এক ঝলকে...
পৃথিবী
লন্ডন/কুইটো বস্টন ঢাকা বার্লিন বেজিং
• পুলিশ অফিসারটি বেইজ্জতের একশেষ। যে-সে নন তিনি, খাস স্কটল্যান্ড ইয়ার্ড-এর পুলিশ। উইকিলিকস-খ্যাত জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনে ইকোয়েডরের যে দূতাবাসে শরণ নিয়েছেন, তার বাইরে টহলরত পুলিশ অফিসারের হাতে ছিল একটি ক্লিপবোর্ড, তাতে আঁটা হাতে-লেখা কাগজ। এক সাংবাদিক ছবি তুলেছেন, তাতে দেখা গেল, সেই কাগজে লেখা স্পষ্ট নির্দেশ: অ্যাসাঞ্জকে গ্রেফতার, যে কোনও মূল্যে। অস্বস্তিতে স্কটল্যান্ড ইয়ার্ড। এ দিকে খাস ইকুয়েডরে (ছবি) চলছে তীব্র বিক্ষোভ, অ্যাসাঞ্জের পক্ষে, আমেরিকা-ব্রিটেনের বিপক্ষে।

• বাংলাদেশের প্রাক্তন সামরিক কর্তা সাদিক হাসান রুমির বক্তব্য: ২০০৪ সালে তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনার উপর যে হানায় ২৪ জন নিহত হন, বেঁচে যান হাসিনা বেগম খালেদা জিয়া সে বিষয়ে অবহিত ছিলেন। তাই তিনি সে দিন তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যান।

• অতিরিক্ত দুই বছর সময় চেয়েছিল গ্রিস। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল প্রত্যাখ্যান করলেন সেই অনুরোধ। ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে নেওয়া ধার গ্রিসকে শোধ করতে হবে পূর্বনির্ধারিত সময়ের মধ্যেই।

• স্থগিত প্রাণদণ্ডাদেশ পেলেন গু কাইলাই। চিনে এই শাস্তির অর্থ, দু’বছর পর তাঁকে যাবজ্জীবন কারাবাসে পাঠানো। তিনি নাকি এক ব্রিটিশ ব্যবসায়ীকে নিজেই খুন করেছেন এই স্বীকারোক্তি করেছেন চিনের অধুনা-বিপন্ন নেতা বো জিলাই-এর স্ত্রী গু।

• অ্যাসাঞ্জকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠালে তাঁর বিপদ হতে পারে। বিচারের নাম করে আমেরিকা তাঁকে উইকিলিকসে তথ্য ফাঁসের জন্য বিপদে ফেলতে চায়। স্বভাব-সিদ্ধ চাঁচাছোলা ভাষায় জানালেন মার্কিন ভাষাবিদ এবং মানবাধিকার আন্দোলনের নেতা নোয়াম চমস্কি। তাঁর মতে, ফাঁস হওয়া তথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ক্ষতি হয়নি, কিছু সরকারি কর্তা বিপাকে পড়েছেন শুধু।
অসলো
গত বছরের জুলাইয়ে নরওয়ের উপকূলে আনতাবড়ি গুলি চালিয়ে বিভীষিকা সৃষ্টি করেছিলেন অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিক। ৭৭ জন হত হয়েছিলেন সেই ঘটনায়। অসংখ্য মানুষ আহত। সে দেশের ইতিহাসে শান্তিকালীন হত্যাকাণ্ডের মধ্যে এই ঘটনাটিই সর্বাপেক্ষা ভয়াবহ। ব্রেইভিক-এর বিচারের সময়ে তাঁর আইনজীবী বলার চেষ্টা করেছিলেন তিনি মানসিক ভাবে অস্থিত। কিন্তু ডাক্তারি পরীক্ষায় সেই যুক্তি টেঁকেনি। সুতরাং স্থির মস্তিষ্কে এই হত্যাকাণ্ড ঘটানোর দায়ে ২১ বছরের একটানা কারাদণ্ড লাভ করলেন তিনি, নরওয়ের মতো ক্ষমাশীল দেশের পক্ষে যা সর্বাপেক্ষা কঠোর শাস্তি। ২০৩৩ সালে ৫৩ বছর বয়সে মুক্তি পাবেন তিনি।

