নিউ ইয়র্কে সাম্প্রতিক গুলির লড়াইয়ে আহত ৯ জন ব্যক্তির প্রত্যেকেই পুলিশের গুলিতেই জখম হন। দিন দুয়েক আগের ওই ঘটনায় গুলি করে হত্যা করা হয় হাজান ইমপোর্টের কর্মচারী স্টিভ এরসোলিনোকে। নিউ ইয়র্ক পুলিশ জানায়, রীতিমতো পরিকল্পনা করেই স্টিভকে হত্যা করে জেফ্রি। এর পরই জেফ্রিকে উদ্দেশ করে গুলি চালান দু’জন পুলিশ অফিসার। সেই সময় গুলি-পাল্টা গুলির মধ্যে পড়ে আহত হয়েছিলেন ওই ন’জন। কিন্তু কার গুলিতে তাঁরা আহত হয়েছিলেন, তা নিয়েই ধন্দ ছিল।
নিউ ইয়র্কের পুলিশ কমিশনার, রেমন্ড কেলি জানান, ওই ন’জনের প্রত্যেকেই নিরপরাধ পথচারী। জেফ্রি জনসন এবং পুলিশের মধ্যে গুলি-পাল্টা গুলির লড়াইয়ের মধ্যে পড়ে যান ওই ৯ ব্যক্তি। দু’জন পুলিশের গুলিতেই জখম হন তাঁরা। যদিও কেলি জানাচ্ছেন, ওই ব্যক্তিদের সকলের দেহে সরাসরি গুলি লাগেনি। পুলিশের গুলি আশপাশের বিভিন্ন জিনিসেও আঘাত করে। ৩ জন পথচারী সরাসরি বুলেটের আঘাতে জখম হন। বাকি ৬ জন সরাসরি বুলেটে জখম হননি। পুলিশ সূত্রে খবর, ওই ন’জনের আঘাত গুরুতর নয়।
সে দিন ঠিক কী হয়েছিল, তার ভিডিও টেপ ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে। পুলিশ সূত্রে খবর, ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সকালে অফিসে ঢুকছিলেন স্টিভ এরসোলিনো। সেই সময়ই স্টিভকে লক্ষ্য করে গুলি ছোড়েন জেফ্রি। সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত মানুষের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করেন জেফ্রি। কর্তব্যরত দু’জন পুলিশ অফিসার জেফ্রির পিছু নেন। জেফ্রি বন্দুক উঁচিয়ে ধরতেই
গুলি চালান তাঁরা। মাত্র আট সেকেন্ডের এই সংঘর্ষে নিহত হয় বন্দুকবাজ জেফ্রি। পুলিশের দাবি, আক্রোশবশতই স্টিভকে খুন করেন জেফ্রি। |