শিলচর থেকে হাইলাকান্দি আসার পথে নিখোঁজ এক কলেজ-শিক্ষক। পুলিশের অনুমান, তাঁকে অপহরণ করা হয়েছে। তবে এ পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি, বা ঘটনার দায় স্বীকার করেনি।
হাইলাকান্দি জেলার কাটলিছড়া এস কে রায় কলেজের অর্থনীতির শিক্ষক মানিক গুপ্ত কাল শিলচর এসেছিলেন। সন্ধ্যায় রওনা দেন বাড়ির উদ্দেশে। হাইলাকান্দিগামী একটি গাড়িতে উঠে রাত সাতটা নাগাদ বাড়িতে ফোন করেন। এর পর থেকে তাঁর আর খোঁজ নেই। রাত বারোটা নাগাদ পরিবারের লোকেরা ঘটনাটি পুলিশকে জানায়। অতিরিক্ত পুলিশ সুপার ইনম শইকিয়ার দাবি, খবর পেয়েই তাঁরা মানিকবাবুকে খুঁজে পেতে সব ধরনের চেষ্টা চালান। তিনি শিলচর থেকে রওনা হয়েছিলেন বলে জানানো হয়েছে কাছাড়ের পুলিশ সুপারকেও।
শইকিয়ার কথায়, সব ক’টি থানাকে সতর্ক করা হয়েছে। তবে এখনও মানিকবাবুর সন্ধান মেলেনি। খুঁজে পাওয়া যায়নি গাড়িটিকেও। পুলিশের অনুমান, এটি দুষ্কৃতীদেরই কাজ। কোনও জঙ্গি সংগঠনের এতে হাত থাকার কথা নয়।
মধ্য-চল্লিশের এই কলেজ-শিক্ষকের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে। স্ত্রী ছন্দা গুপ্ত অপহরণকারীদের কাছে তাঁর স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য
আর্জি জানিয়েছেন। তিনি বলেন, মানিকবাবু কখনও কোনও অন্যায় করে থাকলে তিনি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।
অপহৃতকে দ্রুত খুঁজে বের করার দাবিতে এস কে রায় কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা আজ কাটলিছড়ায় মিছিল বের করেন। পুলিশকে তারা ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ও স্থানীয় কংগ্রেস বিধায়ক গৌতম রায় সকালে মানিকবাবুর বাড়ি গিয়ে উদ্বিগ্ন আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন। |