টুকরো খবর |
জামশেদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তিন জনের
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জামশেদপুরের পোটকা থানা এলাকায় বাড়ির উঠোনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতদের মধ্যে রয়েছেন চল্লিশোর্ধ্ব দুই ভাই এবং তাঁদের ষাট বছরের বৌদি। কাল বিকেলে পোটকা থানার মানপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, উঠোন থেকে কাপড় আনতে গিয়েছিলেন ক্ষীরমণিদেবী। কাপড় শুকনোর তারের পাশেই ছিল একটি বিদ্যুবাহী তার। বিদ্যুৎবাহী তারের একাংশ কাপড় শুকনোর তারের উপরে যে ছিড়ে পড়েছিল, ক্ষিরমণিদেবী তা দেখতে পাননি। তারে হাত পড়তেই বিদ্যুতের ছোবল খান তিনি। তার ধরা অবস্থাতেই গোঙাতে গোঙাতে তিনি উঠোনে মুখ থুবড়ে পড়েন। শব্দ শুনে দুই ভাই জন্মেজয় এবং রোহিণী পটবন্দা উঠোনে যান। বৌদিকে তুলে ধরার চেষ্টা করতে গিয়ে তাঁরাও বিদুৎস্পৃষ্ট হন। পুলিশ জানায়, ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
|
থানা লক্ষ্য করে জঙ্গি গ্রেনেড তিনসুকিয়ায়
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
থানা লক্ষ্য করে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। গত কাল রাতে তিনসুকিয়া জেলার কাকোপাথারে ঘটনাটি ঘটে। তবে গ্রেনেডটি থানায় না পড়ে, পাশেই ললিত বরা নামে এক ব্যক্তির বাড়িতে পড়ে ফাটে। স্প্লিন্টারের আঘাতে বাড়িটির ক্ষতি হলেও ঘটনায় কেউ হতাহত হয়নি। এ দিকে, ২৩ অগস্ট রাতে ডিব্রুগড়ের মরাণ কাছমারীর কাছে গাড়ি থামিয়ে টিংকু বাজাজ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল। গত কাল রাতে তিনি খোরাং থানায় হাজির হন। জানান, পরেশপন্থী আলফা জঙ্গিরা টাকার জন্য তাঁকে অপহরণ করেছিল। তিনি প্রাণ হাতে করে পালিয়ে এসেছেন। রাতে টিংকুকে মরাণ থানায় আনা হয়। প্রাথমিক তদন্তের পরে, ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির চালক ভাষ্কর বরা-সহ সীমান্তজিৎ শইকিয়া এবং হেমন্ত মৌপিয়া নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বাজাজকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ডিমৌয়ের ব্যবসায়ী বেদান্ত নাথ ঘটনার মূল মাথা। সে ও তার সঙ্গীরা নিজেদের আলফা সদস্য বলে পরিচয় দেয়। অপহরণকারীদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
|
মা-বাবার বিবাদে নিহত শিশুকন্যা
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
বাবা-মার বিবাদে প্রাণ গেল এক বছরের শিশুকন্যার। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে কাল, দেওঘরের বাশবরিয়ায়। স্বামী-স্ত্রীর মধ্যে তুমল ঝগড়া হচ্ছিল। হঠাৎই স্ত্রীকে লক্ষ্য করে লাঠি চালিয়ে দেয় স্বামী টুনটুন পণ্ডিত। মায়ের কোলেই ছিল এক বছরের শিশুকন্যাটি। লাঠির ঘা এসে পড়ে শিশুটির মাথায়। লাঠির এক ঘায়েই মৃত্যু হয় শিশুটির। টুনটুন পণ্ডিতকে পুলিশ গ্রেফতার করেছে।
|
বাঙালি ব্যবসায়ী খুন জামশেদপুরে
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জামশেদপুরে পরশুডিহ্ থানার গোলপাহাড়ি এলাকায় দুষ্কৃতীর আক্রমণে নিহত হয়েছেন এক বৃদ্ধ বাঙালি ব্যবসায়ী। তাঁর নাম এস পি নন্দী (৭২)। পুলিশ জানিয়েছে, গত কাল রাত দশটা নাগাদ দুষ্কৃতীরা দরজা ভেঙে তাঁর বাড়িতে ঢোকে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বৃদ্ধকে তারা হত্যা করে। বাড়িতে তিনি তখন একাই ছিলেন। দুষ্কৃতীরা ঠিক কী কী জিনিস হাতিয়েছে তার হিসেব পুলিশ জানাতে পারেনি। তদন্ত শুরু হলেও পুলিশ দুষ্কৃতীদের হদিশ এখনও পায়নি। পুলিশ জানিয়েছে, অনেক দিন ধরেই এলাকায় একটি গুল-কয়লার কারখানা চালাতেন নন্দীবাবু।
|
