আল কায়দার মদতপুষ্ট হক্কানি গোষ্ঠীর বিরুদ্ধেও এ বার বড়সড় সাফল্য পেল আমেরিকা। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে মার্কিন ড্রোন হানায় নিহত হয়েছেন হক্কানি-গোষ্ঠীর প্রধান ‘অপারেশনাল কম্যান্ডার’ বদরুদ্দিন হক্কানি। হক্কানির গোষ্ঠীর শীর্ষ নেতা সিরাজউদ্দিন হক্কানি পর সংগঠনে দ্বিতীয় ব্যক্তি ছিলেন তাঁর ভাই বদরুদ্দিন। একই সঙ্গে, পাকিস্তানের তালিবান কম্যান্ডার মোল্লা দাদুল্লাও ওই হানায় নিহত হয়েছেন বলে মার্কিন সেনা সূত্রে খবর।
উপজাতি অধ্যুষিত পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ওয়াজিরিস্তানে বিভিন্ন উপত্যকা থেকেই মূলত তাদের
|
বদরুদ্দিন হক্কানি |
কাজকর্ম পরিচালনা করে হক্কানি গোষ্ঠী। আর ওই সব উপত্যকাগুলিকে বেছে নিয়েই গত কয়েক দিন ড্রোন হানা চালায় আমেরিকা। তবে, ঠিক কবে বদরুদ্দিন নিহত হয়েছেন, তা নিয়ে ধন্দ রয়েছে। ইদানীং উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকাতেই বেশি সময় কাটাতেন হক্কানি গোষ্ঠীর ওই শীর্ষ নেতা। আর ১৮ অগস্ট শাওয়াল উপত্যকাতে ড্রোন হানা চালায় আমেরিকা। মার্কিন সেনা সূত্রে খবর সে দিনই নিহত হয়ে থাকতে পারেন বদরুদ্দিন। তবে, এর পর ২১ অগস্ট উত্তর ওয়াজিরিস্তানের মিরানশা উপত্যকায় ফের হামলা চালায় মার্কিন সেনা। ১৮ তারিখের হামলায় কোনও রকমে বেঁচে গেলেও ২১ তারিখের হামলায় মধ্য তিরিশের বদরুদ্দিন নিশ্চিত ভাবে নিহত হয়েছেন বলেই মনে করছে মার্কিন সেনা। কাল ওয়াশিংটনে একটি দৈনিকে মার্কিন সেনার এক শীর্ষ কর্তা জানান, ড্রোন হামলাতেই যে বদরুদ্দিন নিহত হয়েছেন, সে বিষয়ে তাঁরা নিশ্চিত।
আফগান-তালিবানের যে চারটি স্থানীয় সংগঠন রয়েছে, তার একটি মিরানশাহ শুরা কাউন্সিলের সদস্য ছিলেন বদরুদ্দিন। এই মিরানশাহ শুরা কাউন্সিলই আফগানিস্থান ও পাকিস্তানের সব ধরনের জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। হক্কানি পরিবারের যে ৯ জন সদস্যকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দিয়েছিল আমেরিকা, তাদের মধ্যে এক জন এই বদরুদ্দিন। আফগানিস্তানে আমেরিকার নেতৃত্বাধীন যৌথবাহিনী এক বিবৃতিতে জানায়, আফ-পাক সীমান্তের কুনার প্রদেশে ড্রোন হানায় যে ২০ জন জঙ্গির মৃত্যু হয়েছে, তার মধ্যে আছেন তেহরিক ই তালিবানের পাকিস্তানের নেতা মোল্লা দাদুল্লা। ২০১০-এ দাদুল্লা ওরফে মৌলানা মহম্মদ জামালুদ্দিনকে পাকিস্তানের তালিবান কম্যান্ডার হিসেবে নিযুক্ত করা হয়। বর্তমানে তিনি বেশিরভাগ সময়ই আফগানিস্তানে গা-ঢাকা দিতেন। জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজে কয়েক দিন আগে তিনি সোয়াট উপকত্যকায় এসেছিলেন বলেই মার্কিন সেনাসূত্রে খবর। |