বক্সাইটের জোগান নেই। ফলে কাজ প্রায় বন্ধের মুখে ওড়িশায় বেদান্ত-র অ্যালুমিনিয়াম শোধনাগারে।
শুক্রবার রাজ্য সচিব বি কে পট্টনায়েকের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এস কে রুংতা। এক সময় বক্সাইটের প্রাচুর্যই কালাহান্ডি জেলায় শোধনাগার তৈরিতে উৎসাহী করেছিল বেদান্তকে। কিন্তু এর জন্য ওড়িশা সরকারের ১৫ কোটি টন বক্সাইট সরবরাহের কথা থাকলেও, গত পাঁচ বছরে তার কিছুই মেলেনি বলে অভিযোগ রুংতার। পরিস্থিতি সামাল দিতে এত দিন অন্যান্য রাজ্য থেকে বক্সাইট আনা হলেও, এখন নানা কারণে তা সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থা।
বেদান্তের দাবি, ওড়িশায় ২৬টি বক্সাইট খনির জন্য আবেদন করা হলেও, নানা মতবিরোধে তা সংস্থার হাতে তুলে দেয়নি রাজ্য। কালাহান্ডিতেই ৮০ কোটি টন বক্সাইট থাকলেও, তা সংস্থাকে না দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে তারা। উল্লেখ্য, ২০০৭ সালের অগস্ট থেকে কালাহান্ডি জেলায় বছরে ১০ লক্ষ টন ক্ষমতা সম্পন্ন শোধনাগার চালাচ্ছে বেদান্ত। এ জন্য প্রতি দিন সংস্থার ১০,০০০ টন বক্সাইট প্রয়োজন হয়। প্রত্যক্ষ কর্মসংস্থান প্রায় ৩ হাজার। আর সব মিলিয়ে কর্মী সংখ্যা ৭,০০০।
এ দিন ঝাড়খণ্ড ও ছত্তিশগঢ় থেকে নিয়ন্ত্রক সংস্থার আপত্তির জেরে আর বক্সাইট আনা সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থা। পাশাপাশি, রফতানি বাজার ভাল থাকায় গুজরাত থেকে তা আমদানিও মার খেয়েছে। অন্ধ্র প্রদেশ এবং মধ্য প্রদেশ থেকে তা এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চললেও, পরিবহণ সমস্যার জন্য ভবিষ্যতে তা আর সম্ভব নয়। আর কাঁচামাল মজুত না থাকায় ৯,০০০ কোটি টাকা লগ্নিতে তৈরি শোধনাগারটিতে আগামী দিনে কাজ চালিয়ে যাওয়া নিয়েই তৈরি হয়েছে সংশয়। |