মমতা বন্দ্যোপাধ্যায় বলিলেন, ‘নেগেটিভ’ তাঁহার পছন্দ নহে, তিনি ‘পজিটিভ’-প্রিয়। অন্ধকার হইতে আলোর দিকেই তাঁহার পথ। দার্শনিকরা শুনিলে খুশি হইতেন বটে, বিজ্ঞানীরা বলিবেন, সর্বনাশ! অন্ধকার না থাকিলে মানসিক ভারসাম্যও নাই, শারীরিক সুস্থতাও নাই। বস্তুত, মুখ্যমন্ত্রী যে কারণে আলোর সন্ধানী, অন্ধকার সেই কারণেই জরুরি। অন্ধকারে কিছু দেখিবার উপায় নাই। রাজ্যে যাহাই ঘটুক, কাহারও চোখে পড়িবে না। না দেখিলে আর বলিবার জো কোথায়? তাহার পরেও বলিলে সে সাক্ষাৎ মাওবাদী। অর্থাৎ, মুখ্যমন্ত্রী যে আলোর সন্ধানে আছেন, তাহার পথ অন্ধকার দিয়াই গিয়াছে। |