ভাঙড়ে খুনের ঘটনায় ধৃত ১ |
মাটির ব্যবসায় আর্থিক লেনদেন নিয়ে আজিজুল বৈদ্যর (৩২) খুনের ঘটনায় অভিযুক্তদের একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মিয়াজান হালদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ অগস্ট, ভাঙড়ের কাশীপুর থানার পোলেরহাট-২ পঞ্চায়েত অফিসের সামনে মোমিন খান ও মিয়াজান হালদার বাঁশ দিয়ে আজিজুলকে বেধড়ক পেটায় বলে অভিযোগ। বিকেলে এসএসকেএম হাসপাতালে মারা যান আজিজুল। মোমিন ও মিয়াজানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আজিজুলের পরিজনরা। মাটির ব্যবসার জন্য মোমিন ও মিয়াজনকে অগ্রিম টাকা দিয়েছিল আজিজুল। অগ্রিম টাকা নেওয়া সত্ত্বেও মাটি দেয়নি মোমিন ও মিয়াজুল। টাকাও ফেরত দিচ্ছিল না বলে আজিজুলের পরিজনদের অভিযোগ। টাকা ফেরত চাইলে মোমিন ও মিয়াজান আজিজুলকে মারঝর করে। সোমবার কাশীপুরের বিজয়গঞ্জ বাজার থেকে মিয়াজানকে গ্রেফতার করা হয়। মোমিন ফেরার বলে জানিয়েছে পুলিশ।
|
ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার যুবক |
শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী উত্তর ২৪ পরগনার বীজপুরের শহীদ নগরের বাসিন্দা স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর অভিযোগ, গত শুক্রবার রাতে বীজপুরের জোড়াপুকুরের কাছে কোচিং ক্লাসে যাওয়ার সময় এলাকারই দুই যুবক তার হাত ধরে টানে। অশালীন আচরণ করে, কুপ্রস্তাব দেয়। ওই ছাত্রী চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। এর আগেও তাকে ওই দু’জন উত্যক্ত করত বলে অভিযোগ। রবিবার রাতে পুলিশ পানু বোস নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।
|
ঠাকুরনগর প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে শনিবার অশোকনগরের শহিদ সদনের কাঁটাতার প্রাঙ্গণে একটি নাটক মঞ্চস্থ হয়েছে। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় বিভাস রায়চৌধুরীর কাব্য অবলম্বনে, সুমন চট্টোপাধ্যায়ের পরিচালনায় নাটকটি মঞ্চস্থ হয়েছে।
|
স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। রবিবার গাইঘাটার মণ্ডলপাড়া উচ্চবিদ্যালয়ে নির্বাচনে সিপিএম, তৃণমূল দু’পক্ষই প্রতিদ্বন্দ্বিতা করে। |