প্রীতি ফুটবলে জেলা এসপি একাদশ ৪-১ গোলে হারাল সাংবাদিক একাদশকে। পুলিশ লাইন মাঠে শুক্রবারের এই ম্যাচে প্রথমেই গোল করে এগিয়ে যায় পুলিশ। পুলিশের সুরজিৎ পাল গোল করে দলকে এগিয়ে দেন। তার কিছু ক্ষণের মধ্যেই গোল করেন সাংবাদিকদের সুব্রত ধর। কিন্তু ফের গোল করে দলকে এগিয়ে নিয়ে যান খোদ এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। তার পর ফের পুলিশের হয়ে গোল করেন সঞ্জীব কোঁড়া। দ্বিতীয়ার্ধে সাংবাদিকেরা গোল রক্ষা করতে নেমে এক প্রবীন সাংবাদিক অন্তত ৩টি নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান। এই সময়ে এসপির দেওয়া গোলটি ছাড়া আর কোনও গোল করতে পারেননি অপর পক্ষ। ম্যাচের শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন সাবা মির্জা ও আইনজীবি পীযূষ বন্দ্যোপাধ্যায়। ম্যাচের সেরা হন সাংবাদিক বিপূন ভট্টাচার্য।
এসপি বলেন, “ভবিষ্যতে এই ধরনের খেলাধূলা আরও হবে। শীতে ফের আমরা সাংবাদিকদের সঙ্গে ক্রিকেট খেলব।” সাংবাদিকদের তরফে গণেনন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “এই ধরনের ম্যাচের ফলে সাংবাদিকদের সঙ্গে পুলিশের সম্পর্ক মধুর হয়।”
|
সদর জোন ফুটবলে অনূর্ধ্ব ১৭ বিভাগে নেহেরু বিদ্যাপীঠ ৩-০ গোলে হারাল মিউনিসিপ্যাল হাইস্কুলকে। গোল করেন রাজদেও মণ্ডল, মোহন সিংহ ও সৌগত রায়। এই জয়ের সুবাদে তারা সেমিফাইনালে উঠেছে। অপর ম্যাচে রাজ কলেজিয়েট হাইস্কুল ৩-১ গোলে হারায় হাটগোবিন্দপুর মানগোবিন্দপুর উচ্চবিদ্যালয়কে। অনূর্ধ্ব ১৪ বিভাগে নেহেরু বিদ্যাপীঠ ২-০ গোলে হারিয়েছে বর্ধমান মডেল স্কুলকে। গোল করেন উত্তম পাসোয়ান ও সাগর রাউত।
|
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশনের শুক্রবারের খেলায় জিতল রবীন্দ্র ভবন। এমএএমসি মাঠে তারা ১-০ গোলে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবকে হারায়। গোল করেন প্রীতম পাঁজা।
|
রাধারানি স্টেডিয়ামে প্রথম ডিভিশন ফুটবল লিগে আরাধনা সঙ্ঘ ৪-০ গোলে হারাল জয়যাত্রী সঙ্ঘকে। গোল করেন পার্থ বৈষ্ণব, সাদ্দাম হোসেন , পিন্টু হোমব্রম ও অভিজিত পাত্র। |