টুকরো খবর
নারী নির্যাতন বন্ধে সরব বিশিষ্টরা
রাজ্যে ধর্ষণ তথা নারী নির্যাতন বন্ধের দাবিতে সোচ্চার হল বিশিষ্টজনেদের একাংশ। তাঁদের অভিযোগ, রাজ্যে নারীর নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় প্রশাসন যথেষ্ট তৎপর নয়। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকারও সমালোচনা করেন তাঁরা। শনিবার মৌলালি যুব কেন্দ্রে ‘আক্রান্ত মা, বিপন্ন নারী’ শীর্ষক গণ-কনভেনশনের আয়োজন করেছিল ‘শান্তি, সংহতি ও গণতন্ত্র মঞ্চ’। সেখানে অনেকে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনাকে ‘সাজানো’ বলে মন্তব্য করায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাম জমানায় মহিলারা নির্যাতিতা হলে মমতা যে ভূমিকা নিতেন, এখন তার বিপরীত ভূমিকা নিচ্ছেন বলে বিশিষ্টদের অভিযোগ। কনভেনশনে উপস্থিত ছিলেন ভারতী মুখোপাধ্যায়, রতন খাসনবিশ, আজিজুল হক, গৌরী ঘোষ, সুদেষ্ণা চক্রবর্তী, কৃষ্ণা বসু প্রমুখ।

রাজ্য সম্মেলন
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রিক পরিবেশরক্ষার কথা মাথায় রেখে এসএফআই পথে নামবে বলে জানালেন সংগঠনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র। শনিবার দুপুরে সংগঠনের ৩৪তম রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে এ কথা জানান তিনি। পাশাপাশি, তিনি স্বীকার করেন, দেড় বছরে তাদের সংগঠনের সদস্য সংখ্যা প্রায় সাড়ে চার লক্ষ কমেছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সদস্যসংখ্যা বাড়ানোর চেয়ে দল ছাত্রদের ঐক্যবদ্ধ করার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন বলে তিনি জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.