পরিচালন পর্ষদে মিশবে মেন্টর গ্রুপ
নিজস্ব সংবাদদাতা |
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপ মিশে যাবে ‘গভর্নিং বোর্ড’ বা পরিচালন পর্ষদের সঙ্গে। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনার পরে এ কথা জানান মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসু। তবে বর্তমান মেন্টর গ্রুপের কার্যকাল আগামী জুলাই পর্যন্ত এবং তত দিন তার আলাদা অস্তিত্ব থাকবে। পরিচালন পর্ষদ অবশ্য গড়া হয়ে যাবে তার আগেই। এখন প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয়ের মেন্টর গ্রুপের সদস্য-সংখ্যা ১০। আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এবং বিজ্ঞানী বিকাশ সিংহও। পরিচালন পর্ষদে মেন্টর গ্রুপের এই সদস্যেরা ছাড়াও থাকবেন বিশ্ববিদ্যালয়েরই বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রাক্তনীরা। শিক্ষকেরা আসবেন নির্বাচনের মাধ্যমে আর প্রাক্তনীরা মনোনয়নের মাধ্যমে। শিক্ষামন্ত্রী এ দিন জানান, প্রেসিডেন্সিতে প্রতিটি বিভাগে একটি করে ‘হেরিটেজ চেয়ার’ থাকবে। প্রেসিডেন্সি নিয়ে এই সব পরিকল্পনা প্রস্তাবের আকারে পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি সম্মতি দিলে প্রেসিডেন্সি আইনের সংশোধনী বিল আসবে বিধানসভার আগামী অধিবেশনে।
|
রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত দেবলীনা চক্রবর্তীর তরফে ফের আইনজীবী বদল করা হল। শুক্রবার ওই অভিযুক্তকে জেল-হাজত থেকে আলিপুরে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। এ দিন তাঁর জামিনের জন্য নতুন এক আইনজীবী সওয়াল করেন। আগেও দু’জন আইনজীবী বদল করেছেন এই অভিযুক্ত। জামিনের আবেদন খারিজ করে দেবলীনাকে ফের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল-হাজতে রাখার নির্দেশ দেয় আদালত। এই মামলায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনেও অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
|
নিউ টাউনের পরে এ বার বিরাটি। ফের মিলল আগ্নেয়াস্ত্র-সহ প্রচুর কার্তুজ। বৃহস্পতিবার এই ঘটনায় গ্রেফতার হয়েছে রতন হালদার ও বিকাশ সাউ নামে দুই ব্যক্তি। ধৃতদের থেকে একটি নাইন এম এম পিস্তল, একটি সেভেন এম এম পিস্তল, তিনটি ওয়ান শটার ও ৩৭ রাউন্ড কার্তুজ মিলেছে। বাজেয়াপ্ত হয় একটি মোটরবাইক ও ৩টি মোবাইল।
|
প্রতারণার অভিযোগে শুক্রবার এক মহিলা-সহ দু’জন গ্রেফতার হলেন। ধৃতদের নাম তনুশ্রী সরকার ও আশিস চৌধুরী ওরফে সুমন বন্দ্যোপাধ্যায়। মিলেছে ১৭ হাজারেরও বেশি টাকা ও কিছু নথি। পুলিশ জানায়, বিমা সংস্থার এজেন্ট পরিচয়ে সম্প্রতি সল্টলেকের এইচ বি ব্লকের বাসিন্দা নারায়ণ ভট্টাচার্যের বাড়িতে যান তাঁরা। জানান, সে দিনেই নারায়ণবাবু প্রিমিয়াম জমা করলে ছাড় পাবেন। নারায়ণবাবু ১৭ হাজারেরও বেশি টাকা দেন। পরে বিমা সংস্থার সঙ্গে যোগাযোগ করে বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন।
|
ধর্মতলা থেকে বারাসত নয়া রুটে বাস চালাবে সিটিসি। কাল, রবিবার থেকে এই রুটে (‘ই ১৬’) একটি এসি বাস এবং চারটি সাধারণ বাস চলবে। ধর্মতলা-চিত্তরঞ্জন অ্যাভিনিউ-মানিকতলা-উল্টোডাঙা-মধ্যমগ্রাম হয়ে বারাসত ডাকবাংলোর মোড়ে যাবে এই বাস। সিটিসি-র চেয়ারম্যান শান্তিলাল জৈন বলেন, “এই নয়া রুটে উত্তর কলকাতা ও শহরতলির যাত্রীদের বিশেষ সুবিধা হবে।”
|
দুই শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে ধৃত স্কুলগাড়ির চালক সমিত সরকারকে ২৯ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজত দিল আদালত। শুক্রবার, আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক সুপর্ণা রায় এই নির্দেশ দেন। বৃহস্পতিবার সমিত গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন থেকে শিশুদের প্রতিরক্ষা সংক্রান্ত আইনে মামলা দায়ের হয়েছে।
|
অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। বৃহস্পতিবার, বেহালা থেকে। ধৃতের নাম সুজয় চক্রবর্তী। পুলিশ জানায়, বেহালার এক তরুণীকে সুজয় অশ্লীল এসএমএস পাঠাচ্ছিলেন। দিন পনেরো আগে বিষয়টি পুলিশকে জানান তরুণী। সাইবার অপরাধ বিভাগের অফিসারেরা তদন্তে জানতে পারেন, ওই যুবক নিজের ফোন থেকেই এসএমএস পাঠাচ্ছিলেন। প্রাথমিক প্রমাণ পাওয়ার পরেই যুবককে গ্রেফতার করা হয়।
|
নিমতার তরুণী সোহিনী পালের অপমৃত্যুতে তাঁর পরিবার শুক্রবার খুনেরই মামলা দায়ের করল। কিছু দিন নিখোঁজ থাকার পরে বুধবার গঙ্গায় তাঁর দেহ পাওয়া যায়। |