টুকরো খবর
রক্ত-নমুনায় ডেঙ্গি মিলল
পরপর তিনজনের রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া গেল জলপাইগুড়িতে। রবিবার সন্ধ্যায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন শহরের অরবিন্দনগরের বাসিন্দা দেবদুলাল সরকার। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিকে আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষনে রাখা হয়েছে। গত সপ্তাহেই ডেঙ্গিতে আক্রান্ত আরও দুই ব্যক্তিকে নাসিংহোমে ভর্তি করা হয়। এদের মধ্যে ভাস্কর মিশ্র জলপাইগুড়ি শহরের বাসিন্দা এবং সাহানুর আনসোয়াল লাগোয়া কাদোবাড়ি এলাকার বাসিন্দা। নার্সিংহোমের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সুমন্ত্র মুখোপাধ্যায় বলেন “এখন দু’জন ভর্তি রয়েছেন। শারীরিক পরিস্থিতি কিছুটা চিন্তায় রেখেছে। রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা কম রয়েছে। তবে তিন জনই সাম্প্রতিক সময়ে কলকাতা থেকে ফিরেছেন। ” জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে জলপাইগুড়ি সদর মহকুমায় চলতি মাসে পাঁচ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

সেই নন্দীগ্রামে পুলিশের চক্ষু পরীক্ষা শিবির
নন্দীগ্রামে জমি আন্দোলনের আঁতুড়ঘর সেই সোনাচূড়ায় এ বার অন্য ভুমিকায় পুলিশ। গ্রামবাসীদের জন্য দু’দিন ধরে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন তাঁরা। শনিবার সকাল থেকে সোনাচূড়া বাজার সংলগ্ন হাইস্কুল মাঠে ওই শিবিরে ভিড় ছিল ভালই। রবিবার বিকেলে ৫৩৮ জনকে চশমাও দেওয়া হয়। এ ছাড়া শিবিরে এলাকার প্রায় ৬০০ ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়। বাকিদের আগামী ১৩ অক্টোবর চশমা দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “অতীত অধ্যায় ভুলে সামনে এগোতে হবে। রাজ্যে সরকার বদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের মানবিক ভূমিকা উন্মোচনে উদ্যোগী হয়েছেন।” উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুকেশ কুমার জৈন, হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল ভৌমিক, এসডিপিও অমিতাভ মাইতি, নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি, নেতা শেখ সুফিয়ান, আবু তাহের প্রমুখ।

লাভপুরে বিক্ষোভ
শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, মৃতদেহ সংরক্ষণ ব্যবস্থা চালু করা, পরিচ্ছন্নতা রক্ষা-সহ ১২ দফা দাবিতে শনিবার লাভপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখাল স্থানীয় হাসপতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিএমওএইচকে তাঁরা স্মারকলিপিও দেন। কমিটির আহ্বায়ক লালন দাসের অভিযোগ, “এই হাসপাতালে চিকিৎসক-সহ বিভিন্ন পদে একাধিক স্বাস্থ্যকর্মী নেই। বারবার স্বাস্থ্য দফতরের দৃষ্টি আকর্ষণ করেও শূন্যপদ পূরণে কোনও ব্যবস্থা হয়নি।” বিএমওএইচ বুদ্ধদেব মুর্মু বলেন, “যে দাবিগুলি পূরণ করা সম্ভব তা খতিয়ে দেখে ব্যবস্থা করা হবে। বাকিগুলির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হবে।”

তিন পাচারকারী গ্রেফতার
কাশির ওষুধ পাচার করতে গিয়ে তিন জন ধরা পড়ল। জিয়াগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে জেলা পুলিশের স্পেশাল অপারেশন স্কোয়াড। ধৃতদের কাছ থেকে ৫ হাজার কাশির ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। স্পেশাল অপারেশন স্কোয়াডের ওসি জ্যোতির্ময় বাগচির নেতৃত্বে সাদা পোশাকের এক দল পুলিশ অফিসার শনিবার সন্ধ্যায় জিয়াগঞ্জ সদরঘাট থেকে ওই তিন জনকে গ্রেফতার করে। ধৃত মন্টু মণ্ডল, আলতাফ মণ্ডল এবং মিন্টু মণ্ডলের বাড়ি জলঙ্গি থানা এলাকায়। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “জলঙ্গি হয়ে তা সীমান্ত দিয়ে পাচারের জন্য আসানসোল থেকে সুমো গাড়িতে করে ওই ওষুধ নিয়ে আসা হচ্ছিল।”

বাজেয়াপ্ত ওষুধ
ট্রেনের কামরা থেকে বৈধ কাগজপত্র ও চালান-সহ বেশ কিছু ওষুধ বাজেয়াপ্ত করল আরপিএফের দুর্নীতি দমন শাখা ও গোয়েন্দা বিভাগ। আরপিএফ সূত্রে খবর, আরপিএফের গোয়েন্দা ইন্সপেক্টর দীপঙ্কর দে ও দুর্নীতি দমন শাখার অফিসার মলয় মজুমদারের নেতৃত্বে একটি দল দানাপুর-টাটা এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে এই ওষুধগুলি নামান। এ গুলি পাচারে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে আরপিএফ সূত্রে খবর।

চক্ষু শিবির
শালবনির ভাউদি বন্ধু গোষ্ঠীর উদ্যোগে রবিবার এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো, তৃণমূলের ব্লক সভাপতি নেপাল সিংহ প্রমুখ।

বেসরকারি হাসপাতালের উদ্বোধন
ছবি: সুজিত মাহাতো।
পুরুলিয়া ২ ব্লকের কড়চায় রবিবার একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন হল। স্বর্ণভূমি মানভূম ইন্টারন্যাশন্যাল মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট নামে ওই হাসপাতালের উদ্বোধন করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দ। সংস্থার এমডি বিশ্বনাথ ভট্টাচার্য জানান, সেখানে উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। খরচও থাকবে সাধারণ মানুষের নাগালের মধ্যেই। দারিদ্র্য সীমার নীচে বসবাসকারীরা ২০ শতাংশ ছাড় পাবেন। আপাতত শুধু বর্হিবিভাগ চালু হল। পরবর্তীকালে অন্তর্বিভাগ চালু হবে। হৃদরোগের বিশেষজ্ঞরাও আসবেন। উপস্থিত ছিলেন সাংসদ নরহরি মাহাতো, বিধায়ক নেপাল মাহাতো, সভাধিপতি বিলাসীবালা সহিস, প্রাক্তন বিধায়ক নটবর বাগদি প্রমুখ।

ডায়েরিয়ার প্রকোপ বেলডাঙায়
এক সপ্তাহ ধরে বেলডাঙা থানার মহলা-২ পঞ্চায়েতের কারকাটাপাড়া অঞ্চলে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়েরিয়া আক্রান্ত এক শিশুর মৃত্যুও হয়েছে। নাম সাজিদুর রহমান (৫)। এছাড়াও ৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। দূষিত জল থেকেই এই রোগ ছড়াচ্ছে বলে স্বাস্থ্য দফতরের অনুমান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিপাত কম হওয়ার কারণে এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.