ব্যবসার হাল ফেরাতে এ বার ২১ সদস্যের কমিটি কেন্দ্রের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশের ভেতরে-বাইরে সমালোচনার ঝড় বইছে কেন্দ্রের নীতিপঙ্গুত্ব ও আর্থিক সংস্কারে ঢিলেমির অভিযোগ নিয়ে। তারই মোক্ষম জবাব দেওয়ার লক্ষ্যে এ বার ২১ সদস্যের এক কমিটি গড়ল সরকার। যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে আর্থিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সংস্কারের পথ বাতলে ও উদারনীতির কাঠামো নির্দেশ করে ব্যবসার পরিবেশ উন্নত করার। সেবি-র প্রাক্তন চেয়ারম্যান এম দামোদরনের নেতৃত্বে তৈরি ওই কমিটি ছ’মাসে রিপোর্ট তৈরি করে কেন্দ্রের কাছে জমা দেবে বলে জানানো হয়েছে। কমিটিতে সরকারের তরফে যেমন আছেন অর্থ, কোম্পানি বিষয়ক, বিদ্যুৎ, তেল, শিল্প-বাণিজ্য ইত্যাদি মন্ত্রকের প্রতিনিধিরা, তেমনই থাকছেন শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি ও রিজার্ভ ব্যাঙ্কের প্রতিনিধিরাও। পাশাপাশি, শিল্পমহলের পক্ষ থেকে রাখা হয়েছে কর্পোরেট কর্তাদেরও। যেমন, মহীন্দ্রা গোষ্ঠীর আনন্দ মহীন্দ্রা, আদিত্য বিড়লা গোষ্ঠীর কুমারমঙ্গলম বিড়লা, আইটিসির ওয়াই সি দেবেশ্বর, টাটা সন্সের ঈশান্ত হুসেন, পরিবেশবিদ আর কে পাচৌরি ইত্যাদি। কেন্দ্র জানিয়েছে, ভারতে লগ্নি টানতে ও ব্যবসার পরিবেশ চাঙ্গা করতে যাবতীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখবে তারা। তার পর বাতলাবে দাওয়াই।
|
আরও বাড়ল সোনা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সোনা এ বার ৩১ হাজার ছাড়াল কলকাতার বাজারেও। শুক্রবার শহরে পাকা সোনার দাম ছুঁয়েছে প্রতি ১০ গ্রামে ৩১,১৬০ টাকা। যা গত কালের তুলনায় ২০০ টাকা বেশি। দিল্লির বাজারের দর ৩১,১১৫ টাকা, যা ৮০ টাকা বেশি। গত কাল রাজধানীতেই প্রথম ৩১ হাজার ছাড়ায় পাকা সোনা। কলকাতায় গয়নার সোনার দামও শুক্রবার ১৯০ টাকা বেড়ে হয়েছে ২৯,৫৬৫ টাকা। বিশ্ব বাজারে অবশ্য এ দিন দর কিছুটা কমেছে। কারণ, গত কাল দাম চার মাসে সর্বোচ্চ অঙ্কে পৌঁছনোয় মুনাফা ঘরে তুলতে সোনা বিক্রি করতে থাকেন লগ্নিকারীরা।
|
জুনে ভারতে ৭৮ শতাংশের বেশি কমলো প্রত্যক্ষ বিদেশি লগ্নি। দাঁড়াল ১২৪ কোটি ডলারে। আগের বছর একই সময়ে তা ছিল ৫৬৫ কোটি ডলার। বিশ্ব জুড়ে আর্থিক সঙ্কটই এর কারণ। |