জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে খুন হলেন এক তরুণ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের উপকন্ঠে পেপার মিল মোড় এলাকার ঘটনা। নিহতের নাম রামু মহাপাত্র (২২)। বাড়ি স্থানীয় আনন্দপল্লিতে। পুলিশের দাবি, রামুর কাকা বছর সাঁইত্রিশের কার্তিক মহাপাত্র সন্ধ্যায় নিজেই ঝাড়গ্রাম থানায় এসে ভাইপোকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করার কথা কবুল করেন। রামুর স্ত্রী সবিতা মহাপাত্রের অভিযোগের ভিত্তিতে পুলিশ কার্তিকবাবুকে গ্রেফতার করেছে। একটি বাস্তু জমি নিয়ে নিজের বাবা-কাকার সঙ্গেই রামুর কিছুদিন ধরে মন কষাকষি চলছিল। জমিটি নিয়ে এ দিন বিকেলে ফের রামুর সঙ্গে তাঁর বাবা গণেশবাবু ও কাকা কার্তিকবাবুর বিবাদ শুরু হয়। জমি না পেলে ঠাকুরদা-ঠাকুমাকে খুনের হুমকি দেয় রামু। এরপর আনন্দপল্লির কাছেই পেপার মিল মোড় লাগোয়া এলাকায় ঠাকুরদার বাড়ির দিকে ছুটে যায় রামু। কাকা কার্তিকবাবুও ভাইপোকে অনুসরণ করে ছুটে যান। সেখানেও দু’জনের মধ্যে ফের একপ্রস্থ বচসা হয়। অভিযোগ, বচসা চলাকালীন আচমকা পাশে পড়ে থাকা একটি কোদাল দিয়ে ভাইপোকে কোপাতে থাকেন কার্তিকবাবু। ঘটনাস্থলেই রামুর মৃত্যু হয়। কোদালটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
|
বধূ নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার প্রদীপ ঘোড়ই নামের ওই ব্যক্তিকে শীপুর গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। শ্বশুরবাড়ির অভিযুক্ত বাকি ছ’জন পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর দু’য়েক আগে এগরা থানা এলাকার পানিপারুল গ্রামের গীতার সঙ্গে নেগুয়া গ্রামের প্রদীপের বিয়ে হয়। তাদের একটি সন্তানও রয়েছে। ওই বধূর অভিযোগ, অতিরিক্ত পণের দাবি ও নানা অজুহাতে বিয়ের পর থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা। বারবার সালিশি করেও সমস্যা মেটেনি।
|
কেশপুরের বিক্ষুব্ধ তৃণমূল সমর্থকেরা বিক্ষোভ দেখালেন মেদিনীপুরে। বৃহস্পতিবার কেশপুরে শান্তি ফেরানোর দাবিতে তাঁরা মেদিনীপুর শহরের এলআইসি চক থেকে মিছিল করে জেলা পুলিশ সুপারের অফিস পর্যন্ত যান। তাঁদের অভিযোগ, কেশপুরে সন্ত্রাস চলছে। যে সন্ত্রাসের ফলে তৃণমূল সমর্থকদেরই বাড়ি ছাড়া হতে হচ্ছে। যে সব ব্যক্তির নামে একাধিক অভিযোগ রয়েছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বিক্ষুব্ধদের পক্ষে গোলাম মোর্তাজা বলেন, “আমরা জেলা পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছি যে, অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। ঘরছাড়া সমর্থকদের ঘরে ফেরাতে হবে।”
|
সাত দফা দাবিতে বন দফতরের এগরা রেঞ্জ অফিসারের কাছে বুধবার স্মারকলিপি দিলেন সারা বাংলা বনকর্মী অস্থায়ী মজদুর সমিতির এগরা শাখার সদস্যরা। সমিতির এগরা রেঞ্জের সম্পাদক কালিকা পাত্রর দাবি, “বন দফতরের নার্সারি তৈরি, রক্ষণাবেক্ষণ-সহ নানা কাজে মজদুরদের যুক্ত রাখার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা রাখতে হবে।” পাশাপাশি বন মজদুরদের দৈনিক পারিশ্রমিক ১৩০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা, বছরে ২৫০ দিন কাজ দেওয়া-সহ নানা দাবি জানানো হয়। এগরা রেঞ্জ অফিসার ছত্রধর সোরেন দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
|
বর্ধিত ফি প্রত্যাহার করার দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের বিক্ষোভ দেখাল বিএড সংগ্রাম কমিটি। বৃহস্পতিবার কমিটির তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করা হয়। নেতৃত্বে ছিলেন দীপক রায়, রাজু খাঁড়া প্রমুখ। পাশাপাশি অ্যাফিলেশন ফি, প্র্যাকটিস টিচিং ফি প্রভৃতির নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করা যাবে না বলেও কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে কমিটি। বিএডের ফি বৃদ্ধি নিয়ে বেশ কিছু দিন ধরেই চাপানউতোর চলছে।
|
বেআইনি ভাবে চোলাই মদ বিক্রির অভিযোগে বুধবার রাতে এক জনকে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ। কনকপুর গ্রামের বাসিন্দা ধৃত গৌরহরি মাইতিকে বৃহস্পতিবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। |