বধূকে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার জেরে ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা ওই বধূর শ্বশুরবাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। পাণ্ডবেশ্বর থানার ছত্রিশগণ্ডায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতার নাম শিউলি মণ্ডল (২০)। তাঁর বাবা খনিকর্মী বিকাশ রানা পাণ্ডবেশ্বর থানায় শিউলির স্বামী, ভাসুর, শ্বশুর, শাশুড়ি-সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। খোট্টাডিহির বাসিন্দা বিকাশবাবু জানান, ৬ মাস আগে ছত্রিশগণ্ডার বাসিন্দা অভিরূপ মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর মেয়ের। বিয়ের পর থেকেই নানা কারণে স্বামী, ভাসুর-সহ শ্বশুর বাড়ির লোকজন তাঁর মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে তাঁর অভিযোগ। বিকাশবাবু জানান, সোমবার সকালে অভিরূপের দাদা তাঁদের বাড়িতে ফোন করে জানান, শিউলি অসুস্থ। তাঁকে হরিপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গিয়ে তাঁরা দেখেন, শিউলি সেখানে নেই। ছত্তিশগণ্ডায় মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তাঁরা দেখেন, বাড়ির বারান্দায় তাঁর মেয়ের মৃতদেহ পড়ে আছে। গলায় কালো দাগ। শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে গিয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
আউশগ্রামের পুবার পাণ্ডুক দীননাথপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ছ’টি আসনেই জিতলেন তৃণমূল সমর্থিত জাতীয়তাবাদী অভিভাবক সমিতির প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বিতা করেন সিপিএম, বিজেপি ও কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক সুশান্তকুমার দাস বলেছেন, “গত নির্বাচনেও এই ছ’টি আসনে জিতেছিলেন এই জাতীয়তাবাদী অভিভাবক সমিতির প্রার্থীরা। স্কুলের উন্নয়নের গতি বেড়েছে বলেই ফের তাঁরাই জিতলেন।” দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও কাটোয়ার পঞ্চাননতলা উচ্চবিদ্যালয়ে পরিচালন সমিতি অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই বিপুল ভোটে জিতলেন কংগ্রেস সমর্থিত সকল প্রার্থী। রবিবার ওই স্কুলে ৬টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস, সিপিএম, তৃণমূল। চরম উত্তেজনা থাকায় নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত কাটোয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশাল পুলিশ বাহিনী নিয়ে স্কুল চত্বরে হাজির ছিলেন। রবিবার মন্তেশ্বরের কুসুমগ্রাম তৈয়বা ইনস্টিটিউটের পরিচালন সমিতির ভোটে জিতল তৃণমূল-কংগ্রেস জোট। এ দিন নির্বাচনের ফল বেরোতে দেখা যায় ৬টি আসনের প্রতিটিতেই জিতেছে তারা। তারা সিপিএমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কেতুগ্রামের কেঁউগুড়ি স্কুলেও জয়লাভ করে কংগ্রেস-তৃণমূল জোট।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক কলেজ ছাত্রের। রবিবার সন্ধ্যায় কালনা ২ ব্লকের কুলোডাঙা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত ওই ছাত্রের নাম সুরজিৎ দাস (১৯)। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, কালনা কলেজের প্রথম বর্ষের ওই ছাত্র এ দিনও টিউশন পড়ে ফিরে আসার পর তাঁর বাড়ির লোকজন দেখেন তাঁর ঘরের দরজা বন্ধ। সন্ধ্যা ৭টা নাগাদ দরজার ছিটকিনি ভেঙে তাঁর বাবা সুবলচন্দ্র দাম দেখেন কাপড়ের ফাঁসে ঝুলছে সুরজিতের দেহ। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
অর্থাভাবে পড়াশোনা বন্ধ হতে বসা প্রতিবন্ধী ছাত্রী আমিনা খাতুনকে সাহায্য করতে এগিয়ে এল প্রশাসন। সোমবার বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “জেলা সমাজকল্যাণ দফতরের তরফে প্রতিবন্ধী ভাতা হিসেবে আমিনাকে আজীবন প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হবে। জনশিক্ষা দফতর থেকেও বৃত্তি হিসেবে বছরে ১৮০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”পূর্বস্থলীর আকবপুর গ্রামের আমিনা ছোট থেকেই পঙ্গু। এ বছর উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ভর্তি হন মন্তেশ্বর গৌড়মোহন কলেজে। কিন্তু দারিদ্রের কারণে তাঁর পড়াশোনা বন্ধ হতে বসে। সেই খবর জানার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। |