এলোপাথাড়ি গুলির মুখে পড়ে মারা যাননি হাজান ইমপোর্টের কর্মচারী স্টিভ এরসোলিনো। বরং প্রাথমিক তদন্তের পর নিউ ইয়র্ক পুলিশের ধারণা, স্টিভকে হত্যার পরিকল্পনা করে অফিস শুরু আগের সময়কেই বেছে নিয়েছিলেন জেফ্রি। ঘটনাচক্রেই গুলি-পাল্টা গুলির মধ্যে পড়ে আহত হন অন্তত ন’জন। একটি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সকালে হন্তদন্ত হয়ে অফিসে ঢুকছিলেন স্টিভ এরসোলিনো। সেই সময়ই স্টিভকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়েন জেফ্রি। রক্তাক্ত স্টিভ মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পথচলতি মানুষের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করেন জেফ্রি। সে দিন যে সব পুলিশ টহল দিচ্ছিলেন তাঁদের মধ্যে দু’জন তাঁর পিছু নেয়। জেফ্রি তাঁদের দিকে বন্দুক উঁচিয়ে ধরতেই গুলি চালান তাঁরা। মাত্র আট সেকেন্ডের এই সংঘর্ষে নিহত হন বন্দুকবাজ জেফ্রি। পুলিশের দাবি, স্টিভের প্রতি আক্রোশবশতই তাঁকে খুন করেন জেফ্রি। হাজান ইমপোর্ট সংস্থায় জেফ্রি ও স্টিভ, দু’জনেই কাজ করতেন। প্রথম জন ছিলেন শিল্পী। টি-শার্টে ছবি আঁকা তাঁর পেশা হলেও পাখি পর্যবেক্ষণ করা এবং ছবি তোলা ছিল তাঁর নেশা। অন্য জন ছিলেন সেলসম্যান। দু’জনেরই পরস্পরের বিরুদ্ধে একাধিক অভাব-অভিযোগ ছিল। তার জেরেই চাকরি যায় জেফ্রির।
|
রাশিয়ার আদালতে তাঁর বিরুদ্ধে চলা মামলাগুলির ফয়সালা হলেই অ্যাসাঞ্জের বক্তব্য রুশ টিভিতে সম্প্রচার করা হবে। মস্কোর তরফে এ কথা জানানো হয়েছে।
|
রাশিয়ায় নিষিদ্ধ মহিলা ব্যান্ডের পক্ষে মিছিলে নামায় গ্রেফতার হন গ্যারি কাসপারভ। আজ তাঁর বিরুদ্ধে পুতিনের সব অভিযোগ খারিজ করে দিয়েছে মস্কো আদালত।
|
ভেনিজুয়েলার অন্যতম বড় তৈল সংশোধনাগারে বিস্ফোরণে এক শিশু-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৫০। আগুন নেভাতে সেনা নেমেছে।
|
শ্রীলঙ্কা থেকে ট্রলারে চেপে অস্ট্রেলিয়ায় পালানোর সময়ে ৯৮ জনকে আটক করল সেনা। এ রকম ঘটনা আটকাতে উপকূলে কড়া নজরদারি শুরু হয়েছে।
|
ওসামা বিন-লাদেন হত্যার কাহিনি লিখেছিলেন এক প্রাক্তন কম্যান্ডো ম্যাট বিশোনেট। খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। জড়াতে পারেন আইনি ঝামেলাতেও।
|
মারা গেলেন ভারতে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত হ্যারি জি বার্নস। ১৯৮১ থেকে ১৯৮৫ পর্যন্ত রাষ্ট্রদূত ছিলেন। পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় ভূমিকা ছিল তাঁর।
|
বন্যায় মায়ানমারে ঘরছাড়া হয়েছেন ৮৫ হাজার মানুষ। নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ধান। এখনও কোনও প্রাণহানির খবর নেই। |