|
|
|
|
রঞ্জন ফের পুলিশ হেফাজতে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মাওবাদী স্কোয়াড-নেতা রঞ্জন মুণ্ডাকে ইউএপিএ মামলায় ফের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। গত ৩ অগস্ট গোপীবল্লভপুরের চুনঘাঁটি-হেঁসেলডিহি গ্রাম থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউণ্ড গুলি-সহ রঞ্জন ও তাঁর এক সঙ্গীকে গ্রেফতারের দাবি করে পুলিশ। আদালতের নির্দেশে রঞ্জনদের ১৪ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জেরা করে গোপীবল্লভপুরের বড়শোল গ্রাম থেকে আরও বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধারের দাবি করে পুলিশ। এরপর গত ১৭ অগস্ট রঞ্জনের বিরুদ্ধে ইউএপিএ ধারা প্রয়োগের জন্য ঝাড়গ্রাম এসিজেএম আদালতে আবেদন জানায় পুলিশ। আবেদন মঞ্জুর করে আদালত। ১৮ অগস্ট পুলিশের আবেদনক্রমে ইউএপিএ মামলায় রঞ্জনকে ফের ১২ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। পুলিশি হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার ফের রঞ্জনকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করা হয়। সরকারি কৌঁসুলি কণিষ্ক বসু আদালতে দাবি করেন, তদন্তের স্বার্থে ধৃতকে আরও জেরা করা প্রয়োজন। অন্য দিকে, অভিযুক্তের আইনজীবী তপন চৌধুরী পাল্টা দাবি করেন, “প্রথম দফায় চোদ্দো দিন পুলিশি হেফাজতের পর রাষ্ট্রদ্রোহের মামলাটিতে ইউএপিএ ধারা যোগ করে দ্বিতীয় দফায় অভিযুক্তকে ১২ দিন পুলিশ হেফাজতে নেওয়া হয়। অথচ দ্বিতীয় পর্বের পুলিশি হেফাজত কালীন অভিযুক্তকে জেরা করে নতুন কিছু উদ্ধার হয়নি।” ফলে রঞ্জনকে ফের তৃতীয় বারের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনের বিরোধিতা করেন তপনবাবু। উভয় তরফের বক্তব্য শোনার পর বিচারক প্রিয়জিৎ চট্টোপাধ্যায় রঞ্জনকে আরও তিন দিন পুলিশ হেফাজতে রাখারই নির্দেশ দেন। |
|
|
|
|
|