পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়ার হুমকি দিলেন কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব । তাঁদের অভিযোগ, জেলায় দলের নেতা কর্মীরা তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছে। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। উল্টে ফরওয়ার্ড ব্লক কর্মীদের হেনস্থা করছে। দলের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “পুলিশ আধিকারিকদের পক্ষপাতিত্বের বিরুদ্ধে আমরা মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি অভিযোগ করেন, সিতাইয়ে গোলমালের ঘটনায় এক ফরওয়ার্ড ব্লক কর্মী তৃণমূলের মদতপুষ্ট দুস্কৃতীদের গুলিতে জখম হয়। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। কিন্তু অভিযুক্তদের ধরা হচ্ছে না। রবিবার চিলকিরহাটে দলীয় বিধায়ক অক্ষয় ঠাকুরকে হেনস্থার চেষ্টা করেন একদল তৃণমূল কর্মী। এর আগে সাংসদ নৃপেন রায়ের উপরেও হামলা ঘটনা ঘটে। কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।” পুলিশ সুপার প্রণব দাস বলেন, “অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
|
পরীক্ষা হলে নকল করার সময় ধরার পর ৮ ছাত্রের পরীক্ষা বাতিল করেন শিক্ষকরা। পরীক্ষা শেষ হতেই কিছু যুবককে নিয়ে কলেজে ঢুকে যথেচ্ছ তান্ডব চালানোর অভিযোগ উঠল একদল ছাত্রের বিরুদ্ধে। মালদহের সামসি কলেজে সোমবার ঘটনাটি ঘটে। হামলাকারীরা সেন্টার ইনচার্জ তথা ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরের জানালার কাচ ভেঙে দেয়। টেবিলে উঠে নাচ, নথিপত্র তছনছ কিছুই বাদ রাখা হয়নি বলে অভিযোগ। হামলার ঘটনায় নির্দিষ্ট কোনও ছাত্র সংগঠন জড়িত নয় বলে কলেজ কর্তৃপক্ষের তরফেও দাবি করা হয়েছে। ঘটনার পর কলেজে পুলিশ মোতায়েন করা হয়। যদিও কলেজ কর্তৃপক্ষের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়নি। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেছেন, “খবর পেয়েই কলেজে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কারা হামলার ঘটনায় জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। কর্তৃপক্ষ অভিযোগ জানালে মামলা করা হবে।” কলেজে পাস কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। এদিন বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরু হতেই টোকাটুকি করায় ৮ ছাত্রকে ধরে তাদের পরীক্ষা বাতিল করে হল থেকে বের করে দেওয়া হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ ভোজ বলেন, “বহিরাগতেরাই এতে জড়িত। বিষয়টি দেখা হচ্ছে।”
|
সীমান্ত সড়কে যাতায়াতের পথে মহিলাদের তল্লাশির নামে গায়ে হাত দিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে বিএসএফের জওয়ানদের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকার ঘটনা। সোমবার এলাকার আপতোর ফাঁড়ির কর্তব্যরত বিএসএফের ওই সুবেদারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে সরব হন বাসিন্দারা। অভিযোগ, কাঁটাতারের বেড়ার গেট পার হওয়ার সময় পরিচয়পত্র দেখার পরেও বিএসএফ জওয়ানেরা হেনস্থা করছে। বিএসএফ অভিযোগ অস্বীকার করে। হিলি থানার ওসি সৌম্যজিৎ রায় বলেন, “গ্রামবাসীর অভিযোগ পেয়েছি। বিএসএফের সঙ্গে কথা বলা হচ্ছে।”
|
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে দক্ষিণ দিনাজপুরে ধাক্কা খেল বাম ও কংগ্রেস। সিপিএম প্রভাবিত কলেজ শিক্ষকদের সংগঠন ওয়েস্টবেঙ্গল কলেজ ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন ভেঙে শতাধিক সদস্য তৃণমূল প্রভাবিত ওয়েস্টবেঙ্গল কলেজ এন্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশনে যোগ দিলেন। এই দিনই অন্য একটি অনুষ্ঠানে শতাধিক সেবাদল কর্মী সমর্থকের হাতে দলের পতাকা দেন গঙ্গারামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যেন রায়। |