আকর্ষণ সেই মেধাসম্পদ রাজ্যে পা রাখছে চিপ
ডিজাইনিং বহুজাতিক
বশেষে কলকাতা পাচ্ছে চিপ ডিজাইনিং কেন্দ্র। বহুজাতিক মেন্টর গ্রাফিক্স রাজ্যকে বেছে নিয়েছে তাদের পরবর্তী লগ্নির গন্তব্য হিসেবে। সংশ্লিষ্ট ব্যবসায়ে বিশ্বের প্রথম তিনটি সংস্থার অন্যতম মেন্টর ইতিমধ্যেই হায়দরাবাদ, নয়ডা ও বেঙ্গালুরুতে কেন্দ্র খুলেছে। ১০০ কোটি ডলারের মেন্টর গ্রাফিক্স কলকাতাকে বেছে নিয়েছে সেই মেধাসম্পদের আকষর্ণেই।
আমেরিকার ওরেগন শহরে ১৯৮১ সালে সংস্থাটি তৈরি করেন তিন সফটওয়্যার বিশেষজ্ঞ। উদ্যোগ গড়ার সময় পুঁজি হিসেবে জুটে যায় ২০ লক্ষ ডলার। তার পর আর ফিরে তাকায়নি ন্যাসডাক নথিভুক্ত এই সংস্থা। বহুজাতিকটির কর্মী সংখ্যা এখন ৪,৫০০। ক্যাডেন্স ডিজাইন সিস্টেম্স ও সিনপসিস-এর সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন বৈদ্যুতিন পণ্য নির্মাতা সংস্থার জন্য কাজ করছে মেন্টর। মোবাইল পরিষেবা, চিকিৎসার যন্ত্রপাতি থেকে শুরু করে বিদ্যুৎ শিল্পের জন্য চিপ-এর ডিজাইন করে সংস্থা। মেন্টর গ্রাফিক্স-এর পরিষেবা নেয় টেক্সাস ইনস্ট্রুমেন্টস, ডলবি ল্যাব, হানিওয়েল, কোহ্লার পাওয়ার সিস্টেমস, কমসিস মোবাইল, জোল মেডিক্যাল-সহ বহু সংস্থা।
সরকারি সূত্রের খবর, কলকাতায় গবেষণা কেন্দ্র গড়তে চায় এই মার্কিন সংস্থা। প্রাথমিক লগ্নি বা কর্মসংস্থান নজরকাড়া নয়। তবে বিশেষজ্ঞদের দাবি, এ ধরনের সংস্থা যে পরিমাণ রফতানি করবে, তাতে দেশের তথ্যপ্রযুক্তি রফতানির তালিকায় এক লাফে অনেকটা উপরে উঠে আসতে পারবে এ রাজ্য। কারণ চিপ ডিজাইনিং সংক্রান্ত পণ্যের দাম যথেষ্ট চড়া। আর এই সংস্থার টানেই এ রাজ্যের দিকে মুখ ফেরাতে পারে কোয়ালকম, টেক্সাস ইনস্ট্রুমেন্টস-এর মতো সংস্থা।
তথ্যপ্রযুক্তি শিল্পে লগ্নি টানার দৌড় দেরিতে শুরু করার ভুল চিপ ডিজাইনিং-এর ক্ষেত্রে করতে চায় না রাজ্য। তাই এ ক্ষেত্রে সচেষ্ট হয়েছিল বিগত সরকার। বর্তমান সরকারও এ দিকে নজর দিয়েছে। বিশ্বের প্রথম ২৫টি চিপ সংস্থার মধ্যে ১৮টি ভারতে পা রেখেছে। কিন্তু তার মধ্যে কলকাতার স্থান নেই বললেই চলে।
কথা ছিল চিপ ডিজাইনিং-এর জন্য দেশের প্রথম পরিকাঠামো গড়ে তোলা হবে এ রাজ্যে। রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পের সেই ‘শো-কেস’ প্রকল্প ‘ইন্ডিয়া ডিজাইন সেন্টার’ এখনও পরিকল্পনা স্তরেই থেকে গিয়েছে। তথ্যপ্রযুক্তি ও নগরোন্নয়ন, এই দুই দফতরের মতবিরোধে আটকে রয়েছে ১২০ কোটি টাকার প্রকল্প। সরকারের অন্দরমহলের এই কাজিয়ায় প্রকল্প গড়ার বরাত পেয়ে কিছু দূর এগোনোর পরে হাত গুটিয়ে নিয়েছে বেসরকারি সংস্থা। হার্ডওয়্যার ও চিপ ডিজাইনিং সংস্থাগুলির কাঙ্ক্ষিত লগ্নিও আটকে রয়েছে।
বর্তমানে চিপ ডিজাইন ও সংশ্লিষ্ট শিল্পে ভারতের ভাগ সামান্যই। বিশেষজ্ঞদের মতে ২০১৫ সালে তা দাঁড়াবে ৫%। এ সুযোগ হাতছাড়া করতে চায় না রাজ্য। মেন্টর গ্রাফিক্স-এর হাত ধরে এই শিল্পে যুক্ত অন্যান্য সংস্থার লগ্নি টানতে নতুন উদ্যমে ময়দানে নামছে রাজ্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.