নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাইশতম সর্বভারতীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক টেবল টেনিসে চ্যাম্পিয়ন হলেন সৌম্যজিৎ ঘোষ এবং পৌলমী ঘটক। সোমবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুরুষদের ফাইনালে প্রাক্তন চ্যাম্পিয়ন অচান্ত শরদ কমলকে হারিয়ে খেতাব জিতলেন শিলিগুড়ির সৌম্যজিৎ। মেয়েদের ফাইনালে পৌলমী হারালেন বিদ্যা দেশপাণ্ডেকে। পুরুষ এবং মহিলাদের ডাবলসেও যথাক্রমে হরমিত দেশাই এবং মৌমা দাসের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ায় এ দিন জোড়া মুকুটের মালিক হলেন সৌম্যজিৎ আর পৌলমী। চ্যাম্পিয়ন হওয়ায় পুরস্কার মূল্যে সৌম্যজিৎ পেলেন ৭৫ হাজার টাকা। পৌলমী পেলেন ৫৮ হাজার। |
দুই খেতাবজয়ী। সৌম্যজিৎ ও পৌলমী। সোমবার। —নিজস্ব চিত্র |
পেট্রোলিয়াম স্পোর্টস প্রোমোশনাল বোর্ডের দুই তারকার লড়াইয়ে অভিজ্ঞ শরদ কমলের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন উনিশ বছরের সৌম্যজিৎ। দুই অলিম্পিয়ানের লড়াই সৌম্যজিৎ শেষ পর্যন্ত জিতে নেন ১৫-১৩, ১১-৭, ১১-৯, ৯-১১, ১৫-১৩। খেতাব জিতে উচ্ছ্বসিত সৌম্যজিৎ। বললেন, “আজ পর্যন্ত এটাই আমার খেলা সেরা ম্যাচ। শরদের মতো প্লেয়ারকে হারানোর জন্য নিজের সেরাটা বের করে আনতেই হত। আর আজ আমি ঠিক সেটাই করতে পেরেছি।” মেয়েদের ফাইনালে জাতীয় চ্যাম্পিয়ন পৌলমীর থেকে প্রথম গেমটা ছিনিয়ে নিয়েছিলেন বিদ্যা। কিন্তু দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে পৌলমী ম্যাচ বের করলেন ১০-১২, ১১-৭, ১১-৮, ১১-৭, ১১-৮। ডাবলসে সৌম্যজিৎ-হরমিত জুটি ফাইনালে দেবেশ কারিয়া-সায়ন পাল রায়ের জুটিকে হারায় ১০-১২, ১৩-১১, ১১-৮, ১১-৮। মেয়েদের ডাবলসে কে শামিনি-মৌসুমী পাল টক্কর দেওয়ার চেষ্টা করলেও পৌলমী-মৌমার অভিজ্ঞতা জিতে যায় ১০-১২, ১০-১২, ১১-২, ১২-১০, ১২-১০। |