টুকরো খবর |
টম ক্রুজের বিল মেটালেন জনৈকা
সংবাদসংস্থা • লন্ডন |
বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়ে বিল মেটাতে পারলেন না টম ক্রুজ। সবাইকে নিয়ে বেরিয়ে এলেন নত মুখে। কারণ তাঁর কাছে ‘পাউন্ড’ ছিল না। ইংল্যান্ডের একটি ভারতীয় রেস্তোরাঁয় গিয়ে প্রচুর খানা পিনা করে বিল হয়েছিল ২২০ পাউন্ড। বিল তিনিই দেবেন বলে পকেট থেকে বের করেছিলেন আমেরিকান এক্সপ্রেস কার্ড। কিন্তু ওই রেস্তোরাঁর কর্মীরা সবিনয়ে জানান, ইংল্যান্ডের রেস্তোরাঁয় আমেরিকান কার্ড নেওয়া হয় না। বিল মেটাতে হবে পাউন্ডেই। শুনে যেন মাথায় বাজ পড়ল ‘মিশন ইম্পসিবল’ তারকার। কারণ, তাঁর কাছে পাউন্ড নেই। শুধু টম ক্রুজেরই নয়, তাঁর সঙ্গীদেরও তথৈবচ অবস্থা। সেই সময়েই মুশকিল আসান হয়ে এগিয়ে আসেন এক মহিলা। ৫০ পাউন্ডের ছ’টি নোট দিয়ে তিনিই মিটিয়ে দেন ২২০ পাউন্ডের বিল। আর তাতে বেজায় খুশি ওই রেস্তোরাঁর কর্মচারীরা। কারণ, বাকি ৮০ পাউন্ড তাঁরা টিপস দিয়ে গিয়েছেন যে!
|
ছিঁড়ল পতাকা
সংবাদসংস্থা • বেজিং |
জাপানি রাষ্ট্রদূতের গাড়ি থেকে জাতীয় পতাকা ছিঁড়ে নিলেন এক ব্যক্তি। তবে রাষ্ট্রদূতের কোনও ক্ষতি হয়নি। সেনকাউ দ্বীপ নিয়ে সম্প্রতি বেড়েছে কূটনৈতিক উত্তাপ।
|
ভূকম্পের কবলে
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
সোমবার ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের এল সালভাদর উপকূল। মাত্রা ছিল ৭.৪। কেউ হতাহত হননি। কিছু অঞ্চলে সুনামি সতর্কতা জারি হয়েছে।
|
মঞ্চের প্রস্তাব
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
বিতর্কিত পাক বিজ্ঞানী আব্দুল কাদির খান যুব-সমাজকে পথ দেখাতে রাজনৈতিক মঞ্চ তৈরির প্রস্তাব দিয়েছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই এই প্রস্তাব।
|
তালিবান হানা
সংবাদসংস্থা • কন্দহর |
সোমবার আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের এক সেনা-চৌকিতে তালিবান-হানায় ১০ আফগান সেনার মৃত্যু হয়েছে। আহত ৪ সেনা। নিখোঁজ ৬।
|
সিন্ডারেলা নাকি
সংবাদসংস্থা • মেলবোর্ন |
হারানো জুতো খুঁজে এনে তাঁর পায়ে পড়ালেন কেউ। ঠিক সিন্ডারেলার গল্পের মতো। আপাতত সেই অনুভূতিতেই বিভোর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
|
অসন্তোষের আগুন
সংবাদসংস্থা • বেজিং |
কর্তৃপক্ষের বিরুদ্ধে অসন্তোষের জেরে এক মহিলা গায়ে আগুন ধরিয়ে দিল সংস্থার তিন উচ্চপদস্থ কর্মচারীর। তাঁদের মৃত্যু হয়েছে। আহত আরও চার।
|
মৃত ৯
সংবাদসংস্থা • বেজিং |
বিস্ফোরক বোঝাই ট্রাক বিস্ফোরণে চিনের গুয়াংডঙ্গ প্রদেশের একটি সিমেন্ট কারখানায় ৯ জনের মৃত্যু হয়েছে। এক জন নিখোঁজ। ক্ষতিগ্রস্ত আশপাশের বসতিও।
|
শিখপ্রেমী
সংবাদসংস্থা • লন্ডন |
হলেনই বা প্রাক্তন ব্রিটিশ মন্ত্রীর মেয়ে। শিখ ধর্মপ্রেমী বলে কৃপাণ, পাগড়ি পরে আলেকজান্দ্রা নাম পাল্টে হয়েছেন উত্তরং কৌর। বিয়ে করেছেন ইন্দ্রজ্যোৎ সিংহকে।
|
পাকিস্তানে সংঘর্ষ
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
পাকিস্তানে বাজাউর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই জঙ্গি বলে জানিয়েছে পুলিশ।
|
দামাস্কাসে ভেঙে পড়েছে হেলিকপ্টার |
|
সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষে দামাস্কাসের কাছে ভেঙে পড়েছে সেনাবাহিনীর হেলিকপ্টার। পরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিরোধীরা দাবি করে, তারা গুলি করে সেনার কপ্টারটিকে নামিয়েছে। ইন্টারনেটে সে দৃশ্য ছড়িয়েও দেয় তারা। ‘মৃত্যু উপত্যকা’ দারায়া থেকে ‘দেহ উদ্ধার’ এখনও অব্যাহত। ব্রিটেনের একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে, শুধু রবিবারই সিরিয়ার বিভিন্ন প্রান্তে নিহত হয়েছেন অন্তত দেড়শো জন। যার মধ্যে ১০৫ জনই সাধারণ মানুষ। সোমবার দামাস্কাসের কাছে সিরিয়ার সেনার সঙ্গে এক সংঘর্ষে শিশু-সহ ৩৫ জন নিহত হন। |
|