প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে শনিবার স্কুলে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকদের একাংশ। সোমবার স্কুলে গিয়ে পড়ুয়ারা দেখলেন, গেটে সাঁটানো রয়েছে স্কুল বন্ধের বিজ্ঞপ্তি। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর প্রজেক্টস টাউনশিপ বয়েজ হাইস্কুলে।
সম্প্রতি তৃণমূল শিক্ষা সেলের তরফে মহকুমাশাসকের কাছে অভিযোগ জানানো হয়, ওই স্কুলে পরিচালন সমিতির মেয়াদ পেরিয়ে গেলেও নির্বাচন করানো হয়নি। সরকারি নিয়মের অতিরিক্ত অর্থ নিয়ে পড়ুয়াদের ভর্তি করা হয়েছে বলেও অভিযোগ। স্কুল সূত্রে জানা যায়, শনিবার নানা অভিযোগে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। অভিভাবকদের তরফে প্রতুলপ্রসাদ ঘোষ নামে এক ব্যক্তি কোকওভেন থানায় দায়ের করা অভিযোগে জানান, বিক্ষোভের সময়ে প্রধান শিক্ষক রমাপ্রসাদ কোনার স্কুলের প্যাডে মুচলেকা দিয়ে জানিয়েছেন, পরিচালন সমিতির মেয়াদ শেষ হওয়ার পরেও পুরনো সমিতি দিয়ে কাজ চালানো ভুল হয়েছে। সরকারি নিয়ম না মেনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের ভর্তির সময়ে ৭২০ টাকা করে ফি নেওয়ায় আইনভঙ্গ করেছেন তিনি। রমাপ্রসাদবাবু পাল্টা অভিযোগে জানান, স্মারকলিপি দেওয়ার নাম করে গিয়ে তাঁকে দিয়ে জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছে। |
এ দিন সকালে স্কুলে গিয়ে পড়ুয়ারা দেখতে পায়, গেটে অনির্দিষ্ট কাল স্কুল বন্ধের নোটিস দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, স্কুলের উপরে বাইরের লোকেদের আক্রমণের জন্য এই সিদ্ধান্ত। কিছুক্ষণ অপেক্ষা করে পড়ুয়ারা ফিরে যায়। প্রধান শিক্ষকের সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি স্বপন ঘোষাল বলেন, “বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে বিষয়টি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জানানো হয়েছে।” তাঁর আরও দাবি, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে মিল চালুর ব্যাপারে উদ্যোগী না হওয়া, বিনা টেন্ডারে সর্বশিক্ষা মিশনের অর্থ খরচ করা, বেআইনি ভাবে বাড়ি ভাড়া ভাতা নেওয়ার অভিযোগ রয়েছে।
জেলা বিদ্যালয় পরিদর্শক নীলিমা গিরি এ দিন দফতরে ছিলেন না। তবে তাঁর দফতর সূত্রে জানানো হয়, তৃণমূল শিক্ষা সেলের স্মারকলিপি মন্ত্রীর কাছে শীঘ্র পাঠিয়ে দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, অভিযোগ ও পাল্টা অভিযোগ জমা পড়েছে। তদন্ত শুরু হয়েছে। দুর্গাপুরের মহকুমাশাসক আয়েষা রানি জানান, খবর পেয়েই তিনি সহকারী বিদ্যালয় পরিদর্শককে স্কুলে গিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছেন। সেই রিপোর্ট পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। |