মস্কো
আগে ঠিক করো কী শাস্তি দিতে চাও, তার পর সেই অনুযায়ী অভিযোগ আনো। গ্যারি কাসপারভ-এর ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত তেমন নির্দেশই জারি করেছেন। মস্কোয় এক শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিয়েছিলেন ভূতপূর্ব বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু কাসপারভ। পুলিশ আসে। শোরগোল, ধস্তাধস্তি হয়। অতঃপর কাসপারভ গ্রেফতার হন। তিনি নাকি এক জন পুলিশের হাত কামড়ে দিয়েছেন। পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে তাঁর। এক যুগ ধরে তিনি নানা ভাবে পুতিনের বিরোধিতা করে আসছেন, তাঁর ‘পশ্চিমি প্রভাব’ কাজে লাগিয়ে বিশ্বময় বর্তমান রাশিয়ার নামে কুৎসা রটিয়ে আসছেন, পুতিনের অভিযোগ। নির্বাচনেও লড়বেন স্থির করেছিলেন কাসপারভ। তাঁকে জেলে না রাখলে একুশ শতকের রুশ জার শান্তি পাবেন কী করে?

দামাস্কাস
সিরিয়ায় রাষ্ট্রপুঞ্জের নতুন শান্তিদূত হলেন লাখদর ব্রাহিমি। দীর্ঘ দিন রাষ্ট্রপুঞ্জের সঙ্গে যুক্ত এই প্রবীণ নেতা আগে ইরাক ও আফগানিস্তানেও রাষ্ট্রপুঞ্জের দূত ছিলেন। সিরিয়ার সরকার কোফি আন্নানের সঙ্গে কার্যত কোনও সহযোগিতা না করলেও জানিয়েছে, ব্রাহিমিকে দূত হিসেবে মেনে নিতে তাদের আপত্তি নেই। হয়তো তিনি সরকার এবং বিদ্রোহীদের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করতে পারবেন। এ দিকে, এক মাসেরও বেশি সময়ের পর প্রকাশ্যে বেরোলেন বাশার অল-আসাদ ঈদের নামাজ পড়তে মসজিদে গেলেন (ছবি)। গত মাসে দামাস্কাসে বোমা বিস্ফোরণে তাঁর প্রতিরক্ষা মন্ত্রীসহ চার জনের মৃত্যুর পরেই আর প্রাসাদ ছেড়ে বেরোননি তিনি।

ওয়াশিংটন ডি সি
আগামী ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট অফিসে বসবেন। সে অনুষ্ঠানে বোতলের পানীয় জল দেওয়া চলবে না, দাবি উঠল। স্থানীয় জল সরবরাহ দফতরের কর্তা জানালেন, কলের জলই যথেষ্ট বিশুদ্ধ, সেই জলই দেওয়া হোক। কারণ অনেক। বোতলের জলের দাম কলের জলের একশো গুণ। ট্রাকে করে বোতলের জল আনাতে পরিবেশ দূষণও হয়। আর তার পর, ব্যবহৃত বোতল ছড়িয়ে পরিবেশ দুষ্ট করা হয়।

শেষ পাত
পকেটে ৩২৫ ডলার আছে? নেভি সিল-এর গোপনতম অভিযানে আপনি স্বাগত। অ্যাবটাবাদে ওসামা বিন লাদেনের গোপন ডেরায় হানা দেবে নেভি সিল-এর যে দল, আপনিও তাতে থাকবেন। প্রলাপ নয়, সত্যি। মিনেসোটার নিউ হোপ শহরে ওসামাকে মারার খেলা খুলে বসেছেন এক প্রাক্তন নেভি সিল অফিসার। একেবারে আসল অভিযানের মতোই, তবে সবই সাজানো। মারাত্মক কুরুচিকর? অন্তত ১৩৭ জন আপনার সঙ্গে একমত হবেন না। তাঁরা গত চার মাসে এই খেলা খেলে গিয়েছেন। তবে, খেলাটির মালিক জানিয়েছেন, শুধু বিনোদন(!) নয়, আত্মরক্ষার কৌশল শেখার জন্যও এই খেলাটি গুরুত্বপূর্ণ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.