কংগ্রেসের থানা ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর ও অন্ডাল |
রাজ্যের প্রধান শাসকদলের হয়ে কাজ করছে পুলিশ, এই অভিযোগে শুক্রবার সারা রাজ্যের সঙ্গে দুর্গাপুর ও বুদবুদেও থানা ঘেরাও কর্মসূচি পালন করল কংগ্রেস। তাদের দাবি, বামফ্রন্ট আমলের মতো এই সরকারের আমলেও আক্রান্ত হচ্ছেন কংগ্রেস কর্মীরা। দলের শিল্পাঞ্চল সভাপতি সুদেব রায়ের অভিযোগ, “হুগলিতে আমাদের জেলা সভাপতির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।” তাঁর দাবি, “বাম আমলে পুলিশের হাতে যে ভাবে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিলেন, নতুন সরকারের আমলেও তার কোনও পরিবর্তন হয়নি।” এ দিন অন্ডাল থানা, জামুড়িয়ার কেন্দা ফাঁড়ি এবং আসানসোল দক্ষিণ থানাতেও একই দাবিতে বিক্ষোভ দেখায় কংগ্রেস। জামুড়িয়া ২ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি ভক্তিপদ চক্রবর্তী অভিযোগ করেন, চকতুলসির এক মহিলার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন তৃণমূলকর্মী লালন গড়াই। ওই মহিলার দাবি, কেন্দা ফাঁড়িতে অভিযোগ দায়ের করলেও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। উল্টে লালন গড়াই তাঁর নামে ঘর-বাড়ি লুঠের অভিযোগ দায়ের করেছেন। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করে পুলিশ সূত্রে দাবি করা হয়, নিরপেক্ষভাবে কাজ করছে পুলিশ। তৃণমূলের বর্ধমান জেলা (শিল্পাঞ্চলের) সাধারণ সম্পাদক ভি শিবদাসনের দাবি, “কংগ্রেস যে ভাবে তৃণমূলের বিরুদ্ধে পথে নেমেছে তাতে আখেরে সিপিএমের হাত শক্ত হচ্ছে।”
|
অশালীন ছবি এমএমএস, ধৃত
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এক তরুণীর ছবি তুলে তা ‘সুপার ইম্পোজ’ করে অশালীন ছবি এমএমএস করার অভিযোগে চার জন যুবককে গ্রেফতার করল আসানসোলের পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম খোকন বাউরি, কাজল বাদ্যকর, নিমাই রুইদাস এবং কমল নাড। খোকন, কাজল এবং নিমাই তালতোড়ের বাসিন্দা। কমলের বাড়ি জামুড়িয়া বাজার এলাকায়। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। কমলের মোবাইল কেনাবেচার দোকান ‘সিল’ করে দিয়েছে পুলিশ। আসানসোলের এডিসিপি সুরেশকুমার চারিয়ে জানান, জামুড়িয়ার বাসিন্দা বছর আঠারোর এক তরুণীর ছবি তুলে ধৃতেরা তা এমএমএসের মাধ্যমে ছড়াচ্ছিল বলে অভিযোগ।
|
ডাম্পারের ধাক্কায় জখম খনিকর্মী
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হলেন এক খনিকর্মী। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। তাঁর নাম বিশ্বনাথ কুর্মি। শুক্রবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া জামুড়িয়ার তপসি মোড়ের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ সাইকেলে চেপে কর্মস্থলে যাচ্ছিলেন বিশ্বনাথবাবু। ডাম্পারের ধাক্কায় তিনি লুটিয়ে পড়েন।
|
মোটরবাইক চুরি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুরের বি-জোনের জীবন বীমা কার্যালয়ের সামনে থেকে মোটর-বাইক চুরি করে পালাল দুষ্কৃতীরা। বাঁকুড়ার মালিয়াড়ার বাসিন্দা জীবন বীমার এজেন্ট সুজল দত্ত জানান, তিনি মোটরবাইকটি দাঁড় করিয়ে রেখে ভিতরে কাজ সারতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, সেটি নেই। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |