|
|
|
|
অস্থায়ী শিক্ষকদের বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সরকারি স্বীকৃতি ও স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ দেখালেন স্কুলের অস্থায়ী শিক্ষক-শিক্ষিকারা।
বৃহস্পতিবার তমলুক শহরের মানিকতলায় পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) অফিসের সামনে সকাল ১১টা থেকে সারা বাংলা অস্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির এই বিক্ষোভ চলে। জেলা বিদ্যালয় পরিদর্শককে একটি স্মারকলিপিও দেওয়া হয়। সমিতির জেলা সম্পাদক দিবাকর পাল বলেন, “জেলার বিভিন্ন মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৩০০ জন অস্থায়ী শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তাঁদের পারিশ্রমিক ৫০০ টাকা থেকে দু’হাজার টাকা। এই শিক্ষকদের সরকারি স্বীকৃতির পাশাপাশি স্থায়ীকরণ ও সম্মানজনক বেতন দেওয়ার দাবি জানিয়েছি আমরা।” |
|
ছবি: পার্থপ্রতিম দাস। |
সম্প্রতি জেলার কয়েকটি বিদ্যালয়ে অস্থায়ী শিক্ষকদের বিভিন্ন কারণ দেখিয়ে ছাঁটাই করা হয়েছে বলেও তাঁর অভিযোগ। ওই শিক্ষকদের পুনরায় নিয়োগ করার দাবি জানানো হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক সুবোধ চট্টোপাধ্যায় বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।
এ দিনই ৪৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিপিআই প্রভাবিত বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি তমলুক স্টেশন রোডে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে নানা দাবিতে অবস্থান করে। সংসদে স্মারকলিপিও দেয় তারা। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ও সন্ত্রাস দূর করতে প্রশাসনিক পদক্ষেপ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে পোশাক, শিক্ষাবর্ষের শুরুতেই বই দেওয়ার ব্যবস্থা, পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের শিক্ষক হিসাবে নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সমিতির জেলা সম্পাদক নারায়ণ বেরা ও সভাপতি শঙ্কর দে। |
|
|
|
|
|