পুজোয় চলবে বিশেষ রাজধানী এক্সপ্রেসও
প্রতি বছরই পুজোয় বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানো হয়। এ বার সেই ‘পুজো স্পেশ্যাল’-এর তালিকায় ঢুকে পড়ল রাজধানী এক্সপ্রেসও। দুর্গোৎসবে যাত্রীদের বিশেষ স্বাচ্ছন্দ্য দিতে অতিরিক্ত একটি রাজধানী এক্সপ্রেস চালাবে পূর্ব রেল। একই থাকছে ভাড়া এবং যাত্রীদের খাবারের ব্যবস্থা। পুজোর মরসুমে এই প্রথম বিশেষ রাজধানী এক্সপ্রেসের বন্দোবস্ত করা হচ্ছে বলে পূর্ব রেলের দাবি।
ওই রেল সূত্রের খবর, ১৯ অক্টোবর সফর শুরু করবে বিশেষ রাজধানী এক্সপ্রেস। শিয়ালদহ থেকে প্রতি শুক্রবার ট্রেনটি ছাড়বে রাত ৬টা ৪০ মিনিটে। ধানবাদ, গয়া, মোগলসরাই, কানপুর হয়ে পৌঁছবে দিল্লিতে। ফিরতি পথে নয়াদিল্লি থেকে ট্রেনটি ছাড়বে প্রতি শনিবার রাত ৮টা ৫ মিনিটে। তাতে থাকবে একটি বাতানুকূল প্রথম শ্রেণি, তিনটি বাতানুকূল দ্বিতীয় শ্রেণি, ১০টি বাতানুকূল তৃতীয় শ্রেণির কামরা, দু’টি প্যান্ট্রিকার এবং দু’টি জেনারেটর ভ্যান। ওই বিশেষ রাজধানী এক্সপ্রেসের জন্য আসন সংরক্ষণ শুরু হচ্ছে ২৪ অগস্ট, শুক্রবার। পুরো মরসুমে শুধু ওই বাড়তি রাজধানী এক্সপ্রেস চালিয়েই অতিরিক্ত ৭২০০ আসন-শয্যার ব্যবস্থা করা হচ্ছে বলে পূর্ব রেলের দাবি। শিয়ালদহ ও হাওড়া থেকে নিয়মিত যে-দু’টি রাজধানী এক্সপ্রেস চলে, সেগুলি ছাড়বে নির্দিষ্ট সময়েই। বিশেষ রাজধানী এক্সপ্রেস ছাড়াও পূর্ব রেল এ বছর বিভিন্ন রুটে আরও ৫৬টি ‘পুজো স্পেশ্যাল’ ট্রেন চালাবে বলে জানিয়েছে। সেগুলি ১১ অক্টোবর থেকে চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ওই পুজো স্পেশ্যাল ট্রেনগুলির মধ্যে কয়েকটি কলকাতা স্টেশন থেকে যাবে দিল্লির আনন্দবিহার পর্যন্ত। কিছু বিশেষ ট্রেন হাওড়া থেকে মুম্বইয়ের লোকমান্য টিলক স্টেশন পর্যন্ত যাবে। আর আসানসোল থেকে বিশাখাপত্তনম পর্যন্ত যাবে কয়েকটি বিশেষ ট্রেন। এই তিনটি রুটে চলবে ১৪টি পুজো স্পেশ্যাল। ছ’টি বিশেষ ট্রেন দেওয়া হচ্ছে কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে। আটটি পুজো স্পেশ্যাল হাওড়া থেকে চলবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। এ ছাড়াও বেশ কিছু বিশেষ ট্রেন চালানো হবে অন্যান্য রুটে। রাজধানী এক্সপ্রেস ছাড়া অন্যান্য পুজো স্পেশ্যাল চালিয়ে ৪২ হাজার ১৫৬টি বাড়তি আসন-শয্যার বন্দোবস্ত করা হচ্ছে বলে পূর্ব রেলের দাবি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.