টুকরো খবর
অপহৃত কলেজ শিক্ষক ফিরলেন হাইলাকান্দিতে
অপহৃত কলেজ শিক্ষক অক্ষত অবস্থায় ফিরে এলেন। পুলিশের দাবি, অপহরণকারীদের ডেরা চিহ্নিত করে দু’দিক থেকে অভিযান চালিয়েছিলেন তাঁরা। এতেই এস কে রায় কলেজের অর্থনীতির শিক্ষক মানিক গুপ্তকে ফেলে রেখে দুষ্কৃতীরা পালায়।হাইলাকান্দি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইনম শইকিয়া জানান, কাল রাতে মুক্তিপণ চেয়ে দুষ্কৃতীদের ফোন তাদের কাজ সহজ করে দেয়। রাত ৮টা ২৫ মিনিটে অপহরণকারীরা অপহৃতকে ফিরে পেতে ৩০ লক্ষ টাকা দাবি করে। মোবাইল টাওয়ারে ধরা পড়ে, অপহরণকারীরা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণ নগর থানার ডলুরবন্দের জঙ্গলে রয়েছে। স্থানীয় পুলিশের সহায়তায় সিআরপি জওয়ানদের নিয়ে দু’দিক থেকে শুরু হয় তল্লাশি। চাপে পড়ে দুষ্কৃতীরা মানিকবাবুকে সেখানে ফেলে পালায়। তখন রাত সাড়ে তিনটে। আজ সকালে বাড়ি ফিরে মানিকবাবু জানান, শুক্রবার সন্ধ্যায় শিলচর থেকে ফেরার সময় একটি গাড়ি হাইলাকান্দির যাত্রীদের তুলছিল। চালক ছাড়াও গাড়িতে ছিলেন আরও তিন জন। মাঝপথে ধলেশ্বরীতে নেমে যান একজন। এর পরই গাড়িতে তার চোখ মুখ বেঁধে ফেলা হয়। পরে কোন পথে গাড়ি কোথায় গিয়েছে, কিছুই আর বুঝতে পারেননি তিনি। এ ভাবেই কাটে সারা দিন। দু’বার খাবার দিয়েছিল। প্রথম বার প্রচণ্ড খিদেয় সামান্য খেয়ে নেন। পরের বার অবশ্য ফিরিয়ে দেন। তিন যুবকের এক জন গাদা বন্দুক হাতে পালা করে পাহারা দিচ্ছিল। গভীর রাতে হঠাৎ মানিকবাবু দেখেন, কাছাকাছি কেউ নেই। তিনি একা। খুব কষ্টে হাত-পায়ের বাঁধন খুলে ছুট লাগান। পরে গ্রামের এক বাড়িতে ঢুকে ডেকে তোলেন বাড়ির লোকদের। তাঁরাই তাঁকে লুকিয়ে রেখে রামকৃষ্ণনগর থানায় খবর দেয়। শেষে রাত সাড়ে তিনটে নাগাদ পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানাধীন প্রমোদনগরের বাড়িতে পৌঁছে দেয়। খবর পেয়ে কাকভোরেই রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ও স্থানীয় কংগ্রেস বিধায়ক গৌতম রায় তাঁর বাড়ি যান। আশ্বাস দেন, অপহরণকারীদের ধরা হবেই। অতিরিক্ত পুলিশ সুপার শইকিয়া বলেন, দুষ্কৃতীদের সন্ধানে ডলুরবন্দ-সহ বিস্তীর্ণ এলাকায় তল্লাশি অভিযান চলছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর থানার পুনদাগ রোডের কাছে আনিতলায়।

