টুকরো খবর
ধাক্কায় মারধর অটোচালককে
বাইকে ধাক্কা মারায় অটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বাইক আরোহী এবং তাঁর তিন সঙ্গীর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ি থানার হাসমিচকে ঘটনাটি ঘটেছে। অটো চালক বিশ্বনাথ সরকারকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার মুখে, বুকে আঘাত রয়েছে। অটোটি এনজেপি থেকে মাল্লাগুড়ি রুটে চলাচল করে। মাল্লাগুড়ি এলাকায় সন্ধ্যায় একটি বাস সামনে আসায় অটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারেন বলে অভিযোগ। এই নিয়ে গোলমাল শুরু হয়। বাসিন্দারা মিটমাট করে দেন। অটো হাসমিচকে পৌঁছলে ওই বাইক আরোহী তিন সঙ্গীকে নিয়ে চালককে মারধর করে পালান। জাতীয়তাবাদী সিটি অটো ড্রাইভার্স ইউনিয়নের সম্পাদক তাপস সাহা বলেন, “অভিযুক্তদের ধরতে পুলিশ মঙ্গলবার অবধি সময় নিয়েছে। না হলে বড়মাপের আন্দোলন হবে।”

মোবাইল-সূত্রে খুনের কিনারা
মোবাইলের সূত্র ধরে এনজেপি হোটেলে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। শুক্রবার সিকিমের আড়িথাং থেকে ওই খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছেন এনজেপি ফাঁড়ির ওসি বাসুদেব সরকার। পুলিশ অনুমান, নিহত ও অভিযুক্তরা কোনও দুষ্টচক্রে যুক্ত। সিকিমের তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। বখরা নিয়ে খুনের ঘটনাটি ঘটেছে বলে পুলিশের সন্দেহ। ধৃতদের নাম ভাইচুং শেরপা এবং নীতেশ শর্মা। দুই জনের বাড়িই সিকিমের আড়িথাং এলাকায়। গত ২১ অগস্ট এনজেপি-র একটি হোটেলে খুন হল গাড়ির চালক তথা সিকিমের বাসিন্দা সিদ্ধার্থ গুরুঙ্গ। গলায় তাঁর পেঁচিয়ে তাঁকে খুন করা হয়। ফাঁড়ির ওসি বাসুদেববাবু সিকিমে গিয়ে দুই জনকে চিহ্নিত করে ধরেন। এদিনই ধৃতদের সিকিমের আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসা হয়।

আজ সম্মেলন
পারিবারিক পেনশন চালু, পেনশন নীতির সংশোধন-সহ দাবি আদায়ে আন্দোলনের কৌশল নির্ধারণ করতে আজ, শনিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দশম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। অল ইন্ডিয়া ইউনিয়ন ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের জাতীয় স্তরে স্বীকৃতির দাবিও তোলা হবে বলে বলে জানান ইউনিয়ন ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের পশ্চিমবঙ্গ ও সিকিম শাখার সাধারণ সম্পাদক স্বপন ভৌমিক। এই সম্মেলন চলবে রবিবার পর্যন্ত।

সরকারি ছুটির দাবি
আগামী ২৬ শে সেপ্টেম্বর করম পুজোর দিন উত্তরবঙ্গ জুড়ে সরকারী ছুটি না মিললে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সদর দরজা আটকে করম গাছ লাগিয়ে করম পুজো করার হুমকি দিল আদিবাসী বিকাশ পরিষদ। চা শ্রমিক সংগঠন প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন বা পিটিডব্লু পাশাপাশি দুর্গাপুজো, দীপাবলী সবকিছু বয়কট করে চা শ্রমিকরা সে সময় কাজে যোগ দেবেন বলে হুমকি দিয়েছেন পিটিডব্লুর কেন্দ্রীয় কমিটির সহকারি চেয়ারম্যান তেজকুমার টোপ্পো এবং সহ সম্পাদক অমরদান বাক্সলা। এদিন পরিষদ ইউনিটের পক্ষ থেকে চা শ্রমিকদের মিছিল হয় মালবাজার শহরে।

পুজোবৈঠক
পুজোর আগে যান চলাচল নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নিতে আলিপুরদুয়ার পুরসভা ও ট্রাফিক পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মহকুমাশাসক। শুক্রবার। মহকুমা শাসক অমলকান্তি রায় বলেন, “মহকুমা শহরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন মহকুমা প্রশাসনের কর্তারা। শুক্রবার প্রশাসন কর্তারা জানান, যাত্রী-সুরক্ষা নিয়ে গফিলতি মানা হবে না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক টার্মিনাস তৈরি ও অটো স্ট্যান্ডের জায়গা চিহ্নিত হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.