ব্যাঙ্ক থেকে টাকা তুলে পাড়ার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন বছর চল্লিশের এক মহিলা। আচমকা মোটরসাইকেলে দুই যুবক এসে তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। বৃহস্পতিবার বিমানবন্দরের দু’নম্বর গেট এলাকার ঘটনা।
বাজারের রাস্তায় দিনে-দুপুরে এই ঘটনায় এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরা এতই বেপরোয়া যে দিনের বেলা জনবহুল এলাকায়ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই করছে। বাসিন্দাদের অভিযোগ, এ দিন পুলিশের টহলদারি ভ্যানের দেখা মেলে ঘটনার অনেক পরে।
পুলিশ জানায়, ববিতা বসু রায় নামে ওই গৃহবধূ বিমানবন্দর দু’নম্বর গেট এলাকার মতিলাল নেহরু মার্কেটের কাছে একটি ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। ববিতাদেবী বলেন, “উল্টো দিক থেকে একটি মোটরসাইকেলে দু’জন এসে টাকার ব্যাগ ছিনিয়ে পালায়।” ববিতাদেবী জানান, ব্যাগে মানিব্যাগ ও মোবাইলও ছিল।
ববিতাদেবীর চিৎকারে কিছু লোক জড়ো হলেও অভিযোগ, ওই দুই যুবক তাঁদের বন্দুক দেখিয়ে পালায়। বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি দিনের বেলা এলাকার একটি কংগ্রেস পার্টি অফিসের কাছে এক মহিলার হার ছিনতাই হয়। তা উদ্ধার হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কমিশনারেট হওয়ার পরে আইনশৃঙ্খলার কার্যত কোনও উন্নতিই হয়নি। যদিও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত পুলিশ কমিশনার বিশ্বজিৎ ঘোষ বলেন, “পুলিশি টহলদারি বেড়েছে। দুষ্কৃতীরা একেবারেই ধরা পড়ছে না, তা নয়। তবে প্রধান রাস্তার পাশাপাশি পাড়ার রাস্তায় পুলিশি টহলদারি আরও বাড়ানো হবে।” |