ট্রাকের সঙ্গে সংবাদপত্রবাহী পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই মহিলা-সহ পাঁচ জনের। জখম হলেন ১২ জন।
শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বাঁকুড়া ৬০এ জাতীয় সড়কে পুরুলিয়ার মফস্সল থানার পাতলই সেতুর কাছে। মৃত ও আহতেরা সকলেই ওই পিক-আপ ভ্যানের যাত্রী। এ দিনই পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকায় একটি যাত্রীবাহী বাস বেসামাল হয়ে পুকুরে নেমে যাওয়ায় মৃত্যু হয় দু’জনের। জখম হন ২২ জন। এ দিন সন্ধ্যায় হুগলি জেলার পাণ্ডুয়ার দেশবন্ধুতে ট্রাকের ধাক্কায় আমির আতর আলি (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। প্রতিবাদে অবরোধ করা হয়। আসানসোল উত্তর থানার ঘাগরবুড়ি মন্দিরের কাছে ট্যুরিস্টবাসের ধাক্কায় কুসুম মুনিয়া (৪০) নামে জামুড়িয়ার এবি পিট কোলিয়ার এক বাসিন্দা মারা যান। জখম হন এক মহিলা। তাঁকে আসানসোল হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় ২ নম্বর জাতীয় সড়ক ঘণ্টা তিনেক অবরোধ করেন বাসিন্দা।
হুড়ার দুর্ঘটনায় মৃতেরা হলেন স্থানীয় লধুড়কা গ্রামের ঠাণ্ডি কৈবর্ত্য (৫৫) ও কল্যাণী বাউরি (৩৫)। |
হুড়ায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। ছবি: সুজিত মাহাতো। |
মারা যান ভ্যানের চালক হুড়া থানার অর্জুনগোড়া গ্রামের সাধুচরণ মাহাতো (২৮) ও পুরুলিয়ার জয়পুর থানার মনোজ কৈবর্ত্য (৪০)। অন্য মৃত যুবকের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়াগামী ওই সংবাদপত্রবাহী পিক-আপ ভ্যানে হুড়া এলাকার কিছু বাসিন্দা চেপে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি গাড়িই তীব্র গতিতে যাচ্ছিল। পাতলই সেতুর কাছে হুড়ামুখী মুরগির খাবার বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা মারে। ভ্যানের উপরে থাকা কয়েকজন রাস্তায় ছিটকে পড়েন। ট্রাকটি ভ্যানটিকে কালভার্টের দেওয়ালে ঠেসে দেয়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে মৃত্যু হয় ভ্যানচালকের। পুলিশ জানায়, আহতদের পুরুলিয়া ও ঝাড়খণ্ডের হাসপাতালে পাঠানো হয়। |
উদ্ধার করা হচ্ছে বাসযাত্রীদের। পূর্ব মেদিনীপুরের মারিশদায় সুব্রত গুহর তোলা ছবি। |
ভ্যানের যাত্রী জখম ইন্দ্রজিৎ মাহাতো, মন্টু মাহাতোর অভিযোগ, “চালক মোবাইল ফোন কানেই প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন। গতি কমানোর জন্য অনুরোধ করেও কাজ হয়নি।” দুর্ঘটনার জেরে ওই রাস্তায় ঘণ্টা তিনেক যান চলাচল বন্ধ থাকে।
পূর্ব মেদিনীপুরের দেউলিহাট থেকে হাওড়া যাওয়ার পথে মারিশদার দইসাইতে, দিঘা-কলকাতা সড়কে একটি বাস একটি পিক-আপ ভ্যানকে পাশ কাটাতে গিয়ে পুকুরে গড়িয়ে যায়। বাসিন্দারা উদ্ধার করেন কয়েকজন যাত্রীকে। গ্যাসকাটার দিয়ে বাসটিকে কাটা হয়। মৃত্যু হয় সরপাই হাইস্কুলের ইংরেজির শিক্ষক তপন বন্দ্যোপাধ্যায় (৩৯) ও আরও এক অজ্ঞাত পরিচয়ের। আহতেরা কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা স্থলে কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) নগেন্দ্রনাথ ত্রিপাঠি প্রমুখ যান। |