বার বার তারিখ পিছিয়ে অবশেষে খুলছে টোলগে-জট। শুক্রবার আইএফএ-র প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি টোলগের ভাগ্য মোহনবাগান-ইস্টবেঙ্গলের কোর্টে ঠেললেও, ঠিক করে দিল চরম সময়সীমা। যেখানে তিন দিনে মোহন-ইস্ট সিদ্ধান্তে না পৌছলে, ২৮ অগস্ট হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে রাজ্য সংস্থাই।
প্রশ্ন, টোলগে-ইস্যুকে মঙ্গলবার পর্যন্ত টানা হল কেন? যেখানে ইস্টবেঙ্গল তাদের অবস্থান আগেই পরিষ্কার করে দিয়েছে। আসলে ইস্টবেঙ্গলের দাবি মতো, তারা কোনও পরিস্থিতিতে টোলগেকে ছাড়বে না। অন্তত যতক্ষণ না সংশ্লিষ্ট ক্লাব লিখিত আবেদন করছে। এখানেই আইএফএ একটা বিষয়ে নিশ্চিত হতে চায়। আবেদন করলেই কি ছাড়া হবে? সোমবার এই নিয়েই কার্যকরী কমিটির বৈঠক ইস্টবেঙ্গলে। এর মধ্যে দুই প্রধানের কর্তারা ব্যাপারটা মিটমাট করে নিলে, ঠিক আছে। না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএফএ। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “ইস্টবেঙ্গল-মোহনবাগান দু’টো ক্লাবকেই চিঠি দিচ্ছি। যদি আলোচনায় সমাধান সূত্র না বেরোয়, তা হলে মঙ্গলবার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
মোহনবাগান সূত্রের খবর, ইস্টবেঙ্গলের সঙ্গে আলোচনায় বসতে তারা রাজি। ক্লাব প্রেসিডেন্ট টুটু বসু শহরে নেই। সচিব অঞ্জন মিত্র অসুস্থ। শনিবার টুটুবাবু ফিরলেই বৈঠক সবুজ-মেরুনের। অর্থ সচিব দেবাশিস দত্ত বললেন, “ফুটবলের স্বার্থে দুই প্রধানকেই এগিয়ে আসতে হবে। আমার বিশ্বাস টোলগে নিয়ে দ্রুত সমাধান সূত্র খুঁজে পাওয়া যাবে।”
ইস্টবেঙ্গলের প্রধান কর্তা দেবব্রত সরকার মন্তব্যে যেতে চাননি। শুধু বললেন, “আগে চিঠি হাতে পাই। পরে ভাবব।” টোলগে নিয়ে তিক্ততা অবশ্য ব্যক্তিগত সম্পর্কে পড়তে দেয়নি ইস্টবেঙ্গল। শুক্রবার ক্লাব তাঁবুতে বসেই টোলগের জ্বর হওয়ার খবর পান দেবব্রতবাবু। শুনেই ফোনে ধরার চেষ্টা করেন তাঁকে। কিন্তু টোলগেকে ধরা যায়নি। সব মিলিয়ে সরকারি ভাবে দুই প্রধান আলোচনার প্রসঙ্গ উড়িয়ে দিলেও, একটা মিটমাটের ইঙ্গিত কিন্তু দিয়ে রাখলেন কর্তারা।
এ দিকে, টোলগের রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন তুললেন উৎপল গঙ্গোপাধ্যায়। বললেন, “টোলগের টোকেন ইস্টবেঙ্গলের কাছে। কিন্তু চুক্তি মোহনবাগানের সঙ্গে। তাই ও কোন দলের সেটা নিয়ে বিতর্ক আছে।” আইএফএ-র নির্দেশ অবশ্য, টোকেন যেহেতু ইস্টবেঙ্গলের কাছে, টোলগে অন্য ক্লাবে খেলতে পারবেন না। খেললেও, ইস্টবেঙ্গল থেকে ছাড়পত্র নিতে হবে।
মোহনবাগানে এ দিন সই করলেন ওডাফা, স্ট্যানলি, ইচে ও খেলেম্বা সিংহ। রবিবার কৌস্তুভ রায়ের চিরাগ ইউনাইটেডের সঙ্গে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচ না খেলার হুমকি সত্ত্বেও চার ফুটবলারকে তড়িঘড়ি সই করানো হল কেন? দেবাশিসবাবু বললেন, “শনিবার অনুশীলন ম্যাচ খেলব জানবাজারের বিরুদ্ধে।” যা ইঙ্গিত, তাতে লিগ-বয়কট ভেঙে চিরাগের বিরুদ্ধে মোহনবাগান নামলে অবাক হওয়ার নেই। |