কলেজ ছাত্রীকে বাড়িতে ডেকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে বোলপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম বনবিহারী চৌধুরী। শুক্রবার ধৃতকে বোলপুরের এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক পীযূষ ঘোষ অভিযুক্তের জামিন মঞ্জুর করেন।
সরকার পক্ষের আইনজীবী জয়ন্ত পণ্ডিত বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে ৩৫৪ ধারায় শ্লীলতাহানির অভিযোগ হয়েছিল। বিচারক অভিযুক্তের জামিন আবেদন মঞ্জুর করেছেন।” অন্য দিকে, অভিযুক্ত পক্ষের আইনজীবী সৈয়দ শাহিদুল আরেফিন বলেন, “আমার মক্কেলের জামিনের জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছিলাম। বিচারক ৫০০ টাকার পিআর বন্ডে মক্কেলকে জামিন দিয়েছেন।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ওয়ার্ডের বাসিন্দা বোলপুর কলেজের ওই ছাত্রীকে বৃহস্পতিবার স্থানীয় এক চাল ব্যবসায়ী বনবিহারী চৌধুরী শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ওই দিন রাতেই ওই ছাত্রী বোলপুর থানায় ধৃতের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি কলেজে পড়ার পাশাপাশি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। অভিযুক্ত বনবিহারী চৌধুরীর বাড়িতে ভাড়ায় ওই প্রতিষ্ঠানটির একটি অফিস ছিল। সম্প্রতি তা অন্যত্র স্থানান্তরিত হয়ে যায়। ওই প্রতিষ্ঠানে কাজ করার সূত্রেই তাই অভিযুক্তের সঙ্গে ছাত্রীটির পরিচয় ছিল।
ওই ছাত্রী তাঁর অভিযোগে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে কোনও কাজের জন্য নিজের বাড়িতে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন বনবিহারীবাবু। সেখানেই শ্লীলতাহানির ঘটনাটি ঘটে বলে তিনি জানিয়েছেন। তাঁর অভিযোগ, “কাকু বাড়িতে ডেকে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আমি কোনও রকমে ছুটে পালিয়ে এসেছি।” তিনি এরপরেই বাড়িতে এসে বিষয়টি জানান এবং থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত বনবিহারীবাবুর অবশ্য দাবি, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়।” অন্য দিকে, জেলার পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ওই কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বনবিহারী চৌধুরী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।” |