রিয়াল মাদ্রিদ-২ (ইগুয়াইন, রোনাল্ডো)
বার্সেলোনা-১ (মেসি)
(দুই পর্ব মিলে ৪-৪, রিয়াল জয়ী অ্যাওয়ে গোলে) |
বুধবার রাতে পুরো ম্যাচটা দেখার সময় একবারই কেঁপে উঠেছিলাম। বিরতির ঠিক আগে যখন মেসি ফ্রি-কিক থেকে গোলটা করে গেল। নিজেদের ভাগ্যবান মনে হয়েছিল। এ রকম কোনও ফ্রি-কিকের সামনে আমাদের সারি দিয়ে দাঁড়াতে হয় না!
গোটা ম্যাচে যে ক’টা মুহূর্তে বার্সেলোনা রিয়ালকে টপকে গেল এই ফ্রি-কিকটা তার একটা। মেসি ফ্রি-কিক থেকে আগেও অনেক গোল করেছে। তবে আমার মতে, এটা তার মধ্যে সেরা। অনেকটা দূর থেকে ছিল। জাভি আর মেসি দাঁড়িয়েছিল মারার জন্য। কাসিয়াসও বোধ হয় বুঝতে পারেনি শটটা মেসিই মারবে। তাই ওর দাঁড়াতে একটু ভুল হয়েছিল।
বিরতির পর যখন খেলা শুরু হচ্ছে স্কোর তখনই ২-১। স্পেনীয় সুপার কাপ তখন সুতোয় ঝুলছে। মেসিরা ২-২ করে ফেললে চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা। না হলে রিয়াল। এই অবস্থায় দ্বিতীয়ার্ধটা ছিল যেন সোনায় মোড়া। এক দিকে মেসি-জাভিরা প্রাণপণ চেষ্টা করছে আর একটা গোল দেওয়ার। অন্য দিকে তখন রিয়াল ডিফেন্সকে আরও শক্তপোক্ত করে তুলছেন পেপে-রামোসরা। ডিফেন্ডার হিসেবে এই লড়াইটাই তো আমাদের শেখার। |
ম্যাচের আধঘণ্টার মধ্যেই আদ্রিয়ানো লাল কার্ড দেখে বেরিয়ে গিয়েছিল। তার পর দশ জনে খেলেও একটা গোল তো শোধ দিলই। উপরন্তু দ্বিতীয়ার্ধে দারুণ খেলল বার্সা। কিন্তু আমার মনে হল, ম্যাচটা শুরুতেই রিয়াল নিজেদের দখলে নিয়ে ফেলেছিল। এখনকার ফুটবলে বেশিরভাগ ক্ষেত্রেই মাঝমাঠ যার, ম্যাচ তার। বুধবার রাতে রিয়াল খেলল পাঁচ মিডফিল্ডারে। শুরু থেকেই এত ভাল বোঝাপড়া দেখাল ওরা যে বার্সেলোনার বিখ্যাত মাঝমাঠও গুটিয়ে থাকল। হোসে মোরিনহোর ৪-৫-১ ছকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওজিল, রোনাল্ডো, দি’মারিয়া, আলোন্সো আর খেদিরা-র। তাদের দ্রুত পাসিংয়ে বারবার কোণঠাসা হয়ে পড়ছিল পিকে-বুস্কেতসরা। এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমাদের মাঝমাঠটা এই মরসুমে অন্তত ভারতের সেরা মাঝমাঠ হিসেবে পরিচিত হোক। কারণ, রোজই দেখছি মাঝমাঠ যার ম্যাচ তার।
রোনাল্ডোদের গতিশীল মাঝমাঠ চোখে আঙুল দিয়ে দেখাল মেসি-জাভিদের ফর্মে না থাকা। আর বার্সা ডিফেন্ডাররাও কোণঠাসা হয়ে পড়ছিল। ম্যাচের শুরুতেই দু’টো ভুল করল বার্সা-রক্ষণ। তার জেরেই শুরুতেই ২-০ এগিয়ে গেল রোনাল্ডোরা। প্রথম গোলের সময় মাসচেরানোর ভুলে বল পেয়ে গেল ইগুয়াইন। আর পরের বার রোনাল্ডো যখন হিল করে বল মাথার উপর দিয়ে তুলে নিল বুঝতেই পারল না পাশেই থাকা পিকে।
রোনাল্ডো কিন্তু তারকা সুলভ না খেলে মিশে গিয়েছিল রিয়ালের মাঝমাঠে। যার জন্য আরও ভয়ঙ্কর দেখাল মোরিনহোর দলের মিডফিল্ড। আর রোনাল্ডোও হারিয়ে দিল মেসিকে। |