|
|
|
|
|
|
|
মশলামুড়ি... |
|
|
বিয়ের পিঁড়িতে সত্যি সত্যি |
|
বিদেশে নিসপাল রানের সঙ্গে কোয়েল |
দু’ মাস আগে এই পত্রিকার পাতাতেই তিনি বলেছিলেন পরের বছর সিনেমায় নয় আসল জীবনে তাঁকে কনের বেশে দেখা যাবে।
তা সব শুনে যা মনে হচ্ছে, কোয়েল মল্লিক ঠিকই বলেছিলেন। পরের বছর জানুয়ারি মাসে নাকি বিয়ে করতে চলেছেন রঞ্জিত তনয়া।
পাত্র, অবাঙালি প্রযোজক নিসপাল রানে। ইতিমধ্যেই কেনাকাটা শুরু হয়ে গেছে। এ ছাড়াও নিসপালের অফিসে দেখা যায় কোয়েলকে। এমনকী মাঝেমধ্যে কোয়েল তাঁর হবু বরের সঙ্গে বিএমডবলিউ বা নিজের মার্সিডিজে করে লং ড্রাইভে যাচ্ছেন।
তাঁকে দেখে ঘনিষ্ঠ বন্ধুরা অনেকেই বলছেন, কোয়েল মেমসাহেবকে ইতিমধ্যে বেশ গিন্নি গিন্নি দেখাচ্ছে। এই মিডিয়া অধ্যুষিত ২৪x৭ ব্রেকিং নিউজের আমলে কোয়েল আর নিসপাল তাঁদের সম্পর্কের ব্যাপারটা টানা পাঁচ বছর তুখড় ভাবে আড়ালে রেখেছিলেন। যেটার প্রশংসা করতেই হয়। ছবি দেখে তো বুঝতেই পারছেন নিসপাল খুব হ্যান্ডসাম। ব্যস আর কী। সানাই বাজল বলে পাঁচ মাস পর।
অভিনন্দন দু’জনকেই। |
|
|
বাদশা থেকে শাহেনশা |
|
গত বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে নেতাজি ইন্ডোরে উপস্থিত ছিলেন শাহরুখ ‘বাদশা’ খান। সেই মঞ্চ থেকে নেমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিংয়ের শেষে কেকেআরের মালিক পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হওয়ার জন্য রাজি হয়েছিলেন।
বছর ঘুরে আরেকটা চলচ্চিত্র উৎসব এল বলে। এ বার আঠারো বছরে পদার্পণ করছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবং শোনা যাচ্ছে আঠারোতম ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন নাকি বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন।
তাঁকে দিয়ে উদ্বোধন করানোর পাশাপাশি এই উৎসবে নাকি তাঁর সাত-সাতটা ছবিও দেখানো হবে। গত বছর শাহরুখ এ বছর হয়তো অমিতাভ বচ্চন।
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গত বছর থেকে যে পরিবর্তনের ছোঁয়া এসেছিল এ বছরও তার কোনও ব্যতিক্রম হবে না এটা বেশ বোঝাই যাচ্ছে। |
|
|
বিকিনি...মন্দারমণি |
|
বিকিনি পরা নিয়ে কোনও সমস্যা নেই মা মুনমুন সেনের। শুধু চিন্তা, মেয়ে রাইমা জলে নেমে হুটোপাটি করে মস্তি করতে গিয়ে ডুবে যাবে না তো! সুতরাং মায়ের চাই আলাদা একটা নৌকো, আর দুটো বডিগার্ড। মেয়ে ডুবুডুবু হলেই দৌড়ে গিয়ে বাঁচাবে। বোঝো কাণ্ড!
পরিচালক মৈনাক ভৌমিকের তো মাথায় হাত! ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’ ছবির শ্যুটিং। মন্দারমণিতে। প্রযোজক অনির্বাণ আদিত্য। পরিচালক, প্রযোজক, নায়িকাদের সবার বয়সই বলতে গেলে কুড়ির কোঠায়। এক্কেবারে যৌবনের রসে চোবানো ছবি। তার ওপর এমনিতেই তিন-তিন জন নায়িকা স্বস্তিকা, পার্নো ও রাইমা বিকিনি পরে জলে ঝাঁপাবে। তাই দেখতে লোকাল জনতাকে বাগে আনা মুশকিল! তায় মুনমুন সেন যদি বোটে করে পাহারা দেন তা হলে তো শু্যটিঙের দফা রফা। রাইমা বললেন, “মা তো যাবার জন্য এক্কেবারে রেডি, আর আমরা কিছুতেই চাই না মা যাক।” শেষ পর্যন্ত মুনমুনকে গুলগাপ্পা দিয়ে, ‘জলে নামা হবে না’ ইত্যাদি বলে থামানো গেছে। ভাগ্যিস! |
মিশ্রণ: হুকাকাশি, নিবেদিতা |
|
|
|
|
|