দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কলেজ পড়ুয়া এবং বহিরাগতদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, সোমবার বেলা ১১টা নাগাদ অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কাছে কল্যাণগড় মোড়ে একটি গ্যারাজে ওই কলেজের ছাত্র দেবজিৎ শীলকে মারধর করা হয়েছে। তাঁকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবজিৎ বলেন, “এ দিন কলেজে যাইনি। কল্যাণগড় মোড়ে একটি গ্যারাজে বাইক সারাতে গিয়েছিলাম। হঠাৎই কয়েকজন এসে মারধর শুরু করে। তারপর আর কিছু মনে নেই।” তাঁর অভিযোগ, “রবিবার বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কাছে গিয়েছিলাম ছাত্র সংসদের বিরুদ্ধে অভিযোগ জানাতে। সে জন্যই আমাকে মারা হয়েছে।” |
এ দিন ওই ছাত্রকে মারধর করতে দেখে স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের তাড়া করেন। তাঁদের বক্তব্য, “প্রতিদিন কলেজের সামনে গণ্ডগোল মেনে নেওয়া যায় না। এ জন্য কলেজের পঠনপাঠন যেমন ব্যাহত হচ্ছে, এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে।” এর আগে শনি এবং বৃহস্পতিবারও টিএমসিপি-র দুই গোষ্ঠীর বিবাদে শিকেয় ওঠে কলেজের পঠনপাঠন। পুলিশের দাবি, বহিরাগতদের কলেজে ঢোকা বন্ধ করা না গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে না। কলেজের বর্তমান অচলাবস্থার জন্য অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান সমীর দত্ত অবশ্য কলেজ অধ্যক্ষকে দায়ী করেছেন। তিনি বলেন, “অধ্যক্ষ কড়া ভাবে পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ।” অধ্যক্ষ সুধানাথ চট্টোপাধ্যায়ের দাবি, “অভিযোগ ঠিক নয়। কোনও অধ্যক্ষই চান না কলেজে গণ্ডগোল হোক।” এলাকার বিধায়ক ধীমান রায় বলেন, “কলেজে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সোমবার সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে।” |