জাল সোনার বিস্কুট তৈরির অভিযোগে বর্ধমানের এক বাসিন্দাকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতের নাম নুর আলম। সে বর্ধমানের নবাবহাটের বাসিন্দা। রবিবার গভীর রাতে দুর্গাপুরের শিবাজি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে তার কয়েক জন সঙ্গীকেও। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, আসানসোলের এক স্বর্ণ ব্যবসায়ীকে জাল সোনার বিস্কুট বিক্রির মতলব করেছিল নুর। ব্যবসায়ীর সন্দেহ হওয়ায় তিনি পুলিশকে বিষয়টি জানান। এরপরেই গভীর রাতে আচমকা হানা দিয়ে বিস্কুটগুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে ঘটনার মূল অভিযুক্ত নুর। বাকিরা ঘটনার সঙ্গে জড়িত নয়। তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, জেরায় নুর স্বীকার করেছে দিল্লিতে সে জাল সোনার বিস্কুট তৈরির কৌশল শিখেছে। জিঙ্ক, ব্রোঞ্জ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে সে অবিকল সোনার মতো দেখতে বিস্কুট বানায়। তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গীদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
|
আসানসোল আপকার গার্ডেন থেকে দ্রুত রেল ইয়ার্ড অন্যত্র স্থানান্তর করার জন্য পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে আবেদন জানালেন আসানসোলের সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। তিনি জানান, আপকার গার্ডেনে রেল ইয়ার্ড হওয়ার পর থেকে দূষণের সমস্যায় জর্জরিত আপকার গার্ডেন ও কল্যাণপুর এলাকার প্রায় ২৫ হাজার বাসিন্দা। এই ইয়ার্ড থেকে কয়লা, ক্লিংকার, সিমেন্ট নামানোর সময়ে সেই গুড়ো হাওয়ায় মিশে পরিবেশ দূষিত করছে। শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে। বংশগোপালবাবু জানান, ১৭ অগস্ট তিনি জিএমের কাছে এ বিষয়ে চিঠি পাঠান। ২৫ অগস্ট জিএম তাঁকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে চিঠি পাঠিয়েছেন। তিনি জানান, রেল ইয়ার্ড স্থানান্তর করতে পাঁচ বছর আগে এডিডিএ গেস্ট হাউসে রেলের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৈঠক হয়। ঠিক হয় জামুড়িয়ার তপসি এবং আসানসোলের বরাচকে দুটি ইয়ার্ড তৈরি হবে। তপসিতে ইয়ার্ড চালু হলেও বরাচকের কাজ এগোয়নি। অবিলম্বে বরাচকের কাজ শেষ করার জন্য জিএমের কাছে তিনি আবেদন জানিয়েছেন বলে জানান তিনি।
|
বিবেকানন্দ সঙ্ঘ আয়োজিত বার্ষিক ‘তরঙ্গ উৎসব’-এর সূচনা করলেন রাজ্যের পরিকল্পনা উন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। জামুড়িয়ার কেন্দা গ্রামে সংস্থার বার্ষিক মুখপত্র প্রকাশ ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। ছিলেন ইসিএলের কেন্দা এরিয়ার জিএম ইউনিস আনসারি। সংস্থার সম্পাদক খোকন মণ্ডল জানান, ১২ বছর ধরে এই প্রতিযোগিতা চলছে।
|
তালা ভেঙে চুরি হল আসানসোল দক্ষিণ থানার রামবন্ধু তলাব এলাকার একটি কালী মন্দিরে। সোমবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন, মন্দিরের দরজার তালা ভাঙা। প্রতিমার গয়না নেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
সিপিএমের বিরুদ্ধে সন্ত্রাস, সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগে সোমবার স্থানীয় বিধায়ক সোহরাব আলির নেতৃত্বে মিছিল করল রানিগঞ্জ ব্লক তৃণমূল। রানিগঞ্জ শহর পরিক্রমা করে মিছিলটি। |