ে দেয়।

কিশোরকে মারধর
হাজার টাকা চুরির অপবাদে ১৩ বছরের এক কিশোরকে বেধড়ক মারধর করল নবদ্বীপের চরব্রহ্মপুরের চার ব্যবসায়ী। সাঁড়াশি দিয়ে ওই কিশোরের চুল উপড়ে আলকাতরা ঢেলে দেওয়া হয়। জখম ওই কিশোর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ওই বালকের বাবা মহাদেব তালুকদার বলেন, “বাজারের এক ইলেকট্রিক দোকানের মালিকের তিন ছেলে কমল বর্মন, শ্যামল বর্মন ও বিমল বর্মন মঙ্গলবার রাত ৮টা নাগাদ আমার ছেলে সম্রাটকে বেধড়ক মারধর করে। চোখে-মুখে ঘুঁষি মারে। সাঁড়াশি দিয়ে চুল তুলে দেয়।” তিনি বলেন,“আমার ছেলে টাকা চুরি করেনি। পেশাগত রেষারেষিতে মিথ্যা অভিযোগে ওরা ছেলেকে এ ভাবে মেরেছে।” মহাদেববাবু ওই তিন জনের বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছেন। নবদ্বীপের আইসি শঙ্করকুমার রায়চৌধুরি বলেন, “অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। তবে অভিযুক্তরা পলাতক। তল্লাশি চলছে।”

যুবক গ্রেফতার
মদের মধ্যে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। নাম রবীন বিশ্বাস। বাড়ি কৃষ্ণনগরের মোংলাপুকুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে এলাকারই বাসিন্দা বছর পঁয়ত্রিশের রহিম শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে অভিযুক্ত ওই যুবক। রাতে দু’জনে পাড়ার মাঠে বসে মদ খায়। ওই রাতেই রহিমবাবু অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

কারাদন্ডের নির্দেশ
জাল নোট পাচারের ঘটনায় আয়াতুল্লা শেখ নামে এক ব্যক্তিকে পাঁচ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল কৃষ্ণনগর জেলা আদালত। অতিরিক্ত জেলা জজ (পঞ্চম) অনিমেষ চক্রবর্তী বৃহস্পতিবার এই রায় দেন। সরকার পক্ষের আইনজীবী মানস বসু রায় বলেন, “সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির কাছ থেকে বছর দুয়েক আগে বাঙ্গালজির মোড়ে ৯৫টি পাঁচশো টাকার নোট উদ্ধার করেছিল পুলিশ।”

সংঘর্ষ, জখম
সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েক জন। তিন জনকে আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিবেশী এক যুবককে গালিগালাজ করা নিয়ে ঘটনা শুরু। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় দু’দলেরই চার জনকে পুলিশ ধরেছে। বুধবার মুরুটিয়ার কাগজিপাড়ার ওই ঘটনার পর গ্রামে পুলিশ পিকেটও বসেছে।

দেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুর নাগাদ কল্যাণী আপ প্ল্যাটফর্মের আশপাশের স্থানীয় লোকজন মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.