খুঁটিতে উদ্ধার তিনটি মৃতদেহ
ঝাড়খণ্ডের রাজধানী শহরে রাঁচির পাশে খুঁটিতে কাল রাতে এক কিশোরী এবং দুই যুবককে হত্যা করেছে জঙ্গিরা। গুলিবিদ্ধ তিনটি মৃতদেহ আজ সকালে খুঁটির মুরহু থানা এলাকার কাছাকাছি দুটি ভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে। উল্লেখ্য, গত ১৭ অগস্ট খুঁটির মুরহু থানার খটঙ্গার পাহাড়ি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল চার তরুণের মৃতদেহ। ওই হত্যাকাণ্ডের পিছনেও জঙ্গিদের হাত ছিল বলে পুলিশের সন্দেহ।পুলিশ জানিয়েছে, আজ সকালে মুরহু থানার এডেলডিগ্রামের একটি মাঠের ধারে পড়েছিল এক কিশোরী এবং এক তরণের মৃতদেহ। দুজনের দেহে একাধিক গুলির দাগ পাওয়া গিয়েছে। দুটি দেহই শনাক্ত হয়েছে। কিশোরীর নাম এতোয়ারি ওড়িয়া (১৭)। সে ডাউগরা গ্রামের বাসিন্দা। দ্বিতীয় জন কোওয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় পুরতি (২২)। গুলিবিদ্ধ আরও এক তরুণের মৃতদেহ উদ্ধার হয়েছে মুরহু থানারই বুরমা জঙ্গলের নিকটবর্তী এলাকা থেকে। অন্য দিকে, রাঁচির পণ্ড্রা এলাকাতেও রাস্তার ধারে আজ উদ্ধার হয়েছে এক তরুণীর মৃতদেহ। পুলিশ জানায়, ওই দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন মিলেছে। তবে রাত পর্যন্ত দেহটি শনাক্ত হয়নি। পুলিশের ধারণা, অন্যত্র খুন করে আততায়ীরা মৃতদেহটি এখানে ফেলে গিয়েছে। খুন করার আগে তরুণীর উপর যৌন নিগ্রহ চালানোর সন্দেহও পুলিশ খারিজ করেনি।

তিন বন্দি, চার জঙ্গি পলাতক উঃ-পূর্বে
অরুণাচল প্রদেশ জেল হেফাজত থেকে পালাল তিন সাজাপ্রাপ্ত বন্দি। অন্য দিকে, অসম পুলিশের হাত ছাড়িয়ে পালাল চার কার্বি জঙ্গি। অরুণাচলপ্রদেশ পুলিশ সূত্রে খবর, জেল পালানো কয়েদিদের মধ্যে মুজিবুর রহমান জোড়া খুনে সাজাপ্রাপ্ত, বুধরাম নায়কও খুনের দায়ে ও ফারুক চুরির অপরাধে জেল খাটছিল। রাতে, বৃষ্টির মধ্যে জুলি কারাগারের শৌচালয়ের টিনের ছাদ ভেঙে বের হয়ে মশারি, ক্রেপ ব্যান্ডেজ ও কম্বল পাকিয়ে তিনজন পালায়। কারাগারের ৭০ জন বন্দির প্রহরায় থাকা শতাধিক জওয়ান ও পুলিশের চোখ এড়িয়ে তিনজন কী ভাবে পালাল তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক তিন বন্দিই অসমের বাসিন্দা। অন্য দিকে, হলিরাম টেরং এর নেতৃত্বে কার্বি আংলং-এ আত্মসমর্পণ করা চার কেপিএলটি জঙ্গি অস্ত্র সরবরাহ করতে গিয়ে পুলিশের জালে পড়ে। পুলিশ জঙ্গিদের গাড়িটি দিফু থানায় নিয়ে যাচ্ছিল। গাড়ি ঘুরিয়ে জঙ্গিরা পালায়। পুলিশ ধাওয়া করেও তাদের ধরতে পারেনি। ইঞ্জিনিয়ারের বাড়িতে গ্রেনেড। জঙ্গি সতর্কবার্তায় কান না দেওয়ায় গ্রেনেড ছোড়া হল ইঞ্জিনিয়ারের বাড়িতে। ঘটনাটি ঘটেছে মণিপুরের চূড়চাঁদপুরে। পুলিশ জানায়, কাল রাতে আপার লামকা এলাকায় ডিআরডিএ বিভাগের ইঞ্জিনিয়ার সি হাংসিংয়ের বাড়িতে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। জখম হন ইঞ্জিনিয়ারের ভাই সি নেংপাও। তাঁকে চূড়চাঁদপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ অগস্ট একটি গ্রেনেড কাপড়ে জড়িয়ে ‘সতর্কবার্তা’ লিখে হাংসিং-এর বাড়িতে রেখে এসেছিল কেএনএলএ জঙ্গিরা।

