পঞ্চায়েতের পর সমবায় সমিতিতে। নলহাটি থানার কয়থা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির প্রতিনিধি নির্বাচনে সিপিএম ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা ‘জোটবদ্ধ’ হয়ে লড়াই করল কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার নির্বাচনের ফল বের হলে দেখা যাচ্ছে, সমিতির ৪৫টি আসনের মধ্যে কংগ্রেস সমর্থিত প্রার্থীরা এবং জোটপ্রার্থীরা উভয়ই ২২টি করে আসন পেয়েছেন। একটি আসনে জয়ী হয়েছেন জোটের বাইরে থাকা এক বাম প্রার্থী। সিপিএমের পক্ষ থেকে জোটের কথা অস্বীকার করা হলেও তৃণমূল ও কংগ্রেস নেতৃত্ব তা স্বীকার করে নিয়েছেন।
ওই সমবায় সমিতির ম্যানেজার সফিকুল আলম জানান, শনিবার হয়ে যাওয়া ওই সমিতির নির্বাচনে ২১৮৮ জন ভোট দিয়েছেন। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৯৩ জন। জয়ীদের নিয়ে আগামী তিন মাসের মধ্যে ৬ জনের একটি পরিচালন কমিটি গঠন করা হবে।
ওই সমিতির বিদায়ী সম্পাদক গোলাম মোর্তজার অভিযোগ, “মাত্র কয়েক বছর আগেই স্থানীয় পঞ্চায়েতের কংগ্রেস প্রধানকে সরাতে তৃণমূল-সিপিএম জোট বেধেছিল। এ বারেও ঠিক একই কায়দায় দুই দলের স্থানীয় স্তরের নেতারা একজোট হয়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করল।” তাঁর দাবি, এ দিনের নির্বাচনে তৃণমূল ও সিপিএমের ৩৬ জন জোটপ্রার্থী কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এলাকায় তাঁরা জোটের হয়ে প্রচার চালিয়েছেন বলেও তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, বছর দু’য়েক আগেই কয়থা ১ গ্রাম পঞ্চায়েতে ক্ষমতাধীন কংগ্রেস প্রধানকে সরাতে কিছু কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিয়ে সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছিল। অনাস্থায় প্রধানের হার হয়েছিল।
এ দিনের নির্বাচনে তৃণমূল-সিপিএম জোটের কথা স্বীকার করে নিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা এলাকার তৃণমূল নেতা বিপ্লব ওঝা। তাঁর দাবি, “কংগ্রেসের দখলে থাকা ওই সমবায় সমিতিতে আলু কেনা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। তা নিয়ে তৃণমূল ওই এলাকায় আন্দোলনও করেছে। দলীয় স্তরে ঠিক না হলেও ওই সমবায় থেকে দুর্নীতিগ্রস্ত কংগ্রেসিদের হঠাতে স্থানীয় স্তরে মানুষ দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জোট বেধে লড়াই করেছেন।” যদিও সিপিএমের নলহাটি জোনাল কমিটির সম্পাদক সনৎ প্রামাণিকের দাবি, “ওই সমবায়ের নির্বাচনে আমাদের দলের কোনও সদস্যই যোগ দেননি। ওখানে যা হয়েছে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে হয়েছে।”
দলীয় স্তরে প্রত্যক্ষ ভাবে কেউ তৃণমূল-সিপিএম জোটের কথা মেনে না নিলেও স্থানীয় স্তরে যে জোট হয়েছে, তাঁদের কথাতেই কিন্তু তার ইঙ্গিত মিলেছে। সমবায়ের দখল হারিয়ে কংগ্রেসের নলহাটি ব্লক সভাপতি আসাদুজ্জামানের তৃণমূলের প্রতি কটাক্ষ, “এক দিকে তৃণমূল নেত্রী ও তাঁর শাকরেদ মন্ত্রীরা দলীয়কর্মীদের সিপিএমের সঙ্গে কোনও সম্পর্ক রাখা যাবে না বলে হুঙ্কার দিচ্ছেন, অন্য দিকে, কংগ্রেসকে হারাতে তাদের জোট করে লড়াই করতে হচ্ছে!” |