টুকরো খবর |
গর্ভদাত্রী দিদিমা
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
মেয়ে সন্তান ধারণে অক্ষম। তাই মেন প্রদেশের ৪৯ বছর বয়সী এক মহিলা এগিয়ে এসেছিলেন গর্ভদাত্রী হিসেবে। সুস্থ জন্মেছে নাতি। গর্ভদাত্রী দিদিমাও ভাল আছেন।
|
নাক কেটে
সংবাদসংস্থা • লাহৌর |
তিন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করায় এক দম্পতির উপর নির্যাতন চালাল তারা। কেটে দিল মহিলার নাক। ফৈজলাবাদের পুলিশ দোষীদের ধরতে পারেনি।
|
পালিয়েছেন দু’জন
সংবাদসংস্থা • মস্কো |
‘পুতিনের হাত থেকে রাশিয়া বাঁচাও,’ গান গাওয়ায় ‘পুসি রায়ট’ ব্যান্ডের ৩ জন এখন জেলে। বাকি দু’জন বিদেশে পালিয়ে এখন নতুন সদস্য খুঁজছেন ব্যান্ডের জন্য।
|
পাশে মার্ডক
সংবাদসংস্থা • লন্ডন |
রাজকুমার হ্যারির পাশে ৮১ বছরের মিডিয়া-সম্রাট রুপার্ট মার্ডক। লাস ভেগাসে নগ্ন হ্যারির প্রমোদের ছবি-বিতর্ক নিয়ে মার্ডকের টুইট: ‘ওকে এ বার ছেড়ে দিন।’
|
হড়পার বলি
সংবাদসংস্থা • বেজিং |
দক্ষিণ-পশ্চিম চিনে হড়পা বানে ভেসে গিয়েছিলেন ৯ পর্যটক। তাঁদের ৬ জন মারা গেছেন। বাকি ৩ জনকে উদ্ধার করা গিয়েছে। ৩০ জনকে সুরক্ষিত স্থানে নেওয়া হয়েছে।
|
বাস-ট্যাঙ্কার সংঘর্ষ
সংবাদসংস্থা • বেজিং |
উত্তর চিনের ইয়ানয়ানে মিথেনের ট্যাঙ্কার ও দোতলা বাসের সংঘর্ষে অন্তত ৩৬ জন মারা গিয়েছে। বেঁচে যাওয়া ট্যাঙ্কারের চালক ও এক সহযাত্রীকে পুলিশ গ্রেফতার করেছে।
|
বিমানের ধাক্কা
সংবাদসংস্থা • ক্যালিফোর্নিয়া |
সান ফার্নান্দো উপত্যকায় জরুরি অবতরণ করতে ছোট একটি বিমান শনিবার ধাক্কা মারে দু’টি গাড়িকে। বিমানের দুই আরোহী এতে জখম হয়েছেন।
|
পার্লামেন্টে ফাটল
সংবাদসংস্থা • লন্ডন |
ফাটল ধরেছে ব্রিটিশ পার্লামেন্টে। ঘরগুলির অবস্থাও শোচনীয়। সারাতে হলে বছর পাঁচেক বন্ধ রাখতে হবে পার্লামেন্ট ভবন। এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ব্রিটেন।
|
মৃত ৩৯
সংবাদসংস্থা • ক্যারাকাস |
ভেনিজুয়েলায় তেল শোধনাগারের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯। আহত ৮০-রও বেশি। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন উগো চাভেস।
|
ষড়যন্ত্র ফাঁস
সংবাদসংস্থা • রিয়াধ |
সন্ত্রাসবাদী হানার ছক ভেস্তে দিল সৌদি আরব। রবিবার রিয়াধ ও জেড্ডার দু’টি জঙ্গি ঘাঁটিতে হানা দেয় সৌদি পুলিশ। ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
|
আশরফের হাজিরা
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
আদালত অবমাননার মামলায় সোমবার সুপ্রিম কোর্টে হাজিরা দিতে চলেছেন পাক প্রধানমন্ত্রী পারভেজ আশরফ। যদিও দলের বহু নেতাই এর বিরোধী।
|
পাক আবেদন
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
তথ্য প্রমাণের জন্য ২৬/১১ ঘটনার সাক্ষীদের দ্বিতীয় বার জেরা করতে চেয়েছে পাকিস্তানের বিচার বিভাগীয় কমিশন। অনুমতি দিতে পারে ভারত। |
|