স্টার্ট ক্যামেরা..রোলিং..অ্যাকশন..
সেলুলয়েডে ভূস্বর্গ আবার। পরিচালকের কাছে অনেক দিন পরে প্রিয় নিসর্গে ফেরার টান, নায়কের জন্য এটাই প্রথম বার।
নতুন ছবির শ্যুটিংয়ে আবার কাশ্মীরে এলেন বলিউডের প্রবীণ পরিচালক যশ চোপড়া। সঙ্গে এসেছেন ছবির অন্যতম নায়িকা অনুষ্কা শর্মা। নায়ক শাহরুখ খান ইউনিটে যোগ দেবেন আর কিছু দিন পরেই। এই প্রথম কাশ্মীরে শ্যুটিং করবেন তিনি।
শনিবার রাতে শ্রীনগরে নেমে যশ প্রথম কথাটাই বললেন, ‘‘মনে হচ্ছে, ঘরে ফিরলাম।” বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান যশের দীর্ঘ দিনের বন্ধু নাজির আহমেদ বক্সী। |
শাহরুখ-ক্যাটরিনা-অনুষ্কা অভিনীত এই সিনেমারই চিত্রগ্রহণ হবে ভূস্বর্গের পটভূমিতে। |
নাজির শ্রীনগরের একটি নামী পর্যটন সংস্থার কণর্ধার। আগামী কয়েক দিনের শ্যুটিং পর্বে টিম বলিউডকে দেখভাল করার দায়িত্ব তাঁরই।
যশের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং অনুষ্কা। শ্রীনগর থেকেই হেলিকপ্টারে পহেলগাম চলে গিয়েছেন ওঁরা। যশের ইউনিটের জন্য যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল বিমানবন্দরে। কিছু দিন আগে কাশ্মীরে এসে শ্রীনগরের পান্থা চৌক এলাকায় যানজটে আটকে পড়েছিলেন শিল্পপতি অনিল অম্বানী। রাজ্য সরকার সে ঘটনায় খানিকটা বিড়ম্বনার মুখে পড়েছিল। যশ চোপড়ার ক্ষেত্রে যাতে তেমন না ঘটে, সে জন্য আগেভাগেই হেলিকপ্টার আনিয়ে রাখা হয়। ইউনিটের বাকিরা অবশ্য গাড়িতেই রওনা হয়ে যান। নাজির জানান, পুলিশের তৎপরতায় রাস্তায় যানজটে পড়তে হয়নি ওঁদের। কাশ্মীরে অবতরণ পর্ব নির্বিঘ্ন হওয়ায় ইউনিটের সকলেই খুশি। নাজির বলেন, ‘‘এর আগেও যশ যখনই এখানে শ্যুটিংয়ে এসেছেন, ব্যবস্থাপনা আমরাই করেছি। অনেক দিনের সম্পর্ক ওঁর সঙ্গে।”
কাশ্মীরের রাজনীতি উত্তাল হয়ে ওঠার আগের পর্বের দিনগুলোয় বহু মধুর স্মৃতির শরিক ওঁরা। যশের সঙ্গে বারামুলার রাস্তায় টাঙ্গা চড়ার অভিজ্ঞতার কথা আজও মনে করতে পারেন নাজির।
এ বারে ঠিক কোথায় কোথায় শ্যুটিং করবেন যশ? পহেলগামে একটা অংশ শ্যুট হওয়ার পরে শ্রীনগরে ডাল লেকের ধারে শ্যুটিং হতে পারে বলে জানা গিয়েছে। তবে ঠিক কোথায়, কখন শ্যুটিং রাখা হয়েছে, তা আগে থেকে প্রকাশ করা হচ্ছে না। কাশ্মীরে শাহরুখের অগণিত ভক্ত রয়েছেন। এই প্রথম উপত্যকায় তাঁকে সামনে থেকে শ্যুটিং করতে দেখার লোভ ইতিমধ্যেই বাসিন্দাদের মনে দানা বাঁধছে। ভিড় সামলানোটা সে ক্ষেত্রে একটা বড় কাজ হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন। কভি কভি, সিলসিলার মতো বহু বিখ্যাত ছবির শ্যুটিং কাশ্মীরেই করে গিয়েছেন যশ। প্রায় তিন দশক পরে আবার কাশ্মীরে পা রাখলেন তিনি। লাদাখের শ্যুটিং পর্ব সেরে আপাতত মুম্বই ফিরেছেন শাহরুখ। কয়েক দিনের মধ্যেই তিনিও ইউনিটের সঙ্গে যোগ দিতে চলেছেন। |