টুকরো খবর |
হোটেলে যুবকের দেহ রেলশহরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হোটেলের মধ্যে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল খড়্গপুরে। শনিবার রাতে খড়্গপুর বাসস্ট্যান্ডের সামনে একটি হোটেল থেকে ওই দেহটি উদ্ধার হয়। মৃতের নাম- পরিচয় জানতে পারেনি পুলিশ। বয়স আনুমানিক ৩০। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, হোটেলের জেনারেটর রুমে দেহটি পড়েছিল। প্রথমে হোটেলের এক কর্মী দেহটি দেখতে পান। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। হোটেল কর্তৃপক্ষের থেকেও কিছু বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।
|
সাঁতার প্রতিযোগিতা মেদিনীপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
শিক্ষার্থীদের নিয়ে এক সাঁতার প্রতিযোগিতা হল মেদিনীপুর স্পোটর্স ডেভেলপমেন্ট অ্যাকাডেমি ক্যাম্পাসে। অ্যাকাডেমির উদ্যোগে একটি সুইমিংপুল তৈরি হয়েছে। এখানে ছেলেমেয়েদের সাঁতার শেখানো হয়। রবিবার শিক্ষার্থীদের নিয়েই এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন অ্যাকাডেমির চেয়ারম্যান দীপক সরকার, কৃষ্ণদাস পাল প্রমুখ।
|
প্রতিষ্ঠা দিবস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ক্ষুদিরামনগর সুভাষ কর্নারের ৪৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হল রবিবার। এই উপলক্ষে মেদিনীপুর শহরের ক্ষুদিরামনগরে সংস্থার কার্যালয়ে সকালে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, পুরপ্রধান প্রণব বসু, প্রাক্তন বিধায়ক সন্তোষ রাণা, আইএফএ-র কোষাধ্যক্ষ কৃষ্ণদাস পাল, প্রমুখ। এই উপলক্ষে শ্যামল রায় ও অলক ঘোষ স্মৃতিভবনের দ্বারোদঘাটন করা হয়। বিকেলে ছিল প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় কচিকাঁচাদের অনুষ্ঠান। |
|