গোষ্ঠী দ্বন্দ্বে খুন নাগা জঙ্গি
গোষ্ঠী দ্বন্দ্বে মারা গেল এক নাগা জঙ্গি। গত কাল পূর্ব নাগাল্যান্ডের কিফিরে শহরে ঘটনাটি ঘটেছে। এনএসসিএন খাপলাং সূত্রে খবর, সুবজিবা সাংতাম নামে দলের এক লেফটেন্যান্টকে বিরোধী খুলে-কিতোভি গোষ্ঠী শুক্রবার অপহরণ করে নিয়ে গিয়েছিল। গত কাল তাকে হত্যা করা হয়। খাপলাং বাহিনীর অভিযোগ, শান্তি বজায় রাখার চুক্তিকে বারবার ভঙ্গ করছে খুলে-কিতোভি গোষ্ঠী। গোষ্ঠীর স্বঘোষিত এক উপমন্ত্রী জিকিউমং-এর বাড়িতেও আক্রমণ চালানো হয়েছিল। কোনওমতে প্রাণে বাঁচেন তিনি। তাঁকে মারতে না পেরে সাংতামকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

পুনর্বহাল
৪০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে চাকরি যায় বিএসএফ কনস্টেবল উমেশ প্রসাদের। ১৩ বছর আগে। দিল্লি হাইকোর্টের নির্দেশে চাকরি ফিরে পেলেন তিনি।

নাবালিকাকে ধর্ষণ
স্কুল থেকে ফেরার পথে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তিন জনের বিরুদ্ধে। তিন জনের মধ্যে দু’জনকে ধরা হয়েছে। পলাতক এক জন।

দেখবে ইউনেস্কো
চারমিনার, গোলকুন্ডা দুগর্র্ এবং কুতুব শাহিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় তোলা যায় কি না, তা দেখার জন্য সেপ্টেম্বরে এ গুলি ঘুরে দেখবে ইউনেস্কোর কমিটি।

নিখোঁজ হচ্ছে
প্রতিদিন দিল্লিতে ১২টি শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে। বেশির ভাগই মেয়ে। সরকারি হিসেবে উঠে এসেছে এই তথ্য। পুলিশের দাবি, গত বছরের তুলনায় অবস্থাটা ভাল।

অপমানের জ্বালায়
প্রতিবেশী বছর কুড়ির কমলেশ বহু বার তার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। অপমান থেকে বাঁচতে তাই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন এক নাবালিকা।

ডুবে মৃত্যু কিশোরের
রাঁচির জগন্নাথপুরে প্রতিবেশীদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে আজ দুপুরে জলে ডুবে মৃত্য হয়েছে এক কিশোরের। একই সঙ্গে পুকুরে নেমে তলিয়ে গিয়েছিল চার কিশোর। অল্প সময়ের মধ্যে তিনজনকে উদ্ধার করা গেলেও চতুর্থজনের খোঁজ মেলে অনেক পরে। তাকে জল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃত কিশোরের নাম অবিনাশ রঞ্জন (১৭)।

আত্মঘাতী
জামশেদপুর শহরে নিউবারদুয়ারি এলাকায় রবিবার রিভলভার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয় নেহা সিংহ (১৭) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী। জামশেদপুরের পুলিশ সুপার অজয় লিন্ডা জানান, সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেনি ছাত্রীটি। ওই কিশোরী কী ভাবে রিভলভারটি পেল, তার তদন্তে নেমেছে পুলিশ।
পার্থ চক্রবর্তীর তোলা ছবি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.