বিডিও-র বাড়ি থেকে প্রচুর ডলার আটক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অসমের এক বিডিওর বাড়িতে হানা দিয়ে মিলল প্রচুর ডলার, বাংলাদেশি টাকা। পুলিশ জানায়, মরিগাঁও জেলার মায়ং ব্লকের বিডিও গুনজাফর আদিলের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ জমা পড়েছিল। আজ সকাল থেকে দুর্নীতিদমন শাখার অফিসাররা গুয়াহাটির হাতিগাঁও এলাকায়, আদিলের বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ সূত্রে খবর, তাঁর বাড়ির টব ও পুতুলের ভিতরে লুকনো প্রচুর বাংলাদেশি টাকা ও মার্কিন ডলার উদ্ধার হয়েছে। মিলেছে হিসাব বহির্ভুত প্রচুর গয়নাও। জিজ্ঞাসাবাদের জন্য আদিলকে আটক করা হয়েছে।
|
অনুপ্রবেশ ঠেকাতে বাড়ল নজরদারি
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
বড়োভূমিতে গোষ্ঠীসংঘর্ষের প্রেক্ষিতে কাছাড় এবং মিজোরামের আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। সীমান্ত পারের অনুপ্রবেশ যে ভাবে ফের বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে তার পরিপ্রেক্ষিতেই বিএসএফের আইজি মনোহরলাল বথাম জানান, সীমান্ত গলে বাংলাদেশিদের এ দেশে আসার সুযোগ নেই। ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক রয়েছেন বিভিন্ন স্তরের অফিসাররাও। বিশেষ করে কাছাড়-করিমগঞ্জ জেলায় আন্তর্জাতিক সীমান্তে টহলদারি বাড়ানো হয়েছে।
|
সফল উৎক্ষেপণ
সংবাদসংস্থা • বালেশ্বর |
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। দেশীয় পদ্ধতিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমি ৩৫০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম।
|
রেললাইনে বিস্ফোরক
সংবাদসংস্থা • কোচি |
পিরাভম স্টেশন সংলগ্ন রেললাইনে বিস্ফোরক রাখার দায়ে গ্রেফতার হলেন বাসচালক। বন্ধুকে ফাঁসানোর উদ্দেশ্যেই তার এই কাজ। বিঘ্নিত হয় ট্রেন চলাচল।
|
ঐক্যের বার্তা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সেনাবাহিনীর এক অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের একদল কচিকাঁচার মধ্যে ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
|
শিক্ষককে খুন
সংবাদসংস্থা • রায়পুর |
স্কুল যাওয়ার পথে দুষ্কৃতী হামলায় নিহত হলেন স্কুলের প্রধান শিক্ষক। জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে অনুমান। দুষ্কৃতীদের খোঁজে চলছে তদন্ত।
|
ছাত্রকে লাথি
সংবাদসংস্থা • জম্মু |
বন্ধুদের সঙ্গে ঝগড়া করছিল, এই ‘অপরাধে’ নবম শ্রেণির ছাত্রের পেটে লাথি মারেন শিক্ষক। ক্ষতিগ্রস্ত হয় ছাত্রের কিডনি। বরখাস্ত হন অভিযুক্ত শিক্ষক।
|
হাঙ্গলের অবনতি
সংবাদসংস্থা • মুম্বই |
কৃত্রিম শাসযন্ত্রে রাখা হয়েছে প্রবীণ অভিনেতা এ কে হাঙ্গলকে। গুরুতর অসুস্থ অবস্থায় দিন কয়েক আগে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
|
হেফাজতেই কাণ্ডা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গীতিকা শর্মা আত্মহত্যা কাণ্ডে জড়িত প্রাক্তন মন্ত্রী গোপাল কাণ্ডার পুলিশি হেফাজতের মেয়াদ আরও তিন দিন বাড়াল আদালত।
|
জয়ললিতার দাবি
সংবাদসংস্থা • চেন্নাই |
শ্রীলঙ্কার সেনা অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার বিষয় অতিরিক্ত উৎসাহ দেখানোর অভিযোগে কেন্দ্রকে দুষলেন জয়ললিতা, দাবি তাদের ফেরত পাঠানো হোক।
|
কুয়োয় যুবকের দেহ |
ধানবাদের বরোডা থানার টুন্ডু এলাকার একটি কুয়ো থেকে বেসরকারি নিরাপত্তা সংস্থার এক কর্মীর দেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম সুশীলকুমার সিংহ (৩০)। পুলিশ জানিয়েছে, ওই যুবকের মৃতদেহটি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের কাছে একটি কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহে উল্লেখযোগ্য কোনও আঘাতের দাগ দেখা যায়নি। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। |
|