খেলার টুকরো খবর

জয়ী বর্ধমান
রাজ্য অনূর্ধ্ব ১৭ স্কুল খোখোতে ছেলেদের বিভাগে খেতাব জিতল বর্ধমান। ভাতারের বনপাশ সুভাষ স্পোর্টি ফুটবল মাঠে তারা ফাইনালে উত্তর ২৪ পরগনাকে ১৪-১২ পয়েন্টে হারায়। সেমিফাইনালে বর্ধমান হারায় হুগলিকে ও উত্তর ২৪ পরগনা হারায় কোচবিহারকে। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হুগলি। তারা ফাইনালে ২১-২০ পয়েন্টে হারায় কোচবিহারকে। সেমিফাইনালে হুগলি, নদীয়াকে ও কোচবিহার বর্ধমানকে হারায়। গত বছর এই দু’টি বিভাগেই খেতাব জেতে হুগলি। বনপাশে প্রতিযোগিতাটি শুরু হয়েছিল ২৬ অগস্ট থেকে। এই প্রতিযোগিতা থেকে অনূর্ধ্ব ১৯ রাজ্য খোখো দল নির্বাচিত হয়েছে। ১২ জন সদস্যের ছেলেদের দলে বর্ধমানের চার জন ও মেয়েদের দলে জেলার দু’জন সুযোগ পেয়েছে বলে জানান জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর ভট্টাচার্য।

প্রথম ডিভিশন লিগ
প্রথম ডিভিশন ফুটবল লিগে বড়শূল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন ২ গোলে হারাল ন্যাশান্যাল স্পোর্টিং ক্লাবকে। দু’টি গোলই করেন বৈদ্যনাথ মাণ্ডি। স্পন্দন মাঠে দ্বিতীয় ডিভিশনে ফুটবলে আমরা সবাই ক্লাব ৪-১ গোলে হারায় কালীতলা অ্যাথলেটিককে। আমরা সবাইয়ের শ্যাম টুডু ২টি ও একটি করে গোল সনাতন মুর্মু ও জগন্নাথ কিস্কুর। ব্যবধান কমান সুখেন্দু সরেন।

সদর জোন ফুটবল
বর্ধমান সদর জোন স্কুল ফুটবলে অনূর্ধ্ব ১৭ বিভাগে ফাইনালে উঠল বিদ্যার্থীভবন বয়েজ স্কুল। তারা সেমিফাইনালে নেহেরু বিদ্যাপীঠকে ২ গোলে হারায়। গোল করেন দীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস শীল। অনূর্ধ্ব ১৪ ফুটবলে সেমিফাইনালে বাণীপীঠ হাইস্কুল ৩ গোলে হারায় বিদ্যার্থী বয়েজকে। হ্যাট্রিক করে দেবজ্যোতি হালদার। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইছলাবাদ টাইব্রেকারে ৫-৩ গোলে হারায় শিবকুমার হরিজনকে।

খেলা অমীমাংসিত
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল লিগের খেলা অমীমাংসিত ভাবে শেষ হল রবিবার। রবিবার কালনা সুপার সকার ক্লাব পূর্ব সাতগাছিয়া সরস্বতী সঙ্ঘের মুখোমুখি হয়। দুই দলই দু’টি করে গোল করে। অঘোরনাথ পার্কের এই প্রতিযোগিতায় ১০টি দল অংশ নিয়েছে।

জয়ী মহিশীলা
সিএমসি আয়োজিত আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল আসানসোল মহিশীলা কলোনি গভর্মেন্ট হাইস্কুল। তারা আসানসোল মিউনিসিপ্যাল পার্ক মাঠের খেলায় ২ গোলে কাল্লা হরিপদ হাইস্কুলকে হারায়।

সুপার ডিভিশন লিগ
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের সোমবারের খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হল। এমএএমসি মাঠে শ্যামপুর উদয় সঙ্ঘ ও ফ্রেন্ডস রেজিমেন্ট নির্ধারিত সময়ে কোনও গোল করতে পারেনি।

স্মৃতি ফুটবল
রাজীব গাঁধী ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জিতল সুভাষপল্লী দেশবন্ধু ক্লাব। আপার চেলিডাঙা রাজীব গাঁধী মাঠের খেলায় তারা বড়পুকুড়িয়া একেএসকে ৩ গোলে হারায়। ম্যাচের সেরা বিজয়ী দলের অরিজিৎ কেউরা।

জিতল বড়ডাঙা
এনইউসিএ ক্লাব আয়োজিত নেতাজি গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জিতল বড়ডাঙা আদিবাসী মিলন সমিতি। ক্লাবের মাঠে তারা দেশবন্ধু লোহারপাড়া, সীতারামপুরকে টাইব্রেকারে ২-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। ম্যাচের সেরা বিজয়ী দলের সূর্য হাঁসদা।

জয়ী মহিশীলা
সিএমসি আয়োজিত আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল আসানসোল মহিশীলা কলোনি গভর্মেন্ট হাইস্কুল। তারা আসানসোল মিউনিসিপ্যাল পার্ক মাঠের খেলায় ২ গোলে কাল্লা হরিপদ হাইস্কুলকে হারায়।

জিতল চিনাকুড়ি
চিনাকুড়ি শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় সোমবারের খেলায় জিতল আয়োজক সংস্থা। ক্লাবের মাঠে তারা ঝালবাগান প্রগতি সঙ্ঘকে টাইব্রেকারে ৩-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে দু’টি দলই গোল করতে পারেনি।

চ্যাম্পিয়ন তানসেন
এইচসিএল যুব সম্মিলনী ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল এইচসিএল তানসেন এসি। এইচসিএল হাইস্কুল ফুটবল মাঠে তারা দেশবন্ধু ক্লাবকে ১-০ গোলে হারায়। ম্যাচ এবং প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের সনৎ বাউরি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.