তিন মাসের মহাসংগ্রামের পরে অবশেষে কি টোলগে-বিতর্ক মিটতে চলেছে? পরিস্থিতি এখন যে দিকে এগোচ্ছে, তাতে অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের ভবিষ্যৎ নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোচ্ছে আইএফএ।
ইস্টবেঙ্গল অবশ্য তাদের অবস্থানে অনড়। তারা কোনও পরিস্থিতিতেই যে এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত বদলাবে না, সেটা বুধবার পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে। ক্লাবের অন্যতম প্রধান কর্তা দেবব্রত সরকার বললেন, “টোলগে আমাদের ফুটবলার। ওকে নিতে হলে আমাদের কাছে আবেদন করতে হবে। তার পরে ওকে ছাড়ব কি ছাড়ব না, সেটা আলোচনার ব্যাপার। কোচ কী চাইছেন সেটাও তো দেখতে হবে।”
এখন প্রশ্ন হল, মোহনবাগান টোলগেকে পাওয়ার জন্য ইস্টবেঙ্গলের কাছে কি আবেদন করবে? দিল্লি থেকে ফোনে মোহন-সচিব অঞ্জন মিত্র বললেন, “আইএফএ আমাদের কিছু জানায়নি। ওরা আগে আবেদন করার কথা বলুক, তার পরে ভেবে দেখব।” পরিস্থিতি যা, মোহনবাগানের কাছে অবশ্য আর কোনও উপায় নেই। টোলগেকে পেতে হলে ইস্টবেঙ্গলের কাছে আবেদন করতে হবেই। সেক্ষেত্রে আইএফএ-র মাধ্যমেই টোলগে-সমস্যার মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বলছিলেন, “ইস্টবেঙ্গলের চিঠি হাতে পাইনি। ওরা কী চাইছে সেটা দেখেই পরবর্তী পদক্ষেপ নেব। আমার বিশ্বাস এই বিষয়টা আর বেশি দিন গড়াবে না।” বৃহস্পতিবার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে ছবিটা পরিষ্কার হয়ে যেতে পারে!
টোলগে-বিতর্কের সমাধান নিয়ে যাই হোক, মোহনবাগান-আইএফএ সম্পর্কে তিক্ততা বেড়ে গেল। কলকাতা লিগের প্রথম ম্যাচ বয়কট করার শাস্তিস্বরূপ বুধবার আইএফএ-র লিগ কমিটি মোহনবাগানের তিন পয়েন্ট কেটে নিল। রাজ্য ফুটবল সংস্থার এই আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ মোহনবাগান সচিব বলছিলেন, “আইএফএ একতরফা সিদ্ধান্ত নিয়ে চলেছে। এখন যা অবস্থা, তাতে লিগে অংশগ্রহণ করব কিনা সেটাও ভেবে দেখতে হবে।” উৎপলবাবু অবশ্য বললেন, “মোহনবাগান খেলবে না আগেই জানিয়েছিল। তাই ওদের তিন পয়েন্ট কাটা হল। পাঁচ পয়েন্ট নয়।”
আর যাঁকে নিয়ে এত বিতর্ক, সেই টোলগে কী অবস্থায় আছেন? বুধবার সকালে মোহনবাগান তাঁবুতে দেখা গেল, তিনি কঠোর অনুশীলনে মগ্ন। সন্তোষ কাশ্যপের ক্লাস শেষ হওয়ার পরেও, অনুশীলন করে চলেছেন। তবে উধাও সেই প্রাণবন্ত, হাসিখুশি মুখটা। এখন শুধু দিন গুণছেন, কবে সরকারি ভাবে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে খেলতে নামবেন।
অন্য দিকে, ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান বার বার চতুর্থ বিদেশি নেওয়ার জন্য জোর করলেও, এই মুহূর্তে লাল-হলুদ কর্তারা কোচের দাবি মানতে নারাজ। এ দিন দেবব্রতবাবু পরিষ্কার বলে দিলেন, “আমরা এখন চতুর্থ বিদেশির কথা ভাবছি না।” |