পুরনো একটি বাড়ির বারান্দা ভেঙে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। রবিবার ঘটনাটি ঘটে মেটিয়াবুরুজ থানা এলাকার মুদিয়ালি রোডে। মৃতার নাম আরতি মুখোপাধ্যায় (৭২)। ওই বাড়িতে ভাড়াটে ছিলেন তিনি। এ দিন দুপুর আড়াইটে নাগাদ নিজের ঘরের সামনে বসেছিলেন আরতিদেবী। তখনই উপরের বারান্দার একটি অংশ ভেঙে পড়ে। গুরুতর জখম হন বৃদ্ধা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই বাড়ির অন্য ভাড়াটে পরিবারের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও মালিক বহু বছর বাড়িটির কোনও মেরামতি করেননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
চালকের তৎপরতায় বাঁচলেন মেট্রোর লাইনে ‘ঝাঁপ’ দেওয়া এক তরুণী। মেট্রো সূত্রে খবর, রবিবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটে দমদমমুখী একটি ট্রেন নেতাজি ভবনে ঢুকতেই ওই তরুণী ‘ঝাঁপ’ দেন। আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামান চালক। কয়েকটি কামরা তরুণীর উপর দিয়ে চলে যায়। অচৈতন্য ওই তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
|
অবশেষে চার বছর বাদে স্বল্প আয়ের নাগরিকদের জন্য আবাসন দফতরের তৈরি ফ্ল্যাট বিলি প্রক্রিয়া শুরু হল। রবিবার, নিউটাউনের অ্যাকশন এরিয়া-টু এলাকায় এক অনুষ্ঠানে ৬০৮টি ফ্ল্যাটের মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র দেন আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস। ফ্ল্যাটের মালিকদের হাতে আজ, সোমবার থেকে চাবি তুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। ফ্ল্যাট হস্তান্তরে দেরি নিয়ে মন্ত্রী বলেন,“আগের আমলে তৈরি ফ্ল্যাটগুলির জানলা-দরজা নিম্নমানের ছিল। জমির কাগজ নিয়েও সমস্যা ছিল। ফলে আবাসিকেরা ঢুকতে পারছিলেন না।” মন্ত্রীর দাবি, ফ্ল্যাট-মালিকদের অভিযোগ পাওয়ার মাস চারেকের মধ্যেই সমস্যার সমাধান করেছে সরকার। এ দিন আবাসনের ‘কমন এরিয়াও’ হস্তান্তর করা হয়।
|
অটোরিকশার ধাক্কায় ফের এক শিশু জখম। ঘটনাটি ঘটে রবিবার, যশোহর রোডে বারাসতের শেঠপুকুরে। পুলিশ জানায়, বাবার হাত ধরে হাঁটছিল চার বছরের রাজকুমার দাস। দ্রুত গতিতে আসা অটো তার পায়ের উপর দিয়ে চলে যায়। বারাসত হাসপাতালে তার চিকিৎসা হয়। ক্ষুব্ধ বাসিন্দারা মধ্যমগ্রাম-চাঁপাডালি রুটের অটো আটকে আধ ঘণ্টা বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। অটোচালককে খুঁজছে পুলিশ। |
ছিনতাইয়ে গুলি-বোমা, জখম দম্পতি |
মোটরবাইক আরোহী এক দল দুষ্কৃতী ঘিরে ফেলেছে এক দম্পতিকে। মহিলার গায়ের গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ধস্তাধস্তি চলছে দু’পক্ষের মধ্যে। দম্পতির চিৎকার শুনে রাস্তার লোকজন ছুটে এলেন। বেপরোয়া দুষ্কৃতীরা গুলি আর বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে গেল। রবিবার রাতে সাউথ গড়িয়ার ওই ঘটনায় বোমার টুকরোয় আহত হয়েছেন দম্পতি। বাসিন্দারা জানান, মৃত্যুঞ্জয় মণ্ডল নামে এক ব্যক্তি স্ত্রী দীপিকাকে নিয়ে কালিকাপুর স্টেশনে নেমে রিকশায় সাউথ গড়িয়ার বাড়িতে ফিরছিলেন। তখন রাত ৯টা। হঠাৎই দু’টি মোটরবাইকে চড়ে এসে কিছু দুষ্কৃতী রিকশাটিকে ঘিরে ধরে দীপিকার গলার সোনার হার ছিনিয়ে নেয়। মহিলার কানের দুলও ছিনতাইয়ের চেষ্টা করে তারা। বাধা দেন মণ্ডল দম্পতি। ধস্তাধস্তি শুরু হয়। দম্পতির চিৎকারে রাস্তার লোকজন ছুটে এসে দুষ্কৃতীদের ধাওয়া করে। গুলি ও বোমা ছুড়তে ছুড়তে পালায় দুষ্কৃতীরা। |