টুকরো খবর
ফের স্কুলে চুরি
মাস তিনেকের মধ্যে টানা তিন বার চুরি হল তেহট্টের বার্নিয়া হাইস্কুলে। বারবার এই চুরির ঘটনার প্রতিবাদে শনিবার একটি মিছিল করেন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা। স্কুল ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রধানশিক্ষকের ঘর থেকে চুরি হয় একটি কম্পিউটর। তার দিন তিনেক আগে চুরি যায় আটটি পাখা। মাস তিনেক আগে স্কুলের তালা ভেঙে ছয়টি পাখা ও আলমারি থেকে প্রায় ৩২ হাজার টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্কুলের প্রধানশিক্ষক আব্দুল হামিদ বিশ্বাস বলেন, “বারবার এই চুরির ঘটনায় আমরা বিরক্ত। সেই কারণেই এদিন স্কুল শেষে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা মিলে একটি মিছিল করে প্রতিবাদ সভা করা হয়েছিল।” ওই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় সম্প্রতি যে চুরি ছিনতাই বেড়েছে, এমনটা নয়। তবে ওই স্কুলে কেন বারবার চুরি হচ্ছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

ফুটবল প্রতিযোগিতা
আজ, সোমবার থেকে শুরু হচ্ছে করিমপুর জোনাল স্পোর্টস অ্যসোসিয়েশনের পরিচালনায় ইন্টার স্কুল ২০১২ নক আউট ফুটবল প্রতিযোগিতা। মোট দশটি স্কুল অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। ওই দশটি দলকে দুটো গ্রুপে ভাগ করে খেলানো হবে। ‘এ’ গ্রুপে থাকছে গোয়াশ হাই স্কুল, নন্দনপুর আদর্শ বিদ্যাপীঠ, বালিয়াডাঙা হাই স্কুল, নতিডাঙা অমিয় স্মৃতি বিদ্যালয় ও যমশেরপুর বি এন হাই স্কুল। ‘বি’ গ্রুপে থাকছে মহিষবাথান মনোজমোহন বিদ্যামন্দির, শিকারপুর হাইস্কুল, ধোড়াদহ রজনীকান্ত হাইস্কুল, হোগলবেড়িয়া আদর্শ শিক্ষানিকেতন ও করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়। সব খেলাগুলোই হবে করিমপুর রেগুলেটেড মার্কেট ও যমশেরপুর মাঠে। আজ করিমপুর রেগুলেটেড মার্কেটের মাঠে মুখোমুখি হচ্ছে গোয়াশ হাই স্কুল ও নন্দনপুর আদর্শ বিদ্যাপীঠ।

দুর্ঘটনায় মৃত ২
জাতীয় সড়কের উপরে বেলডাঙা সুরুলিয়া অঞ্চলে একটি পিক-আপ ভ্যানের দুর্ঘটনায় দু’ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কয়েকজন ব্যক্তি একটি পিক-আপ ভ্যানে করে লঙ্কা নিয়ে কলকাতা যাচ্ছিলেন। তখনই একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারায়। তাতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। ৫ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সাগর শেখ নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে মারা যান সোরাবউদ্দিন মোল্লার (৩৫)। তাঁর বাড়ি বেলডাঙার মহ্যমপুরে। বাকিরা বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ গাড়িটি আটক করেছে।

ধর্ষণের চেষ্টা
আদিবাসী এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। রবিবার দুপুরে বছর পঁচিশের ওই মহিলা গাংনাপুর থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার শ্বশুর বাড়ি শান্তিপুরের সরডাঙা গ্রামে। তিনি গত দু’বছর ধরে বাবা-মার সঙ্গে গাংনাপুরের একটি ইটভাটায় কাজ করতেন। শুক্রবার রাতে এলাকার ওই তিন যুবক ভাটা সংলগ্ন একটি ঝুপড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায়। অদূরে ফাঁকা মাঠে তাকে ধর্ষণের চেষ্টা করে। মহিলা চিৎকার জুড়ে দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। যুবকেরা ওই মহিলাকে ফেলে রেখে পালিয়ে যায়।

যুবকের মৃত্যু
কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে এক যুবক। মৃতের নাম মনা কর্মকার (১৮)। বাড়ি বহরমপুর থানা এলাকার বানজেটিয়া সুন্দর কলোনিতে। শনিবার রাতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই যুবক। পরিবারের সদস্যরা জানতে পেরে তাঁকে ওই রাতেই বহরমপুর সদর হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করেন। পরে রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, দেনায় দায়ে ওই যুবক আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। এদিন মৃতদেহের ময়নাতদন্তে হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

জুনিয়র লিগ
মুর্শিদাবাদ জেলা জুনিয়র লিগের খেলায় রবিবার এফইউসি’র কাছে ১-০ গোলে হেরে গেল হিন্দ ক্লাব। খেলার দ্বিতীয় অর্ধে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন উত্তম মাণ্ডি। ২৪ অগস্ট থেকে ফের জুনিয়র লিগের খেলা শুরু হয়। শিবাজি অ্যাথলেটিক ক্লাব ১-০ গোলে হারায় ইসলামপুরের হেরামপুর নেহরু সঙ্ঘকে।

যুবক খুন
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। নাম উত্তম বারুই (২৮)। শুক্রবার রাতে কল্যাণীর নতুনপল্লি এলাকায়। তাঁর এক বন্ধুর নামে অভিযোগ দায়ের করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.